Samakal:
2025-11-03@06:18:51 GMT

যেভাবে রঙিন করে তুলবে ঈদ

Published: 28th, March 2025 GMT

যেভাবে রঙিন করে তুলবে ঈদ

চলেই এলো ঈদ। এরই মধ্যে ছুটি কাটাতে আনেকে ছুটছো গ্রামে, কেউবা রয়ে গেছো শহরে। তা খুশির এই দিনটিকে কীভাবে কাটাতে পারো, তেমন কিছু বুদ্ধি জেনে নিই চলো...
ঈদের আগের দিন সন্ধ্যায় চাঁদ দেখা থেকে মূলত ঈদের আনন্দ শুরু। তাই চাঁদ দেখার সুযোগ কোনো ভাবেই মিস করবে না। 
চাঁদ দেখার পর মন দিতে পারো মেহেদিতে। মেহেদির রঙে রাঙিয়ে তুলতে পারো হাত।  
এবার মন দাও পরিকল্পনায়। মানে ঈদের দিনের পরিকল্পনার কথা বলছি আর কী!
কীভাবে কাটাবে ঈদের দিনটি; বড়দের সালাম করে সালামি নিতে নিতে, নাকি দস্যিদের সঙ্গে দলবেঁধে আড্ডা মেরে? নাকি এ বাড়ি-ও বাড়ি, এ বাসা-ও বাসায় ঘুরঘুর করে– সে পরিকল্পনা সেরে নাও ঈদের আগের রাতেই।


ঈদের আগের রাতে তো সবাই অনেক দেরি করে ঘুমায়। তুমি মেহেদি লাগিয়ে পারলে আগে আগে ঘুমিয়ে পড়ো। এতে পরদিন ভোরে উঠতে পারবে।  
বাড়ির বড়দের সঙ্গে ঈদগায়ে যাবে। সেখানে দেখতে পাবে রঙের মেলা। বেলুন-বাঁশিসহ রাজ্যের খেলনারও দেখা পাবে। সালামির টাকায় সেসব খেলনাপাতি কিনতে পারো। 
বিকেলে বেরুতে পারো পাড়া বেড়াতে। এই ঘর ওই ঘর ঘুরে দেখতে পারো নানা রকম মানুষের নানান আচার-আচরণ।
আর কোথাও যেতে অবশ্যই বড়দের বলে এবং তাদের সঙ্গে যাবে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ঈদ উৎসব

এছাড়াও পড়ুন:

টাঙ্গাইলের সড়কে ঝরল ২ প্রাণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুইজন নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) ভোরের দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা আন্ডারপাস এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকার কাছিম উদ্দিনের ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক সাহেব আলী (৪৫) এবং একই উপজেলার ভোক্তা এলাকার নূর মোহাম্মদ শেখের ছেলে যাত্রী আব্দুল আলীম (৬০)।

আরো পড়ুন:

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, তরুণের মৃত্যু

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত

পুলিশ জানায়, ঢাকাগামী সার্ভিস লেনে একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই যাত্রী আলীম মারা যান। গুরুতর আহত চালক সাহেব আলীমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এলেঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, “নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।”

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ