ইংল্যান্ডের ওয়ানডে ও টি-২০ দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন হ্যারি ব্রুক। ২৬ বছর বয়সী এই ব্যাটার জস বাটলারের জায়গায় দায়িত্ব পালন করবেন। 

বাটলারের ইনজুরিতে ব্রুক এর আগে পাঁচ ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন। তবে নিয়মিত অধিনায়ক হিসেবে তিনি যাত্রা শুরু করবেন আগামী মে মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ দিয়ে। 

বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক রব কি বলেন, ‘হ্যারি শুধু অসাধারণ ক্রিকেটার নয়, একজন দারুণ ক্রিকেট মস্তিষ্কের অধিকারী। তার লক্ষ্য পরিষ্কার, যা দলকে দ্বিপাক্ষিক সিরিজসহ বিশ্বকাপের মতো বৈশ্বিক টুর্নামেন্ট জিততে সহায়তা করবে।’

সাদা বলে ইংল্যান্ডের অধিনায়কের দায়িত্ব পেয়ে ব্রুকও আনন্দিত, ‘সাদা বলে ইংল্যান্ডের অধিনায়কের দায়িত্ব পাওয়া সম্মানের। শৈশবে ইয়র্কশায়ার ও ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। দলকে নেতৃত্ব দেওয়ার কথাও ভাবতাম। আমাকে ওই সুযোগ দেওয়ায় গর্বিত। ইংল্যান্ড প্রতিভায় ভরপুর, তাদের নিয়ে সিরিজ, বিশ্বকাপসহ বড় ইভেন্ট জিততে চাই।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ