শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের দল ‘সাইনটক’ আন্তর্জাতিক স্বাস্থ্যবিষয়ক প্রতিযোগিতা ‘গ্লোবাল হেলথ টেকনোলজিস ডিজাইন কমপিটিশন ২০২৫’–এ অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। আগামী ১০-১১ এপ্রিল যুক্তরাষ্ট্রের হিউস্টনের রাইস ইউনিভার্সিটিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

তবে আর্থিক সংকটে ওই প্রতিযোগিতায় ‘সাইনটক’ দলের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। দলটির সদস্যরা জানান, প্রতিযোগিতার আয়োজক কর্তৃপক্ষ থাকা-খাওয়ার ব্যবস্থা করবে, তবে যাতায়াত ও অন্যান্য খরচ নিজেদের বহন করতে হবে।

সাইনটক দলের সদস্যরা হলেন গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব আহমেদ, তৃতীয় বর্ষের সুস্মিতা জাহান, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইরফান নাফিজ, শিল্প উৎপাদন ও প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুদ্র সরকার।

ওই শিক্ষার্থীরা জানান, বিশ্বের বিভিন্ন দেশের শত শত আবেদন থেকে মাত্র ২৪টি দল চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়েছে। বাংলাদেশ থেকে সাইনটকসহ বুয়েটের আরও দুটি দল অংশ নেবে। তবে প্রতিযোগিতায় অংশ নিতে অর্থসংকটে পড়েছেন সাইনটকের সদস্যরা। প্রতিযোগিতার আয়োজকেরা দলটির থাকা-খাওয়ার ব্যবস্থা করলেও যাতায়াত ও অন্যান্য খরচ নিজেদের বহন করতে হবে। এতে প্রায় ১২ লাখ টাকা প্রয়োজন। কিন্তু সাইনটক দলের পক্ষে তা বহন করা সম্ভব নয়। এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি তাঁদের সহায়তায় এগিয়ে আসেননি।

সাইনটক দলের সদস্য সুস্মিতা জাহান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তাঁরা বলেছেন, বিষয়টি বিবেচনা করে দেখবেন। প্রো-ভিসি (সহ–উপাচার্য) স্যারের সাথেও কথা হয়েছে। তিনি বলেছিলেন, “তোমরা বাজেটের বর্ণনাসহ যাবতীয় অনুদানের একটা আবেদন লিখে জমা দাও, আমরা যথাসাধ্য চেষ্টা করব।” তবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় একটু অসুবিধা হচ্ছে। আবার আগে থেকেই উড়োজাহাজের টিকিট কনফার্ম করা লাগবে।’

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এ বিষয়ে সহ–উপাচার্য সাজেদুল করিম বলেন, বিষয়টি নিয়ে তিনি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে দেখবেন। তবে ঈদের ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায় কিছুটা জটিলতা আছে।

সাইনটকের উদ্ভাবন
সাইনটকের দলের সদস্যরা জানান, ‘সাইনটক’ এমন একটি প্রযুক্তি তৈরির চেষ্টা করছে, যা হাতে পরার মতো একটি বিশেষ উপকরণ (গ্লাভস) ব্যবহার করে সংকেতভাষাকে সরাসরি কথায় রূপান্তরিত করতে পারবে। এর মাধ্যমে বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিরা সহজে কথা বলতে পারবেন। পাশাপাশি যাঁরা পক্ষাঘাত বা অন্য কোনো কারণে স্পষ্টভাবে কথা বলতে পারেন না, তাঁদের জন্যও এটি সহায়ক হতে পারে।

সুস্মিতা জাহান বলেন, ‘আমরা চাই, যাঁরা কথা বলতে পারেন না, তাঁদের ভাষা থেমে না যাক। আমাদের প্রযুক্তি তাঁদের জন্য কথা বলবে।’

দলের আরেক সদস্য মাহবুব আহমেদ বলেন, ‘এই অর্জন শুধু আমাদের নয়, এটি বাংলাদেশের জন্য গর্বের বিষয়। আন্তর্জাতিক পরিসরে আমাদের কাজ তুলে ধরার সুযোগ এসেছে, যা ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজে লাগবে। আমরা নিজেরাই টাকার ব্যবস্থা করার চেষ্টা করছি। কিন্তু এত বড় যাত্রার জন্য যে পরিমাণ অর্থ দরকার, তা জোগাড় করা কঠিন হয়ে পড়ছে।’

দেশে বিভিন্ন প্রতিযোগিতায় সাইনটক দলের সফলতা রয়েছে। শাবিপ্রবির রোবোটিকস সংগঠন রোবোসাস্ট’-এর সঙ্গে যুক্ত এবং রোবোসাস্ট সিনিয়র প্রোজেক্ট হান্ট ২০২৫ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন দলটির সদস্যরা। এর আগে ‘সাইনটক’ ইয়্যুথ স্টার্টআপ সামিট ২০২৫ সিলেট বিভাগের প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র সদস য র জন য বর ষ র

এছাড়াও পড়ুন:

‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫’ অনুষ্ঠিত

ক্যানসার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫ পাওয়ার্ড বাই রেনাটা পিএলসি। ক্যান্সার সচেতনতা বৃদ্ধি এবং দরিদ্র ক্যান্সার রোগীদের সহায়তার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের রেজিস্ট্রেশন ফি থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার অন্যতম সেবাধর্মী প্রতিষ্ঠান আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের সুবিধাবঞ্চিত রোগী এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের দরিদ্র, অসহায় ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবায় দেওয়া হয়েছে। 

অনুদান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রাহমান, ঢাকা আহছানিয়া মিশনের ট্রেজারার মোহাম্মদ এম এ জলিল, বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসক অধ্যাপক ডা. আবুল আহসান দিদার, ডা. ফারহানা ফেরদৌসি, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু ক্যান্সার ও রক্তরোগ বিভাগের প্রধান প্রফেসর ডা. মো. বেলায়েত হোসাইন, ক্যান্সার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের ফাউন্ডার ডা. মোহাম্মদ মাসুমুল হক, ও রেনাটা পিএলসির হেড অব মার্কেটিং (অনকোলজি ও হেমাটোলজি) আমীর আবদুল্লাহসহ অন্যান্যরা। সংবাদ বিজ্ঞপ্তি।


 

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাবিতে পিস, কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটসে প্রফেশনাল মাস্টার্স, জিপিএ ২.৫ এ আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (১ মে ২০২৫)
  • মহান মে দিবস: শ্রমিকের অধিকার রক্ষায় সংস্কারে জোর সরকারের
  • ইউসেপ বাংলাদেশ নেবে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট, বয়স ৩৫ হলেও আবেদন
  • সিলেট আর্মি আইবিএতে বিবিএ প্রোগ্রাম, আবেদন শেষ ৪ মে
  • কোহিনুর কেমিক্যালের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৮.৪২ শতাংশ
  • ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে ব্যাংকে চাকরি, স্নাতকে জিপিএ–৩ হলে আবেদন
  • রোনালদোর আল নাসর কেন নেই ক্লাব বিশ্বকাপে
  • আজ টিভিতে যা দেখবেন (৩০ এপ্রিল ২০২৫)
  • ‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫’ অনুষ্ঠিত