ভিডিও বিশ্লেষণ করে তাৎক্ষণিক তথ্য ও পরামর্শ জানাবে জেমিনি চ্যাটবট
Published: 25th, March 2025 GMT
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জেমিনি চ্যাটবটে রিয়েল-টাইম ভিডিও বিশ্লেষণ সুবিধা চালু করছে গুগল। প্রাথমিকভাবে নির্দিষ্টসংখ্যক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী জেমিনি চ্যাটবটের নতুন ইন্টারফেস কাজে লাগিয়ে পরীক্ষামূলকভাবে রিয়েল-টাইম ভিডিও বিশ্লেষণ করার সুযোগ পাচ্ছেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ‘শেয়ার স্ক্রিন উইথ লাইভ’ নামের একটি নতুন অপশন জেমিনি লাইভের ‘আস্ক অ্যাবাউট স্ক্রিন’ অপশনের ওপরে যুক্ত করা হয়েছে। নতুন এই অপশনের মাধ্যমে রিয়েল-টাইম ক্যামেরা ফিড পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক তথ্য ও পরামর্শ পাওয়া যাচ্ছে। প্রচারণামূলক এক ভিডিওতে জেমিনি চ্যাটবটের রিয়েল-টাইম ভিডিও বিশ্লেষণ সুবিধার বিভিন্ন দিক প্রকাশও করেছে গুগল।
জেমিনি চ্যাটবটের রিয়েল-টাইম ভিডিও বিশ্লেষণ সুবিধার ইন্টারফেসে ফোনকলের মতো নোটিফিকেশন সিস্টেম এবং কমপ্যাক্ট ফুল স্ক্রিন ভিউ যুক্ত করা হয়েছে। গুগল জানিয়েছে, শুরুতে পিক্সেল এবং স্যামসাংয়ের গ্যালাক্সি এস২৫ সিরিজের স্মার্টফোন ব্যবহারকারীরা রিয়েল-টাইম ভিডিও বিশ্লেষণ সুবিধা ব্যবহারের সুযোগ পাবেন।
সম্প্রতি জেমিনি চ্যাটবটে ‘ক্যানভাস’ ও ‘অডিও ওভারভিউ’ নামের দুটি সুবিধা যুক্ত করেছে গুগল। নতুন সুবিধাগুলো কাজে লাগিয়ে বর্তমানের তুলনায় আরও সহজে গবেষণা, কনটেন্ট ও সফটওয়্যার তৈরিসহ দলগতভাবে বিভিন্ন কাজ করা যায়। রিয়েল-টাইম ভিডিও বিশ্লেষণ সুবিধা চালু হলে জেমিনি চ্যাটবটের জনপ্রিয়তা আরও বাড়বে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ য টবট র
এছাড়াও পড়ুন:
লঞ্চ হলো পালসার F250
বাজাজ পালসার সিরিজের Pulsar F250 বাংলাদেশের বাজারে লঞ্চ হলো। বৃহস্পতিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাইকটি লঞ্চ করা হয়।
২৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল্ড ইঞ্জিনের এই বাইকটি সর্বোচ্চ ২৪ দশমিক ৫ হর্সপাওয়ার এবং ২১ দশমিকি এনএম টর্ক তৈরি করতে পারে। বাইকটিতে রয়েছে পাঁচ স্পিড গিয়ারবক্স।
ফিচার্সের মধ্যে রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার,ব্লুটুথ কানেক্টিভিটি এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশন। ব্রেকিংয়ের ক্ষেত্রে এতে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস। বাইকটির সামনে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনে মনোশক। বাইকটির সিটের উচ্চতা ৭৯৫ মিমি, ওজন ১৬৪ কেজি এবং সর্বোচ্চ গতি ১৩০ কিমি/ঘণ্টা। বাইকটিতে রয়েছে তিনটি মোড- রেইন, রোড এবং স্পোর্টস।
আরো পড়ুন:
বাংলাদেশ লঞ্চ হলো সিএফ মটোর ৩ বাইক
বাইক ডেলিভারি নেওয়ার আগেই এগুলো দেখে নিন, নইলে ঠকবেন
বাইকটির দাম ধরা হয়েছে তিন লাখ ৬৫ হাজার টাকা।
ঢাকা/শাহেদ