‘স্বপ্ন টানে’ এখন আইকনিক টান হয়ে গেছে
Published: 30th, March 2025 GMT
দেড় দশক ধরে ঈদ উৎসবে বাড়ি ফেরা মানুষের প্রিয় একটি গান ‘স্বপ্ন যাবে বাড়ি’। বিজ্ঞাপনচিত্রের জন্য গানটি প্রথম লিখেছিলেন আনিকা মাহজাবিন। হাবিব ওয়াহিদের সুর ও সংগীতায়োজনে গানটি প্রথম গেয়েছেন মিলন মাহমুদ। এই গানটি যেন শিকড়ের কথা মনে করিয়ে দেয়। মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ৯ বছর আগে নতুন করে ‘স্বপ্ন যাবে বাড়ি ২’ গানটি তৈরি করে। রাসেল মাহমুদের লেখা এই গানের সুর ও সংগীতায়োজন করেন হাবিব ওয়াহিদ। গানটিতে কণ্ঠ দেন মিথুন চক্র। যন্ত্রশিল্পী হিসেবে পরিচিত হলেও মিথুনের এই কণ্ঠ দেশ–বিদেশের সবার কাছে পৌঁছে যায়। এই প্রতিবেদনে জানা যাবে ‘স্বপ্ন যাবে বাড়ি ২’ গানের গল্প।
মিলন মাহমুদের কণ্ঠে ‘স্বপ্ন যাবে বাড়ি’ প্রকাশের সাত বছর পর ২০১৬ সালে গ্রামীণফোনের ‘স্বপ্ন যাবে বাড়ি ২’ বিজ্ঞাপনের থিম সংয়ের সুর ও সংগীতায়োজন করেন হাবিব ওয়াহিদ। রাসেল মাহমুদের লেখা এই গানে কণ্ঠ দেন শিল্পী মিথুন চক্র। বিজ্ঞাপনচিত্রটি প্রকাশের পর এই গানটিও তুমুল আলোচিত হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ২০২৩ সালের এপ্রিলে মিথুন চক্র প্রথম আলোকে বলেন, গানটি নিয়ে খুব আলোচনা হলেও অনেকেই জানেন না কণ্ঠ কে দিয়েছেন। অনেকে মনে করেন, হাবিব ওয়াহিদের কিংবা মিলন মাহমুদ গানটি গেয়েছেন। ‘স্বপ্ন যাবে বাড়ি ২’ গানের কণ্ঠ যে মিথুন চক্রের সেটা জানেন না। আসলে দুই গানের শিরোনাম একই হলেও কথা পুরোটাই আলাদা, লিখেছেনও ভিন্ন দুই গীতিকার। তবে দুই গানের সুরে খানিকটা মিল থাকায় ধন্দে পড়তে হয়েছে দর্শকদের।
মিথুন চক্র.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এই গ ন
এছাড়াও পড়ুন:
বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম
১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক