বেকহামের পার্টিতে যাওয়ার আগে ‘প্রেমিক’ মেসি
Published: 2nd, April 2025 GMT
ক্যাপশনে সবুজ রঙের একটা ভালোবাসার ইমোজি, ছবিতে আগুন!
আন্তোনেল্লা রোকুজ্জোর পরনে সবুজ রঙের একটি বডিকন পোশাক। লিওনেল মেসি ডার্ক স্যুটে শোভিত। বাঁ হাত দিয়ে বুকের কাছে টেনে ধরেছেন রোকুজ্জোকে। চোখে চোখ, ঠোঁট দুটোর মাঝে ইঞ্চি দেড়েক দূরত্ব। সামনের চুলগুলো ব্যাকব্রাশ করায় পেছনে একটু সাইডে হেলে পড়েছে। গালে মিহি করে ছাঁটা দাঁড়ির গোড়াগুলো দেখাচ্ছে কণার মতো। আর মেসিকে দেখে মনে হচ্ছে, বেশ দক্ষ এক প্রেমিক।
আরও পড়ুনম্যারাডোনাকে হত্যা করা হয়েছে, তাঁর সঙ্গে পশুর মতো আচরণ করা হয়েছে১১ ঘণ্টা আগেসবাই জানেন, তাঁর যত দক্ষতা ফুটবল মাঠে। সেখানেই কিংবদন্তি হয়ে ওঠা। সে জন্য নামটা শুনলেই কল্পনায় বলও চলে আসে। পরশু রোকুজ্জোর নিজের ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে অবশ্য সেই মেসিকে চেনার উপায় নেই। এ এক নতুন মেসি! প্রেমিক মেসি, পার্টিবয় মেসি।
কীসের পার্টি, তা জানতে না চেয়ে বলুন কার পার্টি? যেনতেন কেউ নন, নব্বই দশকে ইংলিশ ফুটবলের গ্ল্যামার, হার্টথ্রব এবং সাবেক মিডফিল্ডার ডেভিড বেকহামের। তাঁতে পুরোটা বলা হলো না। ম্যানচেস্টার ইউনাইটড, রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ডের জার্সিতে মাঠমাতানো, চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ ও লা লিগাজয়ী, ফ্রি–কিকে বিশেষজ্ঞ, এসবে বেকহামকে মোটামুটি ধারন করা যায়। আরেকটি পরিচয়েও মেসির সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা। আর্জেন্টাইন কিংবদন্তির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির সহমালিকও বেকহাম।
আরও পড়ুন‘নতুন মেসি’দের কার কী হাল০১ এপ্রিল ২০২৫ইংলিশ কিংবদন্তির ৫০তম জন্মদিন আসতে আরও এক মাস (২ মে) বাকি। তার আগেই মায়ামিতে বিশাল এক পার্টি দিয়ে বেকহাম হয়তো তাঁর জীবনে ‘হাফ সেঞ্চুরি’ উদ্যাপনের প্রাক্-প্রস্তুতি সারলেন। সোমবার সেই পার্টিতে যাওয়ার আগে রোকুজ্জো নিজেদের সাজপোশাকসহ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ক্লারিন। পার্টিতে শুধু মেসি-দম্পতি নয়, বলা ভালো খেলাধুলা ও গানের জগতের বেশির ভাগ তারকাই ছিলেন।
ইন্টার মায়ামিতে মেসির বার্সেলোনা সতীর্থ সের্হিও বুসকেটস, জর্দি আলবা ও লুইস সুয়ারেজ ছিলেন। গায়ক মার্ক অ্যান্থনি ছিলেন। পপ দল স্পাইস গার্লসের সাবেক সদস্য ও বেকহামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহাম তো থাকবেনই। এনএফএল কিংবদন্তি টম ব্রাডি ও এনবিএ কিংবদন্তি শাকিলে ও’নিলও ছিলেন এই পার্টিতে।
বেকহাম তাঁর ইনস্টাগ্রামেও পার্টির কিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘ভাবলাম একটু আগেই উদ্যাপন শুরু করি। মায়ামিতে বিশেষ একটা রাত। ৫০তম জন্মদিন উদ্যাপনের শুরুতে অসাধারণ কিছু বন্ধু ও পরিবারকে পেয়ে খুব সৌভাগ্যবান লাগছে।’
বেকহামের সন্তানেরাও ছিলেন পার্টিতে। যদিও তাঁর ছোট ছেলে ব্রুকলিনকে ছবিতে দেখা যায়নি। বেকহামের এই পোস্টে লুই ফিগো, রবি কিন, প্যাট্রিক ক্লুইভার্টরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বদন ত
এছাড়াও পড়ুন:
এমবাপ্পের ৫০তম গোলে পিছিয়ে পড়েও মার্শেইকে হারাল ১০ জনের রিয়াল
রিয়াল মাদ্রিদ ২–১ অলিম্পিক মার্শেই
৭ ম্যাচে ৮ গোল, ২ অ্যাসিস্ট—চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স জাতীয় দলের হয়ে কিলিয়ান এমবাপ্পের পারফরম্যান্স। পরিসংখ্যানই বলে দিচ্ছে, তিনি কতটা দুর্দান্ত ছন্দে আছেন।
এর চেয়েও বড় ব্যাপার, এমবাপ্পের বেশিরভাগ গোলে অবদান ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। ব্যবধান গড়ে দিল আজও। সান্তিয়াগো বার্নাব্যুতে এমবাপ্পের জোড়া গোলে পিছিয়ে পড়েও অলিম্পিক মার্শেইকে ২–১ ব্যবধানে হারাল রিয়াল। স্বদেশি ক্লাবকে হতাশায় ডোবাতে ফরাসি তারকা দুটি গোলই করেছেন পেনাল্টি থেকে।
ম্যাচের ৮১ মিনিটে জয়সূচক গোলটা আবার রিয়ালের জার্সিতে এমবাপ্পের ৫০তম। লস ব্লাঙ্কোসের হয়ে নিজেদের ৬৪ ম্যাচ খেলতে নেমে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি, যা ক্রিস্টিয়ানো রোনালদোর পর দ্রুততম। ২০১০ সালের নভেম্বর রোনালদো রিয়ালের হয়ে ৫০তম গোল করেছিলেন নিজের ৫৪তম ম্যাচে।
অথচ ৭২ মিনিটে নিজের তো বটেই; দলেরও সর্বনাশ ডেকে আনেন দানি কারভাহাল। মেজাজ হারিয়ে মার্শেইয়ের আর্জেন্টাইন গোলকিপার হেরোনিমো রুয়িকে মাথা দিয়ে সজোরে আঘাত ঢুস মারেন। রুয়ি সঙ্গে সঙ্গে মাঠে লুটিয়ে পড়লে রিয়াল অধিনায়ক কারভাহালকে লাল কার্ড দেখান বসনিয়ান রেফারি ইরফান পেলিতো।
১০ জনের দলে পরিণত হওয়ার পর রিয়াল বেশ চাপে পড়ে যায়। কিন্তু পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে নিজের ও দলের দ্বিতীয় গোল করে রিয়াল সমর্থকদের আনন্দে ভাসান এমবাপ্পে। অবশ্য এই পেনাল্টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের ঝড় বইয়ে যাচ্ছে।