বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
Published: 27th, March 2025 GMT
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের অ্যাপ্রেন্টিস মেকানিক (লাইন অ্যান্ড বেইজ মেইনটেন্যান্স) এবং এয়ারক্রাফট মেকানিক (শপ) পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাপ্রেন্টিস মেকানিক (লাইন অ্যান্ড বেইজ মেইনটেন্যান্স) পদের মৌখিক পরীক্ষা আগামী ৭ ও ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া এয়ারক্রাফট মেকানিক (শপ) পদের মৌখিক পরীক্ষা ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের প্রধান কার্যালয়, বলাকা ভবন, মিনি কনফারেন্স রুম (চতুর্থ তলায়) এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনপল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে আবারও বড় নিয়োগ, পদ ৩৩৫৫ ঘণ্টা আগেমৌখিক পরীক্ষার সময় যেসব কাগজপত্র সঙ্গে আনতে হবেলিখিত পরীক্ষার প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি (দুই কপি); পাসপোর্ট সাইজের সত্যায়িত চার কপি ছবি; জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদের (নিবন্ধন) মূল কপি ও এক সেট সত্যায়িত ফটোকপি; মেয়র/চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের মূল কপি ও এক সেট সত্যায়িত ফটোকপি; সব শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিটের মূল কপি ও এক সেট সত্যায়িত ফটোকপি এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস/অ্যাভিওনিকস/অ্যারোনটিক্যাল/এয়ারক্রাফট মেইনটেন্যান্স) ডিগ্রির সার্টিফিকেট ও মার্কশিটের এক সেট সত্যায়িত ফটোকপি (এয়ারক্রাফট মেকানিক (শপ) পদের প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য)। এ ছাড়া কম্পিউটার জ্ঞান ও দক্ষতাসংক্রান্ত সনদের মূল কপি ও এক সেট সত্যায়িত ফটোকপি ও মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের বীর মুক্তিযোদ্ধার সমর্থনে সরকার কর্তৃক প্রদত্ত দলিলাদি (সনদ, গেজেট, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের এমআইএস/অনলাইন কপি) এবং বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশান সনদ।
আরও পড়ুনসরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, বেতন ১ লাখ ৭৫ হাজার, আছে সার্বক্ষণিক গাড়ি৪ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ম খ ক পর ক ষ পর ক ষ র
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫