???? বাংলাদেশ ০-০ ভারত ????
বিরতির সময় দুই দল ড্রেসিংরুমে যাওয়ার সময় ক্যামেরা খুঁজল তাঁদের দুজনকে—হামজা চৌধুরী আর সুনীল ছেত্রী। ছেত্রীর ঠিক পেছনেই দেখা যাচ্ছিল হামজাকে।
একসঙ্গে দুজনকে দেখে দর্শকেরা অভিনন্দন জানালেন। মাঠে দুজনই চেষ্টা করেছেন নিজ দলকে যতটা সম্ভব উজ্জীবিত রাখতে। কিন্তু গোল পায়নি কোনো দলই। বাংলাদেশ-ভারত ম্যাচটা যেমন শেষ হলো গোলশূন্য, হামজা-ছেত্রী দ্বৈরথও থেকে গেল অমীমাংসিত।
আট মাস পর অবসর থেকে ফেরা ভারতের ছেত্রী বাংলাদেশের পোস্টে একটিমাত্র শট নিয়েছেন প্রধমার্ধে। নিজের উপস্থিতি ঠিক সেভাবে বোঝাতে পারেননি। দ্বিতীয়ার্ধেও তেমন কিছু নয়। ৮৫ মিনিটে তো তাঁকে তুলেই নেন ভারত কোচ। ছেত্রী পারেননি দলকে জেতাতে।
এ রকম একের পর এক সহজ সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী নারীর মৃত্যু
রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম বেলী বেগম (৭০)। তিনি পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন। পাশাপাশি পানি বিক্রি করতেন।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিলের বেগুনবাড়ি অংশে মোটরসাইকেলের ধাক্কায় বেলী বেগম গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
একই ঘটনায় মোটরসাইকেলের চালক মো. ফয়সাল (১৮) আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন সরকার প্রথম আলোকে বলেন, নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।