আইপিএলে হারের বৃত্ত থেকে বের হতে পারছে না চেন্নাই সুপার কিংস। এবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৮ রানে হেরে হারের হালি পূর্ণ করল তারা। ২১৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে ঝড় তুলেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি মহেন্দ্র সিং ধোনি।

এই হারে ৫ ম্যাচ শেষে চেন্নাই রয়েছে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে। কেবল সানরাইজার্স হায়দরাবাদ রয়েছে তাদের নিচে। অন্যদিকে, ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পাঞ্জাব উঠে এসেছে তালিকার চতুর্থ স্থানে। শীর্ষে আছে দিল্লি ক্যাপিটালস, যাদের সংগ্রহ ৩ ম্যাচে সমান ৬ পয়েন্ট।

ওপেনিংয়ে নেমে পাঞ্জাবকে উড়ন্ত সূচনা এনে দেন প্রিয়ানশ আরিয়া। ৪২ বলে ৯টি ছক্কা ও ৭টি চারে দৃষ্টিনন্দন সেঞ্চুরি করেন এই তরুণ ব্যাটার। তার ব্যাট থেকে আসে ১০৩ রান। শেষ দিকে শশাঙ্ক সিং যোগ করেন আরও ৩৬ বলে ৫২ রান। এই দুই ইনিংসে ভর করে পাঞ্জাব স্কোরবোর্ডে তোলে ৬ উইকেটে ২১৯ রান।

জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় চেন্নাই। ওপেনার রাচিন রবিন্দ্র ২৩ বলে ৩৬ রান করেন। তার সঙ্গে ৬১ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে। পরে কনওয়ে ৪৯ বলে ৬৯ রানের কার্যকরী ইনিংস খেলেন। শিভম দুবে ২৭ বলে ৪২ রান করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন।

তবে শেষ দিকে দলের সবচেয়ে বড় আশা হয়ে ওঠেন ধোনি। মাত্র ১২ বলেই তিনটি ছক্কা ও একটি চারে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেন সাবেক এই অধিনায়ক। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। রানরেটের চাপ আর লক্ষ্য বড় হওয়ায় শেষ পর্যন্ত চেন্নাই থামে ৫ উইকেটে ২০১ রানে। পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে হবে ধোনিদের, না হলে প্লে-অফে জায়গা পাওয়া হয়ে যাবে কঠিন চ্যালেঞ্জ।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

জিম্বাবুয়েকে চোখ রাঙাচ্ছে ইনিংস হার

কোনো উইকেট না হারিয়ে ৯২ রান নিয়ে দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয়ে যাওয়া জিম্বাবুয়ের বড় রানের নিচে চাপা পড়ার ভয়টাও নিশ্চয়ই বাড়ছিল।

তবে বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিনটা বোলিংয়ে ভালোই কেটেছে তাঁদের। নিউজিল্যান্ডের ১০ উইকেটই তুলে নিয়ে অলআউট করেছে ৩০৭ রানে। তবে জিম্বাবুয়ে এরপরও স্বস্তিতে নেই। ১৫৮ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরুর পর ৩১ রানেই ২ উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকেরা। ইনিংস হার এড়াতে এখনো ১২৭ রান করতে হবে জিম্বাবুয়েকে।

আরও পড়ুনআধা ঘণ্টার মধ্যেই গিলের দুই রেকর্ড ৫ ঘণ্টা আগে

দিনের প্রথম বলেই ৭০ বলে ৪১ রান করা উইল ইয়ংকে ফিরিয়ে জিম্বাবুয়েকে প্রথম উইকেট এনে দেন ব্লেসিং মুজারাবানি। এরপর ৬৬ রানের জুটি গড়েন হেনরি নিকোলস ও ডেভন কনওয়ে। এবারও জিম্বাবুয়ের ত্রাতা হন মুজারাবানি। ৫৬ বলে ৩৪ রান করা হেনরি নিকোলসকে ফেরান ব্রায়ান বেটের ক্যাচ বানিয়ে।

এরপর কনওয়ে ১৭০ বলে ৮৮ রান করে তানাকা চিবাঙ্গার বলে ফিরে গেলে আরও চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। সেই চাপ সামলে নেওয়ার চেষ্টাটা করতে পেরেছেন শুধু ড্যারিল মিচেল। শেষের দিকের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলের মধ্যে ১১৯ বলে ৮০ রান করে নিউম্যান নিমহারির বলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি।

নিউজিল্যান্ডের শেষ ৬ ব্যাটসম্যানের মাত্র দুজন দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন

সম্পর্কিত নিবন্ধ

  • জিম্বাবুয়েকে চোখ রাঙাচ্ছে ইনিংস হার