টাঙ্গাইলের কালিহাতীতে অটোরিকশায় বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক জন। রবিবার (২৩ মার্চ) ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাথাইলকান্দি ২ নম্বর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিহাতী উপজেলার ভাবলা এলাকার মৃত ছাকু মন্ডলের ছেলে অটোরিকশাচালক হাসেন (৫৫) ও একই এলাকার লাল মিয়ার ছেলে সবুজ (১১)।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলেঙ্গা হতে ব্যাটারিচালিত একটি অটোরিকশাটি ভাবলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক জন নিহত হন। আহত হন দুই জন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সবুজকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরো পড়ুন:

হিলিতে তেলের লরি খাদে পড়ে নিহত ২

পূবাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, ‘‘ঘাতক বাসটি আটক করা যায়নি। তবে, শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

ঢাকা/কাওছার/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ