চলেই এলো ঈদ। এরই মধ্যে ছুটি কাটাতে আনেকে ছুটছো গ্রামে, কেউবা রয়ে গেছো শহরে। তা খুশির এই দিনটিকে কীভাবে কাটাতে পারো, তেমন কিছু বুদ্ধি জেনে নিই চলো...
ঈদের আগের দিন সন্ধ্যায় চাঁদ দেখা থেকে মূলত ঈদের আনন্দ শুরু। তাই চাঁদ দেখার সুযোগ কোনো ভাবেই মিস করবে না।
চাঁদ দেখার পর মন দিতে পারো মেহেদিতে। মেহেদির রঙে রাঙিয়ে তুলতে পারো হাত।
এবার মন দাও পরিকল্পনায়। মানে ঈদের দিনের পরিকল্পনার কথা বলছি আর কী!
কীভাবে কাটাবে ঈদের দিনটি; বড়দের সালাম করে সালামি নিতে নিতে, নাকি দস্যিদের সঙ্গে দলবেঁধে আড্ডা মেরে? নাকি এ বাড়ি-ও বাড়ি, এ বাসা-ও বাসায় ঘুরঘুর করে– সে পরিকল্পনা সেরে নাও ঈদের আগের রাতেই।
ঈদের আগের রাতে তো সবাই অনেক দেরি করে ঘুমায়। তুমি মেহেদি লাগিয়ে পারলে আগে আগে ঘুমিয়ে পড়ো। এতে পরদিন ভোরে উঠতে পারবে।
বাড়ির বড়দের সঙ্গে ঈদগায়ে যাবে। সেখানে দেখতে পাবে রঙের মেলা। বেলুন-বাঁশিসহ রাজ্যের খেলনারও দেখা পাবে। সালামির টাকায় সেসব খেলনাপাতি কিনতে পারো।
বিকেলে বেরুতে পারো পাড়া বেড়াতে। এই ঘর ওই ঘর ঘুরে দেখতে পারো নানা রকম মানুষের নানান আচার-আচরণ।
আর কোথাও যেতে অবশ্যই বড়দের বলে এবং তাদের সঙ্গে যাবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ঈদ উৎসব
এছাড়াও পড়ুন:
৬ মিনিটেই ইতিহাসে সালাহ, কেইনের লাগল ৬৩ মিনিট
চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে স্কোরলাইনে নাম লেখাতে দেরি করেননি মোহাম্মদ সালাহ—সময় নিয়েছেন মাত্র ৬ মিনিট। অ্যানফিল্ডে গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারায় লিভারপুল। ম্যাচের ৬ মিনিটের মধ্যে গোল করানোর পাশাপাশি মিসরীয় ফরোয়ার্ড নিজেও একটি গোল করেন। আর তাতেই দারুণ এক রেকর্ড গড়েছেন লিভারপুল কিংবদন্তি।
আরও পড়ুনকেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব৫ ঘণ্টা আগে৪ মিনিটে সালাহর ফ্রি–কিক লিভারপুল লেফট ব্যাক অ্যান্ড্রু রবার্টসনের পায়ে লেগে জালে জড়ায়। দুই মিনিট পরই বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন সালাহ। ‘অপ্টা’ জানিয়েছে, সালাহ চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ইংলিশ ক্লাবের হয়ে ম্যাচের প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করালেন। যেকোনো ক্লাবের হিসাবে সালাহ এই তালিকায় তৃতীয়। এর আগে মারিয়ানো বোমবার্দা ও করিম বেনজেমা প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করিয়েছেন।
আতলেতিকোর বিপক্ষে গোল পেয়েছেন সালাহ