গাছের ডাল কেটে ঈদ শুভেচ্ছা, পদ স্থগিত বিএনপি নেতার
Published: 6th, April 2025 GMT
সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় সড়ক বিভাজকের গাছের ডাল কেটে ঈদ শুভেচ্ছার বিলবোর্ড লাগানোর অভিযোগে তিন মাসের জন্য পদ স্থগিত করা হয়েছে বিএনপি নেতার। অভিযুক্ত বিএনপি নেতা আমির হোসেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ও ৯ নম্বর ওয়ার্ড সভাপতি।
গত শুক্রবার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জিকে গউছ স্বাক্ষরিত এক নোটিশে আমিরের দলীয় সব পদ স্থগিত করার বিষয়টি জানানো হয়েছে।
নোটিশে আমির হোসেনের উদ্দেশে বলা হয়, ‘মহানগরের কয়েকটি স্থানে রোড ডিভাইডারে গাছের ডাল কেটে আপনার ঈদের শুভেচ্ছা বিলবোর্ড লাগানো হয়েছে। ফলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এতে আপনি দলীয় নির্দেশনা ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন। বিষয়টি ইতোমধ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এসেছে। এ গর্হিত কাজের জন্য আগামী ৩ মাসের জন্য প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ স্থগিত করা হলো।’
পদ স্থগিত বিষয়ে আমির হোসেন বলেন, দলের সিদ্ধান্তের প্রতি তাঁর সম্মান রয়েছে। এটি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। কারণ প্রেসের লোকজন ডাল কেটে ব্যানার লাগিয়েছিল। তিনি জানার পর তা খুলে ফেলেন। এর পরও দল তাঁর বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে, তা তিনি মাথা পেতে নিয়েছেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন