শেখ হাসিনার নামে ঈদ উপহার বিতরণের ভিডিও ভাইরাল, বিএনপির প্রতিবাদ
Published: 30th, March 2025 GMT
বরগুনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঈদসামগ্রী বিতরণের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলা বিএনপির নেতা-কর্মীরা। প্রশাসনের দায়িত্বে অবহেলায় আওয়ামী লীগ এমন কার্যক্রম পরিচালনার সাহস পাচ্ছে বলে দাবি করেছেন বিএনপির নেতারা।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা পৌর শহরের প্রধান কয়েকটি সড়কে মিছিল করে সদর রোড এলাকার মিজান টাওয়ার শপিং কমপ্লেক্সের সামনে প্রতিবাদ সমাবেশ করেন জেলা বিএনপি ও এর সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা। এতে সভাপতিত্ব করেন বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহিন, সফিকুজ্জামান মাহফুজ, রেজবুল কবির, বরগুনা সদর উপজেলার সাবেক সভাপতি ফজলুল হক প্রমুখ।
সমাবেশে নজরুল ইসলাম মোল্লা বলেন, ‘আওয়ামী লীগের দোসরা এখনো ষড়যন্ত্র করছে। তারা নানাভাবে বিভিন্ন স্থান থেকে দলীয় কার্যক্রম চালাচ্ছে। আমাদের পুলিশ প্রশাসন এসব ধরতে পারছে না। এর কারণে আওয়ামী লীগের দোসররা এ ধরনের কার্যক্রম চালাতে পারছে।’
এর আগে শনিবার বিকেলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অজ্ঞাতস্থানে ঈদসামগ্রী বিতরণের ২ মিনিট ৫৯ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী সমবেত হয়েছেন। তাঁদের হাতে একটি বস্তা ধরে বলতে শোনা যায়, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে গরিব, দুস্থ, অসহায় ও আওয়ামী লীগের নিবেদিত কর্মীদের মধ্যে আজকে বরগুনা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ঈদ উপহার। আপনারা জানেন যে, আমরা একটি জয় বাংলা প্ল্যাটফর্মের মাধ্যমে ইতিমধ্যে জয়বাংলা পরিষদের মাধ্যমে যে প্রস্তুতি নিয়েছি, জননেত্রী শেখ হাসিনার পক্ষে আমরা ঈদ উপহার বিতরণ করব। এরই ধারাবাহিকতা আজকে আমাদের ঈদ উপহার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।’
ভিডিওতে জেলা যুবলীগের সহসভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর তৌহিদ মোল্লা, যুবলীগের জনশক্তি-কর্মসংস্থান সম্পাদক ও গৌরীচন্না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তানভীর আহমেদ সিদ্দিকী, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবদুল হালিম মোল্লাসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখা যায়। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য উপহার সামগ্রীর প্লাস্টিকের ব্যাগে ‘শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার’ লেখা দেখা যায়।
শেখ হাসিনার পক্ষে ঈদসামগ্রী বিতরণের প্রতিবাদে বরগুনায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা বিক্ষোভ মিছিল করেন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ঈদ উপহ র কর ম দ র ব তরণ র ব এনপ র আওয় ম বরগ ন
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫