রাজবাড়ীতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতার পাল্টাপাল্টি অভিযোগ
Published: 4th, April 2025 GMT
রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। একে অপরের ওপর অফিস ভাঙচুর ও গাড়ি পুড়িয়ে দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাজবাড়ী জেলা শহরের আজাদী ময়দানে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলামের রাজনৈতিক কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরই রাত ১০টার দিকে শহরের ইয়াছিন উচ্চবিদ্যালয়সংলগ্ন সড়কে পার্কিং করে রাখা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেনের প্রাইভেট কারে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় গতকাল রাত থেকে শহরের থমথমে অবস্থা বিরাজ করছে। বিএনপির দলীয় কার্যালয় আজাদী ময়দানসহ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ দেখা যায়।
আরিফুল ইসলাম বলেন, ‘রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের একদল সন্ত্রাসী কোনো কারণ ছাড়াই গতকাল রাত সাড়ে ৯টার দিকে আজাদী ময়দানে অবস্থিত আমার রাজনৈতিক কার্যালয় ভাঙচুর, লুটপাটসহ তাণ্ডব চালায়। এ সময় অফিসের কাজে নিয়োজিত এক ছেলেকে তারা মারধর করে। এ ব্যাপারে আমি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’
অন্যদিকে রাত ১০টার দিকে শহরের ইয়াছিন উচ্চবিদ্যালয়সংলগ্ন পাকা সড়কের ওপর পার্কিং করে রাখা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেনের ব্যক্তিগত গাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। এ ঘটনার পর বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক লাইভে সাব্বির হোসেন গাড়ি পোড়ানোর ঘটনায় জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলামকে দায়ী করেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: শহর র
এছাড়াও পড়ুন:
অতিরিক্ত মোটা হওয়ায় যাত্রীকে তুলতে অস্বীকৃতি উবার চালকের
চিকিৎসকের কাছে যাওয়ার জন্য সম্প্রতি রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের একটি গাড়ি ডেকেছিলেন মাইকেল। গাড়িটি আসার পর দরজা খুলে ভেতরে ঢুকতে যেতেই বাধল বিপত্তি। ‘অতিরিক্ত মোটা’ হওয়ায় চালক তাঁকে গাড়িতে তুলতে অস্বীকৃতি জানান। যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
গেমিং প্ল্যাটফর্ম টুইচের জনপ্রিয় স্ট্রিমার মাইকেল। ওই প্ল্যাটফর্মে তাঁর ৬০ হাজারের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তিনি তাঁর কল অব ডিউটি গেমপ্লের জন্য পরিচিত।
মাইকেল সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওর শিরোনামে তিনি লিখেছেন, ‘আমি মজা করছি না। আমার উবার চালক বলেছেন, আমি নাকি অনেক বেশি মোটা। তাই তাঁর গাড়িতে আমাকে নেওয়া সম্ভব নয়। এমনকি তিনি আমার দিকে বন্দুক তাক করার হুমকিও দিয়েছেন।’ মাইকেলের ওই ভিডিও পাঁচ কোটিবারের বেশি দেখা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, মাইকেল উবারের গাড়িচালককে বলছেন, ‘আপনি এইমাত্র বললেন, আমি নাকি অনেক বেশি মোটা। আমি কিন্তু আপনার ভিডিও করছি।’ উত্তরে উবার চালক নারী বলেন, ‘এটা যুক্তি আর বাস্তবতার ব্যাপার। আর আমি এটা বলার অধিকার রাখি।’ কিন্তু বাক্যটি শেষ করার আগেই মাইকেল তাঁকে থামিয়ে দিয়ে বলেন, ‘না, আপনি এটা বলতে পারেন না।’ তখন ওই নারী হাত উঁচিয়ে বলেন, ‘হ্যাঁ, আমি পারি। এটা আমার গাড়ি। আপনি এখান থেকে চলে যান।’
বাগ্বিতণ্ডার একপর্যায়ে ওই উবার চালক বলেন, ‘আপনি কি চান, আমি আমার বন্দুকটা বের করি?’ এ কথা শোনার সঙ্গে সঙ্গে মাইকেল গাড়ির দরজা বন্ধ করে সেখান থেকে চলে যান। এক্সে দেওয়া অন্য একটি পোস্টে মাইকেল বলেন, এ ঘটনার কারণে তিনি সেদিন চিকিৎসকের কাছে যেতে পারেননি।
উবারের নীতি অনুযায়ী, চালকেরা বৈধ কারণ ছাড়া কোনো যাত্রীকে গাড়িতে তুলতে অস্বীকৃতি জানাতে পারবেন না। ওজন, লিঙ্গ, বর্ণ কিংবা ধর্মের ভিত্তিতে কোনো যাত্রীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা সম্পূর্ণ নিষেধ।
এই ঘটনা ভাইরাল হওয়ার পর উবার চালকের আচরণের তীব্র সমালোচনা করেছেন অনেকে।