নয়াপাড়ায় সুবিধাবঞ্চিতদের ঈদ উপহার দিলো এনসিপি নেতা শওকত আলী
Published: 29th, March 2025 GMT
নারায়ণগঞ্জ শহরের নয়াপাড়া এলাকায় সুবিধাবঞ্চিত বাসিন্দাদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৯ মার্চ) দুপুর ২টায় সিটি করপোরেশনের ১৭ নাম্বার ওয়ার্ডের দেড়শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেয়া হয়।
এদিন অসহায় মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির দক্ষিনাঞ্চলের সংগঠক শওকত আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংগঠক কাওসার আলী রনি, টুটুল, টুয়েল, ফয়সাল প্রমুখ।
উপহার বিতরণকালে শওকত আলী বলেন, আমরা নতুন বাংলাদেশে নতুন ধারার রাজনীতির সূচনা করতে চাই। দেশের মানুষ চাদাবাজি, সন্ত্রাসী, লুটতরাজের রাজনীতি আর দেখতে চায় না।
মানুষ শান্তি চায়, ন্যায্যমূল্যে নিত্যপন্য চায়, শ্রমিক তার ন্যায্য মজুরির নিশ্চয়তা চায়। এনসিপি মানুষের মৌলিক চাওয়া পাওয়া পূরনের রাজনীতি করছে। জুলাই বিপ্লবকে ধারণ করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মানে দৃঢ় প্রতিজ্ঞ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ঈদ ঈদ উপহ র এনস প
এছাড়াও পড়ুন:
৩০ হাজার টাকার শুল্কের জন্য ৫০ হাজার টাকা ঘুষ দিতে হয়: শওকত আজিজ
ব্যবসা-বাণিজ্যে আমলাতান্ত্রিক জটিলতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বস্ত্রমালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি শওকত আজিজ। তিনি বলেন, একসময় বিটিএমএ যন্ত্রাংশ আমদানি করত। যথাযথ হারে শুল্কও দেওয়া হতো। এ নিয়ে বিতর্ক হয়নি। ছাড়পত্র বিটিএমএর পক্ষ থেকেই দেওয়া হতো।
কিন্তু এনবিআর পুরো বিষয়টি নিজের হাতে নেওয়ার পর জটিলতা বেড়েছে। প্রতিটি ধাপে ছাড়পত্র নিতে হয়। সেই সঙ্গে দেখা যায়, ৩০ হাজার টাকা শুল্ক কর জমা দিতে ৫০ হাজার টাকা ঘুষ দিতে হয়। এ বাস্তবতায় তাঁর পরামর্শ, এনবিআর নিজের সম্পদ গঠনমূলক কাজে ব্যবহার করুক।
আজ বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের আয়োজনে আগামী অর্থবছরের বাজেট–সংক্রান্ত পরামর্শক কমিটির ৪৫তম সভায় এসব কথা বলেন শওকত আজিজ।
এক পণ্যের একাধিক এইচএস কোড আছে বলে মন্তব্য করেন শওকত আজিজ। এ সমস্যা দূর করে এক পণ্য এক এইচএস কোডের অধীন নিয়ে আসা উচিত বলে মত দেন তিনি।
করপোরেট কর প্রসঙ্গে বিটিএমএর প্রস্তাব, দেশের তৈরি পোশাক খাতে যে ১২ শতাংশ করারোপ করা হয়েছে, তাদের জন্যও সেই একই হারে করারোপ করা হোক। বস্ত্র ও পোশাক খাত পরস্পরের পরিপূরক। ফলে তাদের এ প্রস্তাব অযৌক্তিক নয় বলেই মনে করেন শওকত আজিজ।