প্রিয়জনের সঙ্গে ঈদ করতে শেষ মুহূর্তে বাড়ি ফিরছেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। এ কারণে গতকাল শনিবার রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ ছিল। কোথাও কোথাও যানজটও দেখা গেছে। তবে আজ রোববার সকাল থেকে মহাসড়ক অনেকটা ফাঁকা।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুরের শিল্পকারখানা শনিবার বিকেলের মধ্যে ছুটি হয়েছে। তবে এবার কারখানাগুলো পর্যায়ক্রমে ছুটি হওয়ায় মহাসড়কে একসঙ্গে চাপ কম পড়েছে। এ ছাড়া অধিকাংশ কারখানা ১০ দিন ছুটি হওয়ায় শ্রমিকেরা বাড়ি ফিরতে তাড়াহুড়ো করেননি। ইতিমধ্যে জনবহুল গাজীপুর অনেকটা ফাঁকা হয়ে গেছে।

হাইওয়ে পুলিশ জানায়, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতরের চাঁদ দেখা যাওয়ায় শনিবার রাতে একযোগে বিপুলসংখ্যক মানুষ বাড়ির উদ্দেশে রওনা হন। এতে মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশনরোড, কলেজগেট, চেরাগআলী, বোর্ডবাজার, চৌরাস্তা এলাকায় যানবাহনের ব্যাপক চাপ দেখা যায়। অপর দিকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার থেকে চন্দ্রা হয়ে টাঙ্গাইলের গোড়াই পর্যন্ত ও নবীনগর-চন্দ্রা রোডের চক্রবর্তী এলাকা পর্যন্ত যানবাহনের চাপ ছিল। দীর্ঘ সময় চন্দ্রা এলাকায় যানজটের কবলে পড়েন যাত্রীরা। তবে সাহ্‌রির পর থেকে মহাসড়ক অনেকটা ফাঁকা।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও চন্দ্র এলাকার অতিরিক্ত যাত্রীর কারণে যানবাহনের কিছুটা জটলা রয়েছে। রোববার সকাল ৯টায়.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিডি পেইন্টসের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মের তালিকাভুক্ত কোম্পানি বিডি পেইন্টস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

সোমবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিডি পেইন্টস লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ২’।

কোম্পানির ৩০ জুন, ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ