দীর্ঘ দশ বছর ম্যানচেস্টার সিটিতে থাকার পর বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন দলটির তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। তিনি জানিয়েছেন, চলতি মৌসুম শেষেই ক্লাব ছাড়ছেন। শুক্রবার (০৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি ম্যানসিটি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন, ‘‘এটাই ম্যানচেস্টার সিটিতে আমার শেষ কিছু মাস।’’

ডি ব্রুইন ২০১৫ সালের আগস্টে জার্মান ক্লাব উলফসবুর্গ থেকে ম্যানসিটিতে যোগ দেন। এরপর থেকে ক্লাবের হয়ে ৪১৩টি ম্যাচ খেলেছেন এবং নিজেকে বিশ্বমানের খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

ম্যানসিটিতে ডি ব্রুইনের যা কিছু অর্জন:
ডি ব্রুইন পেপ গার্দিওলার অধীনে ২০২২-২৩ মৌসুমে ট্রেবল জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি ক্লাবের হয়ে ১৬টি ট্রফি জিতেছেন। যার মধ্যে রয়েছে—  
> ৬টি প্রিমিয়ার লিগ শিরোপা,  
> ১টি চ্যাম্পিয়নস লিগ,
> ২টি এফএ কাপ,
> ৫টি ইএফএল কাপ।

আরো পড়ুন:

‘শেষ চারে টিকে থাকার যোগ্যতা, আকাশ থেকে পড়বে না’

ম্যানসিটিতে ‘নতুন মেসি’ নিয়ে আসলেন গার্দিওলা 

তিনি সব ধরনের প্রতিযোগিতায় ১০৬টি গোল করেছেন এবং ১৬৯টি অ্যাসিস্ট করেছেন। বিশেষ করে প্রিমিয়ার লিগে ১১৮টি অ্যাসিস্ট করেছেন তিনি। যেখানে ২০২৩ সালের এপ্রিল মাসে মাত্র ২৩৭ ম্যাচে ১০০ অ্যাসিস্টের মাইলফলক স্পর্শ করেছিলেন। যা লিগের ইতিহাসে সবচেয়ে কম ম্যাচে করা রেকর্ড।

ডি ব্রুইনে বর্তমানে প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ অ্যাসিস্টকারী। শুধুমাত্র রায়ান গিগসের (১৬২ অ্যাসিস্ট) পরেই অবস্থান করছেন। এছাড়া তিনি এক মৌসুমে সর্বোচ্চ ২০টি অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন (২০১৯-২০, থিয়েরি অঁরির সঙ্গে যৌথভাবে)।  

ম্যানসিটি ছাড়ার ঘোষণা দিয়ে ডি ব্রুইন তার পোস্টে লেখেন, ‘‘আপনারা হয়তো অনুমান করতেই পারছেন, আমি যা বলতে যাচ্ছি। তাই সরাসরি বলছি – এই মৌসুম শেষেই আমি ম্যানচেস্টার সিটি ছাড়ছি। এটা বলা সহজ নয়, তবে প্রতিটি ফুটবলারের জন্য একদিন এই সময় আসেই। সেই দিনটা এখন আমার জন্য চলে এসেছে এবং আমি চাই আপনারা আমার কাছ থেকেই এটি শুনুন।’’

‘‘ফুটবল আমাকে আপনাদের কাছে নিয়ে এসেছে, এই শহরে এনেছে। যখন আমি এখানে এসেছিলাম, জানতাম না যে এটি আমার জীবন বদলে দেবে। এই শহর, এই ক্লাব, এই মানুষরা আমাকে সবকিছু দিয়েছে। বিনিময়ে আমিও আমার সর্বোচ্চটা দিয়েছি। আর দেখুন, আমরা সবকিছু জিতেছি! যদিও বিদায় বলাটা কঠিন, তবে সময় এসে গেছে। আমি ক্লাব, শহর, সতীর্থ, কোচিং স্টাফ, বন্ধু ও পরিবারকে ধন্যবাদ জানাতে চাই। গত ১০ বছর ছিল অসাধারণ এক যাত্রা। প্রতিটি গল্পের শেষ থাকে, তবে এটি ছিল আমার জীবনের সেরা অধ্যায়। আসুন, একসঙ্গে শেষ মুহূর্তগুলো উপভোগ করি!’’

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ব র ইন কর ছ ন

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইটি অফিসার পদে নিয়োগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) আইটি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (QAC) অধীনে এই নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: আইটি অফিসার

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম সিজিপিএ–৩.০০ (৪.০০ স্কেলে)–সহ চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। একাডেমিক জীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকা যাবে না।

প্রাসঙ্গিক ক্ষেত্রে (যেমন কোয়ালিটি অ্যাসিওরেন্স, একাডেমিক প্রশাসন, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন বা ডেটা অ্যানালাইসিস) স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে পূর্ণকালীন তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুনপ্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ৪১ মিনিট আগেবয়সসীমা

সর্বোচ্চ ৪০ বছর।

বেতন–ভাতা

আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের স্বাক্ষরিত আবেদনপত্রের সঙ্গে বিস্তারিত সিভি, সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে জমা দিতে হবে।

আরও পড়ুনইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত ৮ ঘণ্টা আগে

আবেদনের ঠিকানা

পরিচালক,

ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ),

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।

আবেদনের শেষ তারিখ

১৩ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ