নারায়ণগঞ্জ শহরের নয়াপাড়া এলাকায় সুবিধাবঞ্চিত বাসিন্দাদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৯ মার্চ) দুপুর ২টায় সিটি করপোরেশনের ১৭ নাম্বার ওয়ার্ডের দেড়শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেয়া হয়।

এদিন অসহায় মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির দক্ষিনাঞ্চলের সংগঠক শওকত আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংগঠক কাওসার আলী রনি, টুটুল, টুয়েল, ফয়সাল প্রমুখ।

উপহার বিতরণকালে শওকত আলী বলেন, আমরা নতুন বাংলাদেশে নতুন ধারার রাজনীতির সূচনা করতে চাই। দেশের মানুষ চাদাবাজি, সন্ত্রাসী, লুটতরাজের রাজনীতি আর দেখতে চায় না।

মানুষ শান্তি চায়, ন্যায্যমূল্যে নিত্যপন্য চায়, শ্রমিক তার ন্যায্য মজুরির নিশ্চয়তা চায়। এনসিপি মানুষের মৌলিক চাওয়া পাওয়া পূরনের রাজনীতি করছে। জুলাই বিপ্লবকে ধারণ করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মানে দৃঢ় প্রতিজ্ঞ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ঈদ ঈদ উপহ র এনস প

এছাড়াও পড়ুন:

টাঙ্গাইলের সড়কে ঝরল ২ প্রাণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুইজন নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) ভোরের দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা আন্ডারপাস এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকার কাছিম উদ্দিনের ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক সাহেব আলী (৪৫) এবং একই উপজেলার ভোক্তা এলাকার নূর মোহাম্মদ শেখের ছেলে যাত্রী আব্দুল আলীম (৬০)।

আরো পড়ুন:

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, তরুণের মৃত্যু

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত

পুলিশ জানায়, ঢাকাগামী সার্ভিস লেনে একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই যাত্রী আলীম মারা যান। গুরুতর আহত চালক সাহেব আলীমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এলেঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, “নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।”

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ