Risingbd:
2025-05-01@05:47:51 GMT

চওড়া মূল্যে শীর্ষে উঠল বার্সা

Published: 28th, March 2025 GMT

চওড়া মূল্যে শীর্ষে উঠল বার্সা

ওসাসুনার বিপক্ষে বার্সার খেলার কথা ছিল গত ৮ মার্চ। সেদিন কাতালান দলটির চিকিৎসক মারা যাওয়ায় স্থগিত করা হয় ম্যাচটি। নতুন সূচি অনুযায়ী বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে ম্যাচটি অনুষ্ঠিত হয়ে গেল। তবে আন্তর্জাতিক ফুটবলের ধকল কাটিয়ে উঠতেই এই ম্যাচ খেলতে চায়নি কাতালান জায়ান্টরা। ওসাসুনাকে ৩-০ গোলে হারিয়েও তাই অসন্তোষ বার্সা ম্যানেজার হান্সি ফ্লিক।

বার্সেলোনা কোচ ফ্লিকের দাবি, তার দল বড় ব্যবধানে ওসাসুনাকে হারালেও ‘চওড়া মূল্য’ দিতে হয়েছে। কারণ তাদের মিডফিল্ডার দানি ওলমো চোটে পড়েছেন। ঠিক এই কারণেই তারা ম্যাচটা বৃহস্পতিবার খেলতে চাচ্ছিল না। আন্তর্জাতিক বিরতিতে ভ্রমণ এবং অল্প সময়ের ব্যবধানে দুই ম্যাচ খেলার একটা ধকল থাকে ফুটবলারদের। কিছুটা বিশ্রাম না নিয়ে পুনরায় প্রতিযোগিতামূলক ম্যাচে নামলে চোটের ঝুঁকি থাকেই।

আরো পড়ুন:

৭২ ঘণ্টার বিশ্রাম ছাড়া ম্যাচ খেলতে নামবে না রিয়াল

শীর্ষে উঠার সুযোগ হারাল অ্যাতলেটিকো

ঘরের মাঠ স্তাদিও অলিম্পিক লুইসে বার্সা সহজ জয় পায়। ম্যাচের ১১ মিনিটেই অ্যালেক্স বালদের অ্যাসিস্ট থেকে গোল করেন ফেরান তোরেস। ম্যাচের ১৭ মিনিটে ওসাসুনা গোলরক্ষক হেরেরা ডি বক্সের ভেতরে ফাউল করেন ওলমোকে। দুবারের নাটকীয়তায় পেনাল্টি থেকে গোল করেন ওলমো নিজেই। বিরতির আগে আর কোন গোল হয়নি। ম্যাচের ৭৭ মিনিটে ফারমিন লোপেজের অ্যাসিস্ট থেকে গোল করেন রবার্ট লেভানডফস্কি। তবে এই বড় জয়টি ওলমোর চোটে ম্লান হয়ে যায়।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, “আজ আমরা আমাদের যা ছিল (ফুটবলার), তার সেরা ব্যবহার করেছি। এই তারিখটি ম্যাচটি খেলার জন্য উপযুক্ত ছিল না। আন্তর্জাতিক বিরতির পরে এত দ্রুত খেলা ভাল না। আমরা তিন পয়েন্ট পেলাম,  কিন্তু ডানির চোটের জন্য আমরা খুব বড় একটি মূল্য দিয়েছি, এটা ভাল নয়।”

জানা গেছে, ওলমোর আজ কিছু শারীরিক পরীক্ষা হবে। প্রাথমিক অনুমান অনুযায়ী, এই ২৬ বছর বয়সী মিডফিল্ডার দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে পারেন। ফ্লিক বলেন, “আমরা জানি না তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন। যদি দুই সপ্তাহ হয়, তবে অনেক ম্যাচ মিস হবে। তিন সপ্তাহ হলে আরও বেশি। তিন পয়েন্টের জন্য মূল্যটা অনেক বড় ছিল।”

শুধু ওমলোর চোটে ফ্লিক বিরক্ত না। এই ম্যাচটা জার্মান কোচকে খেলতে হয়েছে রাফিনহাকে ছাড়া। এই ব্রাজিলিয়ান উইঙ্গার মঙ্গলবার আর্জেন্টিনার বিপক্ষে খেলেছিলেন। তাই ওসাসুনার বিপক্ষে খেলার আগে যথেষ্ঠ বিশ্রাম পাননি। অন্যদিকে ডিফেন্ডার রোনাল্ড আরাউজোও জাতীয় দল উরুগুয়ের দায়িত্ব থেকে বুধবার ফিরে আসায় মাঠে নামেননি।

লা লিগায় ২৮ ম‍্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান সংখ্যক ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। তিনে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৫৬ পয়েন্ট। অন্যদিকে ৩৩ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরেই আছে ওসাসুনা।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স প য ন শ ফ টবল ল কর ন র জন য

এছাড়াও পড়ুন:

গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বাড়িতে ককটেল বিস্ফোরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আমল মাসঊদের বাড়িতে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার গভীর রাতে বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকায় তাঁর বাড়ির দরজার সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক প্রথম আলোকে বলেন, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে তিনটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। তবে কে বা কারা এটি করেছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এ বিষয়ে লিখিত অভিযোগও কেউ করেনি। তাঁরা দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করছেন।

এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইফতিখারুল আমল মাসঊদের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি। তবে ঘটনার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, ‘ফ্যাসিবাদী অপশক্তির জুলুম-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। কোনো রক্তচক্ষুর ভয়ংকর হুমকি অন্যায়ের প্রতিবাদ করা থেকে বিরত রাখতে পারেনি। তবে তারা কখনো বাড়ি পর্যন্ত আসার ঔদ্ধত্য দেখাতে পারেনি। কিন্তু আজ আমার বাড়ির দরজায় গভীর রাতের অন্ধকারে হামলার সাহস দেখিয়েছে কাপুরুষের দল! এরা কারা? এদের শিকড়সহ উৎপাটনের দাবি জানাই।’

এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান ফেসবুকে লিখেছেন, ‘তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভেবেছিলাম বাড়ির গেটে কিংবা গেটের বাইরে। কিন্তু গিয়ে দেখলাম একেবারে বাড়িতে হামলা হয়েছে। গতকালই ওনার অসুস্থ বাবা হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় এসেছেন। জানি না শেষ কবে একজন শিক্ষকের বাড়িতে রাতের আঁধারে এভাবে সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা শঙ্কিত, স্তম্ভিত।’

এদিকে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে এ সমাবেশের আয়োজন চলছে।

সম্পর্কিত নিবন্ধ