যেন তামিল ছবির চিত্রনাট্য। ‘আগে গোপনে মেরেছি, এখন ওপেন মারব’– সামাজিক যোগাযোগমাধ্যমে এমন হত্যার হুমকি ছড়িয়ে দেওয়ার দু’দিনের মাথায় সত্যি সত্যি কেড়ে নেওয়া হলো দু’জনের জীবন। গত শনিবারের চট্টগ্রামের এই জোড়া খুনের ঘটনা তৈরি করেছে দেশজুড়ে চাঞ্চল্য।

হত্যার ছক অনুযায়ী প্রথমে ১৩ সন্ত্রাসী ছয় মোটরসাইকেলে চেপে প্রাইভেটকারকে তাড়া করে। সেই গাড়িতে ছিলেন ছয় আরোহী। প্রাইভেটকারটি নগরীর বাকলিয়ার রাজাখালী ব্রিজের ওপর পৌঁছালে প্রথম দফা গুলি করা হয়। সফল না হওয়ায় সন্ত্রাসীরা প্রাইভেটকারের পিছু ছাড়েনি। নগরের চন্দনপুরা এক্সেস রোডের মুখে পৌঁছালে আরেক দফা এলোপাতাড়ি গুলি চালিয়ে প্রাইভেটকারটি ঝাঁজরা করে দেয় সন্ত্রাসীরা। ঘটনাস্থলেই পড়ে দু’জনের লাশ। গুলিবিদ্ধ হন আরও দু’জন।

চট্টগ্রামে এই জোড়া খুনে ‘নাইন এমএম’ পিস্তল থেকে করা হয় অর্ধশতাধিক গুলি। সন্ত্রাসীদের প্রধান টার্গেট ছিল আরেক সন্ত্রাসী সারোয়ার হোসেন বাবলা। নগরের একাংশে আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের সঙ্গে বাবলার বিরোধের জেরে ঘটে এ হত্যাকাণ্ড। বিদেশে বসে সব নিয়ন্ত্রণ করে আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান। পুলিশ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

হত্যার শিকার দু’জন হলেন হাটহাজারীর উত্তর বুড়িশ্চর গ্রামের মো.

ইলিয়াসের ছেলে বখতেয়ার হোসেন মানিক (২৮) ও কক্সবাজারের রামুর পূর্ব ধেচুয়া গ্রামের আবদুল সালামের ছেলে আবদুল্লাহ আল রিফাত (২২)। এ ঘটনায় এরই মধ্যে পাঁচজনকে শনাক্ত করেছে পুলিশ। ওই পাঁচজন ছাড়াও ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে আসামি করে মামলা হয়েছে। চার দিন পার হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। উদ্ধার হয়নি হত্যায় ব্যবহৃত অস্ত্র।

শনাক্ত পাঁচজন
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, হত্যাকাণ্ডের পর আসামিদের শনাক্তে ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। তাতে ছয়টি মোটরসাইকেলে ১৩ জনকে দেখা গেছে। এর মধ্যে পাঁচজনকে শনাক্ত করা গেছে। তারা হলো– বায়েজিদ বোস্তামীর শহীদনগর সোবহান কন্ট্রাক্টর বাড়ির মো. আলমের ছেলে মো. হাসান (৩৮), ফটিকছড়ির কাঞ্চননগর গ্রামের মোহাম্মদ মুসার ছেলে মোবারক হোসেন ইমন (২২), রাউজানের পরীর দীঘির পাড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. খোরশেদ (৪৫), একই থানার দক্ষিণ-পূর্ব রাউজানের বদিউল আলমের ছেলে রায়হান (৩৫) ও নগরের খুলশী সিডিএ পুনর্বাসন এলাকার খায়রুল আলমের ছেলে বোরহান (২৭)।

ঝাঁজরা করা প্রাইভেটকার থেকে গুলির খোসা জব্দ করেছে পুলিশের বিভিন্ন ইউনিট। খোসাতে ‘নাইন এমএম’ লেখা ছিল। গাড়ির ক্ষত দেখে অর্ধশতাধিক গুলি করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। গাড়িটির মালিক রাঙ্গুনিয়ার রোনেল তালুকদার। তিনি গাড়িটি ভাড়ায় চালান।

 গাড়িটির চালক মো. ইমন। তবে ঘটনার দিন চালকের আসনে ছিলেন বখতেয়ার হোসেন মানিক। জানতে চাইলে রোনেল তালুকদার বলেন, ‘ঘটনার সকালে গাড়িটি ভাড়া নিয়ে লোহাগাড়ায় যান চালক।
সেখান থেকে ফিরে আমাকে নিয়ে গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল। তবে চালক জানান, তার ভাড়া আছে। পরে শুনেছি, আমার গাড়িতে গুলি করে দু’জনকে হত্যা করা হয়েছে। গাড়িটি চালাচ্ছিলেন চালক ইমনের বন্ধু মানিক।’

ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর পরিকল্পনায় খুন
ঘটনার দু’দিন পর মঙ্গলবার নগরের বাকলিয়া থানায় মামলা করেছেন নিহত বখতেয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম। মামলায় ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া শনাক্ত পাঁচজনসহ সাতজনের নাম উল্লেখ করে ও অচেনা ছয় থেকে সাতজনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে ফিরোজা বেগম অভিযোগ করেন, সারোয়ারের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন মানিক এবং ব্যক্তিগত কাজ করতেন আব্দুল্লাহ। সে হিসেবে মানিকের সঙ্গে আব্দুল্লাহর সখ্য গড়ে ওঠে। রোজার সময় বাবলাসহ সবাই মিলে কর্ণফুলী সেতু এলাকায় আড্ডা দিতেন। প্রতিদিনের মতো ঘটনার দিন রাতে আড্ডা দিয়ে ফেরার পথে তাদের গাড়িতে গুলি চালানো হয়। ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নার পরিকল্পনায় গাড়িতে গুলি করা হয়। ওই গাড়িতে থাকা মো. রবিন বলেন, ‘তার সন্দেহ ছোট সাজ্জাদ গ্রেপ্তার হওয়ার পেছনে বাবলার হাত থাকতে পারে– এমন সন্দেহ থেকে তাকে খুন করতে সাজ্জাদের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে।’

বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন সমকালকে বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তাদের গ্রেপ্তার করতে পারলে হত্যার কারণ ও কারা জড়িত ছিল তা জানা যাবে। এখন পর্যন্ত আমরা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে গুরুত্ব দিচ্ছি।’ 

হুমকির দু’দিনের মধ্যে জোড়া খুন
নগরের বায়েজিদ, চান্দগাঁও, পাঁচলাইশ ও হাটহাজারী এলাকার আধিপত্য নিয়ে লড়াই চলছে ছোট সাজ্জাদ ও বাবলার মধ্যে। এই বিরোধের জেরে গত ৫ আগস্টের পর থেকে তিনজন খুন হয়েছেন। এর পর থেকে পুলিশ ছোট সাজ্জাদকে গ্রেপ্তারে তৎপর হয়ে ওঠে। তাকে ধরিয়ে দিতে পুরস্কারের ঘোষণাও আসে। গত ১৫ মার্চ রাতে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার স্ত্রী শারমিন আক্তার তামান্না ফেসবুকে ভিডিও আপলোড করে প্রকাশ্য হুমকি দেন, ‘যারা এ ঘটনা ঘটাইছে, তাদেরকে ছাড় দেওয়া হবে না। মাথায় রাইখো। এতদিন আমরা পলাতক ছিলাম। এখন তোমাদের পলাতক থাকার পালা।’ এর পর গত ২৬ মার্চ সাজ্জাদের নানি রেহেনা বেগমের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে তিনি বলেন, ‘আগে গোপনে মেরেছি। এখন ওপেন মারব।’ সেই ভিডিও ছড়ানোর দু’দিনের মধ্যে ফিল্মি কায়দায় দু’জনকে গুলি চালিয়ে  হত্যা করা হয়।

ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্না বিভিন্ন সময় অভিযোগ করেছেন, তাদের পেছনে পুলিশ লেলিয়ে দিয়েছে বাবলা। সাজ্জাদকে গ্রেপ্তারেও বাবলার হাত রয়েছে। গত ১৫ জানুয়ারি বায়েজিদ বোস্তামী থানার ওসিসহ ছয়জনকে আসামি করে আদালতে মামলার আবেদন করে তামান্না। সেই মামলায়ও বাবলাকে আসামি করা হয়। তখন তামান্না অভিযোগ করেছিলেন, সাজ্জাদকে ধরতে যখন পুলিশ অভিযানে আসে তখন সঙ্গে বাবলাও ছিল।   

বিদেশে বসে কলকাঠি নাড়ছে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চট্টগ্রামের এক সময়ের দুর্ধর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান। আলোচিত এইট মার্ডার মামলার দণ্ডিত এ আসামি ২০০০ সালে একে-৪৭ রাইফেলসহ গ্রেপ্তার হন। ২০০৪ সালে জামিনে বেরিয়ে তিনি বিদেশে পালিয়ে যান। নগরের বায়েজিদ, পাঁচলাইশ, চান্দগাঁও ও হাটহাজারী এলাকায় এখনও কেউ নতুন বাড়ি নির্মাণ, ব্যবসা-বাণিজ্য, জমি বেচাকেনা করলেই ফোন আসে সাজ্জাদের। চাঁদা দিতে গড়িমসি করলে শিষ্যদের দিয়ে হামলা করেন। দুই দশকের বেশি সময় ধরে এভাবেই সবকিছু নিয়ন্ত্রণে রেখেছেন সাজ্জাদ। ঘনিষ্ঠ সহযোগীর মধ্যে নুরুন্নবী ম্যাক্সন ভারতে গিয়ে মারা গেছেন।

একাধিকবার গ্রেপ্তারের পর দলছুট ঢাকাইয়া আকবর। বাবলা গ্রুপ ছেড়ে বাহিনী গড়েছেন। ফলে হাটহাজারীর শিকারপুর গ্রামের সোনা মিয়া সওদাগর বাড়ির জামালের ছেলে ছোট সাজ্জাদকে শিষ্য হিসেবে গড়ে তোলেন বড় সাজ্জাদ। তার আশ্রয়-প্রশ্রয়ে বেপরোয়া হয়ে ওঠে ছোট সাজ্জাদ। তাকে গ্রেপ্তারের পর বিদেশে বসে তার শিষ্যদের সাজ্জাদ আলী খান ও হাবিব খান আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

গত ২০ মার্চ চট্টগ্রামের পাঁচলাইশ থানায় এক নারী নিরাপত্তা চেয়ে থানায় মামলা করেছেন। তাঁর দাবি, ছোট সাজ্জাদকে ধরিয়ে দিতে তিনি পুলিশকে সহায়তা করেছিলেন। মামলায় ওই নারী জানিয়েছেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান, হাবিব খান, ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাসহ ১১ জনকে আসামি করেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: স জ জ দ আল ত র র পর নগর র ব এল ক র ব বল র ঘটন র

এছাড়াও পড়ুন:

মিরাজে দুর্দান্ত জয় বাংলাদেশের

এমন পারফরম্যান্সই তো চাওয়ার থাকে ভালো দলের কাছে। মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্য, সাদমান ইসলামের সেঞ্চুরি, তাইজুল ইসলামের ৯ উইকেট শিকারে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ও ১০৬ রানের বিশাল জয় এনে দেয় বাংলাদেশকে। প্রথম টেস্ট হারের পর যে সমালোচনা হয়েছিল, তার জবাবটা বোধ হয় দ্বিতীয় টেস্ট তিন দিনে জিতে দিয়ে দিলেন নাজমুল হোসেন শান্তরা। ‘বাউন্স ব্যাক’ করে সিরিজ ড্র ১-১-এ।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বীরোচিত পারফরম্যান্স ছিল টাইগারদের। এটি সম্ভব হয়েছে পছন্দের উইকেটে খেলা হওয়ায়। স্পিন ভুবনে উইকেট উৎসব করেছেন তাইজুল, মিরাজ গাঁটছড়া বেঁধে। সিরিজ নির্ধারণী টেস্টে দুটি সেঞ্চুরি দারুণ অর্জন অধারাবাহিক ব্যাটিং লাইনআপের। এই টেস্টে ওপেনিং জুটি ভালো করেছে। লম্বা সময় পর টেস্ট খেলার সুযোগ পাওয়া এনামুল হক বিজয় ভালোই সঙ্গ দেন সাদমানকে। লোয়ার মিডলঅর্ডারে মিরাজের লড়াই ছিল দেখার মতো।

টেলএন্ডারদের নিয়ে রীতিমতো বাজিমাত করেছেন তিনি। শেষ ৩ উইকেটে তৃতীয় দিন ১৫৩ রান যোগ করেন। বাংলাদেশকে পৌঁছে দেন ৪৪৪ রানে। ২১৭ রানের লিড থাকায় ইনিংস ব্যবধানে জয়ের স্বপ্ন দেখায়। মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সে সে স্বপ্ন পূরণ হয়। সাকিব আল হাসান ও সোহাগ গাজীর পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি ও পাঁচ উইকেট শিকার তাঁর। 

গত বছর দেশের মাটিতে টেস্টে ভালো করতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার পর দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয়েছে। ২০২৫ সালের শুরুটাও ভালো ছিল না। সিলেটে জিম্বাবুয়ের কাছে হেরেছে। সিরিজ বাঁচাতে চট্টগ্রামে জিততেই হতো। লক্ষ্যে পৌঁছাতে কন্ডিশনেও পরিবর্তন আনা হয়। চট্টগ্রামের উইকেটে খেলা হয় দ্বিতীয় টেস্ট। যেখানে শাসন ছিল স্পিনারদের। পছন্দের উইকেট পাওয়ায় তিন স্পিনার নিয়ে খেলে বাংলাদেশ। তিনজনই দারুণ বোলিং করেন প্রথম থেকে।

দীর্ঘ বিরতির পর টেস্ট খেলার সুযোগ পাওয়া অফস্পিনার নাঈম হাসান চ্যালেঞ্জ নিয়ে বোলিং করে গেছেন। বেশি উইকেট না পেলেও এক প্রান্তে ব্যাটারদের চাপে ফেলেছেন। যার সুফল তাইজুল ও মিরাজ পেয়েছেন অন্য প্রান্তে। প্রথম দিন শেষ সেশনে ব্রেক থ্রু দেন তিনি। বাঁহাতি স্পিনার পরে পিক করে ৬ উইকেট শিকার করেন। জিম্বাবুয়ে ৯ উইকেটে ২২৭ রানে প্রথম দিন শেষ করে। পরের দিন এক বল খেলে ওই রানেই অলআউট হয়। বাংলাদেশ ব্যাটিং শুরু করে বড় লক্ষ্য নিয়ে। সাদমান ইসলাম ও এনামুল হক বিজয় ১১৮ রানের ওপেনিং জুটি করায় প্রতিপক্ষকে ছাড়িয়ে যাওয়া সহজ হয়। সাদমানের সেঞ্চুরি ও মুমিনুল হক, মুশফিকুর রহিম কিছু রান করায় ৭ উইকেটে ২৯১ রানে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ।

সেদিন সংবাদ সম্মেলনে সাদমান আশা প্রকাশ করেন, মিরাজ ও তাইজুল জুটি করবেন। অষ্টম উইকেটে ৬৪ রানের জুটি দু’জনের। বেশি ভালো করেছেন পেসার তানজিম হাসান সাকিব। মিরাজের সঙ্গে ১৫৬ বলে ৯৬ রানের জুটি। অভিষেক টেস্টে সাকিবের ব্যাটিং দারুণ লেগেছে অধিনায়ক শান্তর কাছে। ৮০ বলে ৪১ রান করেন তিনি। সবচেয়ে বড় কথা, মাথায় বল লাগার পরও বিচলিত হননি তিনি। মিরাজ ছাড়া চট্টগ্রাম টেস্টের প্রাপ্তি হিসেবে ওপেনিং জুটির ভালো খেলা, সাদমানের সেঞ্চুরি, তাইজুলের ৫ উইকেট শিকার ও সাকিবের রান করাকে মনে করেন শান্ত। 

শেষের তিন উইকেটে তৃতীয় দিন প্রায় দুই সেশন ব্যাট করে বাংলাদেশ। তাইজুল, সাকিব ও হাসানকে নিয়ে ১৫৩ রান যোগ করে। মিরাজ ১০৪ রান করে ওয়েলিংটন মাসাকাদজাকে উইকেট দেন। নার্ভাস নাইটির ঘরে প্রবেশ করে কিছুটা ঝুঁকির মুখে ছিলেন মিরাজ। ৯৮ রানে পৌঁছানোর পর সেঞ্চুরি ছুঁতে দুই রান নিতে চেয়েছিলেন। কিন্তু ফিল্ডারের কাছে বল চলে যাওয়ায় এক রানে থামতে হয়। তখন স্ট্রাইকে হাসান থাকায় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল সবাই। ড্রেসিংরুমে খেলোয়াড় ও কোচিং স্টাফের সবাই দাঁড়িয়ে গিয়েছিলেন। কখন হাসান আউট হয়ে যায়, সে ভয় কাজ করছিল হয়তো। কিন্তু হাসান ছিলেন দৃঢ়চেতা। মাসাকাদজাকে ডিফেন্স করে স্বস্তি দেন।

মিরাজ স্ট্রাইকে এসে মেদেভেরের প্রথম দুই বলে ঝুঁকি নেননি। তৃতীয় বলে এক রান নিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির স্বাদ নেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ ও দ্বিতীয় টেস্টের সেরা খেলোয়াড় মিরাজ। প্রথম ম্যাচের উভয় ইনিংসে ৫ উইকেট করে ছিল তাঁর। চট্টগ্রামে অতীতের সব পারফরম্যান্স ছাড়িয়ে গেছেন। সেঞ্চুরির সঙ্গে ৫ উইকেটপ্রাপ্তি, দুই হাজার রানের মাইলফলক পেয়েছেন। ২০২১ সালে এই চট্টগ্রামেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। ২১৭ রানে পিছিয়ে থাকা জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১১১ রানে। ফ্লাডলাইটের আলো জ্বেলে নির্ধারিত সময়ের বেশি খেলান আম্পায়াররা। প্রায় সন্ধ্যা ৬টা পর্যন্ত খেলা হয়। জিম্বাবুয়ে ক্রিকেটাররা তাতে আপত্তি করেননি। তাইজুল ৩, নাঈম ১ ও মিরাজ ৫ উইকেট নিলে ম্যাচ শেষ হয়।  

সিলেটে প্রথম টেস্ট হারের পর চট্টগ্রামে প্রভাব বিস্তার করে খেলে ম্যাচ জেতার পরও খুশি নন অধিনায়ক শান্ত, ‘আমি টেস্ট সিরিজ ড্র করে খুশি না। কারণ, প্রথম টেস্টে আমরা একেবারেই ভালো খেলিনি। এই টেস্টে একপেশে খেলে জিতলেও সিরিজে আরও ভালো খেলা উচিত ছিল। সিরিজটি জিততে হতো।’ টাইগার দলপতি জানান, এই পারফরম্যান্স শ্রীলঙ্কা সফরে কাজে দেবে। দেশের মাটিতে স্পোর্টিং উইকেট বানিয়ে বিদেশে খেলার পরিবেশ তৈরি করছিল বিসিবি। ২০২৩ সালে নিউজিল্যান্ড সিরিজ থেকে স্পোর্টিং উইকেটে খেলা হচ্ছে। কিউইদের বিপক্ষে সিলেটে ঐতিহাসিক জয় পেলেও মিরপুর থেকে হারতে শুরু করে। দেশের মাটিতে টানা ছয় হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ।

সম্পর্কিত নিবন্ধ