দিনাজপুরের হিলিতে নিয়ন্ত্রণ হারিয়ে তেল পরিবহনের কাজে ব্যবহৃত একটি লরি খাদে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে হিলি-বিরামপুর আঞ্চলিক মহাসড়কের ডাঙ্গাপাড়া নামক স্থানে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মাতখোড় গ্রামের সুরত মন্ডলের ছেলে লরির হেলপার রাসেল (৩৬) ও একই উপজেলার সুলতানপুর গ্রামের সাব্বির (৩৪)।
হিলি থানার ওসি তদন্ত এসএম জাহাঙ্গীর আলম বলেন, “পাঁচবিবির চৌধুরী ফিলিং স্টেশনের একটি লরি আজ দুপুর ১টার দিকে পার্বতীপুরে তেল নেওয়ার জন্য যাচ্ছিল। হিলি-বিরামপুর আঞ্চলিক মহাসড়কের ডাঙ্গাপাড়া নামক স্থানে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। এসময় লরিটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলের লরির হেলপার ও এক ব্যক্তি মারা যান। আহত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
আরো পড়ুন:
পূবাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২
যশোরের সড়কে যুবকের মৃত্যু
ঢাকা/মোসলেম/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত আহত
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//