মিয়ানমারে ভূমিকম্প: ৬০ ঘণ্টা পর চারজনকে জীবিত উদ্ধার
Published: 31st, March 2025 GMT
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের প্রায় ৬০ ঘণ্টার পর ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার তাঁদের সাগাইং অঞ্চলে ধসে পড়া একটি স্কুল ভবন থেকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস। সেখানে মৃত অবস্থায় একজনকে পাওয়া গেছে।
গত শুক্রবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। এতে দেশটিতে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৭০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ হাজারো মানুষ। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও। দুই দেশেই উদ্ধার কাজ চলছে।
আরও পড়ুনপ্রাণহানি বেড়ে ১৭০০, উদ্ধার তৎপরতায় ধীরগতি৩ ঘণ্টা আগেমিয়ানমার থেকে ১ হাজার ২০ কিলোমিটার দূরের দেশ থাইল্যান্ডে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী ব্যাংককে নির্মাণাধীন একটি ৩৩ তলা ভবন ধসে পড়ার পর এখনো ৭৬ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।
ভূমিকম্পের পর মিয়ানমারে বিদেশি সহায়তা পৌঁছাতে শুরু করেছে। তবে সেগুলো ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা খালি হাতেই উদ্ধারকাজে নেমেছেন।
আরও পড়ুনভারী যন্ত্রের অভাবে মিয়ানমারে খালি হাতে উদ্ধার অভিযান৭ ঘণ্টা আগেএর আগে গত শনিবার রাতে মিয়ানমারের রাজধানী নেপিডো থেকে এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা হয়। তিনি একটি হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে ৩৬ ঘণ্টা আটকা ছিলেন। এ ছাড়া মান্দালয়ের একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে ২৯ জনকে উদ্ধার করা হয়েছে বলে রোববার জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস।
এদিকে রোববার থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী অনুতিন চারনভিরাকুল বলেছেন, ব্যাংককে ধসে পড়া নির্মাণাধীন ভবনটির ধ্বংসস্তূপে আটকা পড়া কেউ কেউ এখনো জীবিত আছেন বলে ইঙ্গিত পেয়েছেন উদ্ধারকারীরা। তবে আশঙ্কা করা হচ্ছে তাঁদের অবস্থা খুবই নাজুক।
থাইল্যান্ডে ধ্বংসস্তূপের নিচে যাঁরা চাপা পড়েছেন, তাঁদের নিয়ে বড় শঙ্কায় রয়েছেন পরিবারের সদস্যরা। দেশটিতে এক নারীর স্বামী একটি ভবনের নিচে চাপা পড়ে আছেন। ওই নারী বিবিসিকে বলেন, যতক্ষণ লাগে, তিনি অপেক্ষা করতে রাজি আছেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ভ ম কম প
এছাড়াও পড়ুন:
পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৫ আসনের বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পিসিএস রেস্টুরেন্টের সেমিনার হলরুমে এই সভা হয়।
আরো পড়ুন:
ধানের শীষ পেলেন মাত্র ১০ নারী, মোট প্রার্থীর ৪.২২ শতাংশ
খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী মঞ্জু
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সাবেক সভাপতি মীর্জা আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম বাদশা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। দলের মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ, মতবিরোধ করা চলবে না। সাধারণ মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবে। যা সাধারণ মানুষের কল্যাণ ও রাষ্ট্র উন্নয়নের কাজ করবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
ঢাকা/শাহীন/বকুল