বেকহামের পার্টিতে যাওয়ার আগে ‘প্রেমিক’ মেসি
Published: 2nd, April 2025 GMT
ক্যাপশনে সবুজ রঙের একটা ভালোবাসার ইমোজি, ছবিতে আগুন!
আন্তোনেল্লা রোকুজ্জোর পরনে সবুজ রঙের একটি বডিকন পোশাক। লিওনেল মেসি ডার্ক স্যুটে শোভিত। বাঁ হাত দিয়ে বুকের কাছে টেনে ধরেছেন রোকুজ্জোকে। চোখে চোখ, ঠোঁট দুটোর মাঝে ইঞ্চি দেড়েক দূরত্ব। সামনের চুলগুলো ব্যাকব্রাশ করায় পেছনে একটু সাইডে হেলে পড়েছে। গালে মিহি করে ছাঁটা দাঁড়ির গোড়াগুলো দেখাচ্ছে কণার মতো। আর মেসিকে দেখে মনে হচ্ছে, বেশ দক্ষ এক প্রেমিক।
আরও পড়ুনম্যারাডোনাকে হত্যা করা হয়েছে, তাঁর সঙ্গে পশুর মতো আচরণ করা হয়েছে১১ ঘণ্টা আগেসবাই জানেন, তাঁর যত দক্ষতা ফুটবল মাঠে। সেখানেই কিংবদন্তি হয়ে ওঠা। সে জন্য নামটা শুনলেই কল্পনায় বলও চলে আসে। পরশু রোকুজ্জোর নিজের ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে অবশ্য সেই মেসিকে চেনার উপায় নেই। এ এক নতুন মেসি! প্রেমিক মেসি, পার্টিবয় মেসি।
কীসের পার্টি, তা জানতে না চেয়ে বলুন কার পার্টি? যেনতেন কেউ নন, নব্বই দশকে ইংলিশ ফুটবলের গ্ল্যামার, হার্টথ্রব এবং সাবেক মিডফিল্ডার ডেভিড বেকহামের। তাঁতে পুরোটা বলা হলো না। ম্যানচেস্টার ইউনাইটড, রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ডের জার্সিতে মাঠমাতানো, চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ ও লা লিগাজয়ী, ফ্রি–কিকে বিশেষজ্ঞ, এসবে বেকহামকে মোটামুটি ধারন করা যায়। আরেকটি পরিচয়েও মেসির সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা। আর্জেন্টাইন কিংবদন্তির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির সহমালিকও বেকহাম।
আরও পড়ুন‘নতুন মেসি’দের কার কী হাল০১ এপ্রিল ২০২৫ইংলিশ কিংবদন্তির ৫০তম জন্মদিন আসতে আরও এক মাস (২ মে) বাকি। তার আগেই মায়ামিতে বিশাল এক পার্টি দিয়ে বেকহাম হয়তো তাঁর জীবনে ‘হাফ সেঞ্চুরি’ উদ্যাপনের প্রাক্-প্রস্তুতি সারলেন। সোমবার সেই পার্টিতে যাওয়ার আগে রোকুজ্জো নিজেদের সাজপোশাকসহ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ক্লারিন। পার্টিতে শুধু মেসি-দম্পতি নয়, বলা ভালো খেলাধুলা ও গানের জগতের বেশির ভাগ তারকাই ছিলেন।
ইন্টার মায়ামিতে মেসির বার্সেলোনা সতীর্থ সের্হিও বুসকেটস, জর্দি আলবা ও লুইস সুয়ারেজ ছিলেন। গায়ক মার্ক অ্যান্থনি ছিলেন। পপ দল স্পাইস গার্লসের সাবেক সদস্য ও বেকহামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহাম তো থাকবেনই। এনএফএল কিংবদন্তি টম ব্রাডি ও এনবিএ কিংবদন্তি শাকিলে ও’নিলও ছিলেন এই পার্টিতে।
বেকহাম তাঁর ইনস্টাগ্রামেও পার্টির কিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘ভাবলাম একটু আগেই উদ্যাপন শুরু করি। মায়ামিতে বিশেষ একটা রাত। ৫০তম জন্মদিন উদ্যাপনের শুরুতে অসাধারণ কিছু বন্ধু ও পরিবারকে পেয়ে খুব সৌভাগ্যবান লাগছে।’
বেকহামের সন্তানেরাও ছিলেন পার্টিতে। যদিও তাঁর ছোট ছেলে ব্রুকলিনকে ছবিতে দেখা যায়নি। বেকহামের এই পোস্টে লুই ফিগো, রবি কিন, প্যাট্রিক ক্লুইভার্টরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বদন ত
এছাড়াও পড়ুন:
এ সপ্তাহের (৫-১১ ডিসেম্বর) সেরা ১০ চাকরি: দুর্যোগ ব্যবস্থাপনা-বিদ্যুতে বড় নিয়োগ
নতুন মাসের শুরুতে সরকারি চাকরির বিজ্ঞপ্তি আছে কয়েকটি। (৫ থেকে ১১ ডিসেম্বর ২০২৫) বেশ কয়েকটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার তারিখের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে, ৫০তম বিসিএসে, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাইয়ে, সরকারি আবাসন পরিদপ্তরে, চট্টগ্রাম সিটি করপোরেশনে এবং সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরসহ বেশ কয়েকটি সরকারি চাকরিতে আবেদন চলছে। প্রথম আলোর প্রাপ্ত এসব সরকারি চাকরির মধ্য নবম–১০মসহ বিভিন্ন গ্রেডের চাকরির সুযোগ আছে। এই সপ্তাহ, অর্থাৎ ৫ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত যেসব সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেগুলোর মধ্যে সেরা ১০টি একনজরে দেখে নিন—
১. দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৮৮
২. ৫০তম বিসিএসে আবেদন শুরু, পিএসসির যত নির্দেশনা
৩. নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই–এ চাকরি, পদ ১৩৭
৪. সরকারি আবাসন পরিদপ্তরে নিয়োগ, পদ ৮১
৫. চট্টগ্রাম সিটি করপোরেশনে নবমসহ বিভিন্ন গ্রেডে নিয়োগ, পদ ৬৫
আরও পড়ুনসহকারী শিক্ষক নিয়োগে দুই ধাপের লিখিত পরীক্ষা ২ জানুয়ারি১০ ডিসেম্বর ২০২৫৬. সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে নিয়োগ, পদসংখ্যা ৪৫
৭. সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে ১০মসহ বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৪৫
৮. জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, পদসংখ্যা ২৪
৯. বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১০ম গ্রেডে চাকরি, পদ ১৩
১০. ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে যুক্ত হলো আরও ১৪২ পদ
আরও পড়ুনপরিবার পরিকল্পনা অধিদপ্তরের ২৭ পদের চাকরি পেতে আর কত অপেক্ষা২১ ঘণ্টা আগেআরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে যা জানা জরুরি১৬ নভেম্বর ২০২৫