ক্রিকেট বাঁচাতে ‘মোড়ল’দের ভাগ কমানো ও আরও যেসব সংস্কার চাইছে ক্রিকেটারদের সংগঠন
Published: 27th, March 2025 GMT
ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ) ছয় মাস ধরে ক্রিকেট-সংশ্লিষ্ট ৬৪টি পক্ষের মতামত নিয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করেছে। এই প্রতিবেদনের শিরোনাম—‘ইতিহাস সুরক্ষা, বদলের পথে হাঁটা: ঐক্যবদ্ধ, সুসংহত, বৈশ্বিক ভবিষ্যৎ’। সেখানে বলা হয়েছে, ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি প্রতিযোগিতা অনেক বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট পেছনে পড়ে গেছে এবং ‘আন্তর্জাতিক ম্যাচের ভবিষ্যৎ হুমকির মুখে’।
জস বাটলার, হিদার নাইট ও প্যাট কামিন্সের মতো ক্রিকেটার ছাড়াও ক্রিকেট প্রশাসক, মিডিয়া পার্টনার ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
বৈশ্বিকভাবে ক্রিকেট পরিচালনা আরও উন্নত করতে চার দল নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব ও আরও ন্যায়সংগত রাজস্ব বণ্টনের সুপারিশ করা হয়েছে এ প্রতিবেদনে।
আরও পড়ুনদুই–তিন দিন পরে বাসায় যেতে পারেন তামিম, নেওয়া হবে বিদেশেও১৭ ঘণ্টা আগেদ্বিস্তরের টেস্ট চ্যাম্পিয়নশিপআন্তর্জাতিক ক্রিকেটে প্রতিবছর চারটি সংক্ষিপ্ত মেয়াদের উইন্ডো রাখার কথা বলা হয়েছে। বাকি সময়ে টি-টোয়েন্টি লিগগুলো হবে। প্রতিবেদনে প্রস্তাবিত সমাধান হলো, এ চারটি উইন্ডোর বাইরে দীর্ঘ সময়ের কোনো আন্তর্জাতিক সিরিজ ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতাগুলোর পাশাপাশি খেলা হবে।
প্রতিবেদনে আন্তর্জাতিক ক্রিকেটে তিনটি সংস্করণ পুনর্বিন্যাস করে দুই বছর মেয়াদি চক্রে অবনমন-উত্তরণ ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছে। এ মডেল অনুযায়ী দলগুলোকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপের মতো বড় আসরে খেলার যোগ্যতা অর্জন করতে হবে।
টেস্ট ক্রিকেটের আবেদন ধরে রাখতে দ্বিস্তরের টেস্ট চ্যাম্পিয়নশিপ চালুর সুপারিশ করা হয়েছে। শীর্ষ আট দল খেলবে প্রথম বিভাগে। পরের চারটি দল খেলবে দ্বিতীয় বিভাগে। প্রথম বিভাগের শীর্ষ চার দল উন্নীত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে। প্রথম বিভাগের তলানিতে থাকা দল এবং দ্বিতীয় বিভাগের শীর্ষ দলের মধ্যে প্লে-অফ ম্যাচের মাধ্যমে পরের চক্রের জন্য উত্তরণ-অবনমন ঠিক করা হবে।
আরও পড়ুনসাইফার্ট-তাণ্ডবে পাকিস্তানের লজ্জার রেকর্ড ২০ ঘণ্টা আগেআরও ন্যায়সংগত রাজস্ব বণ্টনপ্রতিবেদনে আলোকপাত করা হয়, ‘নির্দিষ্ট কিছু বাজারের ওপর অতিনির্ভরতা এবং অন্যদের প্রতি কম বিনিয়োগ’ খেলাটিকে জর্জরিত করছে। এটা উল্লেখযোগ্য, ক্রিকেটের মোট বৈশ্বিক রাজস্বের ৮৩ শতাংশ নিজেদের মধ্যে ভাগ করে নেয় ক্রিকেটের ‘তিন মোড়ল’খ্যাত ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
প্রতিবেদনে আরও বলা হয়, ক্রিকেট অর্থনীতির প্রায় অর্ধেকটা জুড়েই ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পরিচালিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল। কিন্তু অন্য বোর্ডগুলোর সঙ্গে আইপিএলের মাত্র ০.
প্রতিবেদনে দাবি করা হয়, প্রস্তাবিত এসব পরিবর্তন কার্যকর হলে বৈশ্বিক ক্রিকেটের সম্প্রসারণ হবে, ‘আন্তর্জাতিক ক্রিকেটের টিকে থাকা’ও নিশ্চিত হবে এবং রাজস্বও বেড়ে ২৪ কোটি ডলারে ঠেকতে পারে।
ক্রিকেটের বৈশ্বিক পরিচালনা কাঠামো ও আইনকানুনের পরিবর্তনপ্রতিবেদনে দাবি করা হয়, খেলাটির বিকাশের সঙ্গে তাল মেলাতে পারছে না এর নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। খেলোয়াড় থেকে লিগ ও ফ্র্যাঞ্চাইজিগুলো অরক্ষিত।
প্রতিবেদনের ব্যাখ্যায় বলা হয়, ‘সংক্ষেপ এই বৈশ্বিক খেলার সত্যিকারের অভিভাবক হিসেবে কেউ আসলে দায়িত্বে নেই।’ সবচেয়ে শক্তিশালী বোর্ডগুলো খেলাটি চালাচ্ছে, যেখানে লিগ, ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড় কিংবা নারীদের প্রতিনিধির উপস্থিতি খুবই নগণ্য বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এসব বিষয় ঠিক করতে ডব্লিউসিএ গ্লোবাল গেম লিডারশিপ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে, যারা আইসিসি বোর্ডে বিভিন্ন রকম সুপারিশ করতে পারবে।
আইসিসির বর্তমান প্রশাসনিক কাঠামো টি-টোয়েন্টি লিগগুলোর চেয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে প্রাথমিকভাবে গুরুত্ব দিচ্ছে, যা খেলাটির আন্তর্জাতিক বাস্তবতার সঙ্গে বেমানান বলে দাবি করা হয় প্রতিবেদনে। এ ধারণা সেকেলে এবং লিগগুলোর পরিচালনাবিধি পাল্টানোর সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ট স ট চ য ম প য়নশ প ফ র য ঞ চ ইজ র স প র শ কর প রস ত পর চ ল
এছাড়াও পড়ুন:
পিকিং বিশ্ববিদ্যালয়ে বংশে তিনি প্রথম, তাই এত আয়োজন
চীনে উচ্চশিক্ষার জন্য অভিজাত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে বেইজিংয়ের পিকিং বিশ্ববিদ্যালয়। সেখানে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া দেশটির যেকোনো শিক্ষার্থীর জন্য দারুণ সম্মানের। এ বছর পিকিং বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন লি গুওইয়াও।
লির বাড়ি জেজিয়াং প্রদেশের ওয়েনজউ শহরে। এর আগে তাঁর বংশে শত বছরের ইতিহাসে কেউ পিকিং বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাননি। এত বড় সম্মানের উপলক্ষ উদ্যাপন করতে তাই বিন্দুমাত্র কার্পণ্য করেননি লির পরিবার ও গ্রামের বাসিন্দারা। রীতিমতো লালগালিচা বিছিয়ে, মোটর শোভাযাত্রা করে, ব্যান্ড বাজিয়ে পরিবার ও গ্রামের মুখ উজ্জ্বল করা লিকে সংবর্ধনা দেন তাঁরা, সঙ্গে ছিল ভূরিভোজের ব্যবস্থা। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে এই সংবর্ধনার ছবি ও ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায়।
চীনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য জাতীয় পর্যায়ে একটি পরীক্ষা নেওয়া হয়। যেটি ‘গাওকাও’ নামে পরিচিত। তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই পরীক্ষা বেশ কঠিন। পরীক্ষায় মোট ৭৫০ নম্বরের মধ্যে লি পেয়েছেন ৬৯১।
লির গ্রামের এক প্রতিবেশী জানান, লির বাবা নির্মাণশ্রমিক। লির মা মাত্র ২ হাজার ৮০০ ইউয়ান বেতনে একটি সুপারশপে কাজ করেন। সত্যি বলতে, ছেলেটি সম্পূর্ণ নিজের চেষ্টা আর পরিশ্রমে এটা অর্জন করেছেন।
প্রতিবেশী আরেক গ্রামবাসী বলেন, লি তাঁর বাবার কাছ থেকে পাওয়া একটি পুরোনো মুঠোফোন দিয়ে প্রশ্নোত্তর অনুশীলন করতেন। সাপ্তাহিক ছুটির দিনগুলোয় গ্রামের গ্রন্থাগারে বসে পরীক্ষার প্রশ্নপত্র হাতে লিখে তারপর সেগুলো অনুশীলন করতেন। মাধ্যমিকে তিনি কখনো কোনো প্রাইভেট শিক্ষকের কাছে পড়েননি।
লিকে সংবর্ধনা দিতে শতাব্দীপ্রাচীন ঐতিহ্য ভেঙে তাঁদের গ্রামের পূর্বপুরুষদের মন্দিরের প্রধান ফটক খোলা হয়, যা একটি বিশেষ সম্মানের প্রতীক হিসেবে বিবেচিত।
লিকে সংবর্ধনা দেওয়ার ছবি ও ভিডিও চীনজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
অনলাইনে একজন লেখেন, ‘পিকিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ৬৯১ নম্বর! এটা অবিশ্বাস্য। সত্যিই পুরো পরিবারের মুখ উজ্জ্বল করেছে!’
তবে কেউ কেউ এই জমকালো উদ্যাপন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তাঁরা বলেছেন, এটা কি একটু বাড়াবাড়ি নয়? উৎসবটা খুবই জাঁকজমকপূর্ণ, এতে ছেলেটার ওপর অকারণ চাপ তৈরি হতে পারে। স্নাতক হওয়ার পর কি পরিবার তাঁর কাছ থেকে অনেক বেশি কিছু প্রত্যাশা করবে না?