ভিডিও বিশ্লেষণ করে তাৎক্ষণিক তথ্য ও পরামর্শ জানাবে জেমিনি চ্যাটবট
Published: 25th, March 2025 GMT
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জেমিনি চ্যাটবটে রিয়েল-টাইম ভিডিও বিশ্লেষণ সুবিধা চালু করছে গুগল। প্রাথমিকভাবে নির্দিষ্টসংখ্যক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী জেমিনি চ্যাটবটের নতুন ইন্টারফেস কাজে লাগিয়ে পরীক্ষামূলকভাবে রিয়েল-টাইম ভিডিও বিশ্লেষণ করার সুযোগ পাচ্ছেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ‘শেয়ার স্ক্রিন উইথ লাইভ’ নামের একটি নতুন অপশন জেমিনি লাইভের ‘আস্ক অ্যাবাউট স্ক্রিন’ অপশনের ওপরে যুক্ত করা হয়েছে। নতুন এই অপশনের মাধ্যমে রিয়েল-টাইম ক্যামেরা ফিড পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক তথ্য ও পরামর্শ পাওয়া যাচ্ছে। প্রচারণামূলক এক ভিডিওতে জেমিনি চ্যাটবটের রিয়েল-টাইম ভিডিও বিশ্লেষণ সুবিধার বিভিন্ন দিক প্রকাশও করেছে গুগল।
জেমিনি চ্যাটবটের রিয়েল-টাইম ভিডিও বিশ্লেষণ সুবিধার ইন্টারফেসে ফোনকলের মতো নোটিফিকেশন সিস্টেম এবং কমপ্যাক্ট ফুল স্ক্রিন ভিউ যুক্ত করা হয়েছে। গুগল জানিয়েছে, শুরুতে পিক্সেল এবং স্যামসাংয়ের গ্যালাক্সি এস২৫ সিরিজের স্মার্টফোন ব্যবহারকারীরা রিয়েল-টাইম ভিডিও বিশ্লেষণ সুবিধা ব্যবহারের সুযোগ পাবেন।
সম্প্রতি জেমিনি চ্যাটবটে ‘ক্যানভাস’ ও ‘অডিও ওভারভিউ’ নামের দুটি সুবিধা যুক্ত করেছে গুগল। নতুন সুবিধাগুলো কাজে লাগিয়ে বর্তমানের তুলনায় আরও সহজে গবেষণা, কনটেন্ট ও সফটওয়্যার তৈরিসহ দলগতভাবে বিভিন্ন কাজ করা যায়। রিয়েল-টাইম ভিডিও বিশ্লেষণ সুবিধা চালু হলে জেমিনি চ্যাটবটের জনপ্রিয়তা আরও বাড়বে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ য টবট র
এছাড়াও পড়ুন:
হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা সুবিধা
আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন পাসকি এনক্রিপশন সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই নিরাপত্তা সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা ছাড়াই আঙুলের ছাপ, মুখাবয়ব বা ফোনের স্ক্রিন লকের সাহায্যে তাদের চ্যাট ব্যাকআপ সুরক্ষিত রাখতে পারবেন। ফলে আকারে বড় জটিল এনক্রিপশন কোড সংরক্ষণের প্রয়োজন হবে না।
২০২১ সালে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা চালু করে, যা কোনো বড় মেসেজিং প্ল্যাটফর্মের ক্ষেত্রে ছিল যুগান্তকারী পদক্ষেপ। তবে এ সুবিধা ব্যবহারের জন্য ব্যবহারকারীদের হয় একটি পাসওয়ার্ড তৈরি করতে হতো, নয়তো ৬৪ অঙ্কের ‘এনক্রিপশন কী’ সংরক্ষণ করতে হতো। এর ফলে স্মার্টফোন হারালে বা নতুন স্মার্টফোনে পুরোনো তথ্য স্থানান্তর করতে বেশ সমস্যার সম্মুখীন হতেন ব্যবহারকারীরা। নতুন পাসকি ব্যবস্থায় সেই জটিলতা দূর করা হয়েছে।
হোয়াটসঅ্যাপের তথ্যমতে, স্মার্টফোনে আগে থেকেই থাকা বায়োমেট্রিক অথেনটিকেশন ব্যবস্থা যেমন ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা স্ক্রিন লক ব্যবহার করে এখন ব্যাকআপ এনক্রিপশন সক্রিয় করা যাবে। সেটিংস থেকে নতুন সুবিধাটি চালুর জন্য প্রথমে চ্যাটস অপশনে গিয়ে চ্যাট ব্যাকআপে ক্লিক করতে হবে। এরপর এন্ড-টু-এন্ড এনক্রিপটেড ব্যাকআপ অপশনে প্রবেশ করে এনক্রিপশন চালু করতে হবে।
পাসকি এনক্রিপশন সুবিধায় ব্যবহারকারীদের চ্যাট ব্যাকআপের কোনো তথ্য হোয়াটসঅ্যাপ বা ব্যাকআপ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যেমন গুগল ড্রাইভ বা আইক্লাউড দেখতে পারবে না। অর্থাৎ চ্যাট ইতিহাস, ছবি বা ভয়েস নোট সম্পূর্ণরূপে ব্যবহারকারীর নিয়ন্ত্রণেই থাকবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সুবিধাটি সবার জন্য উন্মুক্ত করা হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া