বন থাকবে বনের মতো, বন কেন পার্ক হবে: সৈয়দা রিজওয়ানা হাসান
Published: 9th, April 2025 GMT
মৌলভীবাজারের লাউয়াছড়া বনাঞ্চলকে পার্ক বানানো হয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘লাউয়াছড়া বনটিকে আমরা রমনা পার্ক বানিয়ে ফেলেছি। সেখানে মানুষকে ট্রেনিং দিয়েছি, কেমন করে ট্যুরিস্ট নিয়ে হাঁটতে হয়। এটি উচিত হয়নি। বন থাকবে বনের মতো, বন কেন পার্ক হবে!’
আজ বুধবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর সাফারি পার্ক পরিদর্শনে গিয়ে এ কথা বলেন সরকারের এই উপদেষ্টা। এর আগে দুপুর পৌনে ১২টায় তিনি পার্কে প্রবেশ করেন। সম্প্রতি সেখান থেকে চুরি হওয়া তিনটি লেমুর সম্পর্কে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন ও ঘটনাস্থল পরিদর্শন করেন।
২৩ মার্চ গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি যাওয়া লেমুর প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘ম্যাকাও বলেন আর লেমুর বলেন, কোনোটাই এখানে হারিয়ে যাওয়ার জন্য দেওয়া হয়নি। সব কটাকে সুরক্ষিত রাখার জন্য দেওয়া হয়েছে। হারিয়ে গেছে মানেই হলো, আমার যা করার কথা, আমি তা করতে পারিনি বা করিনি। লেমুরের ঘটনাটা একদম যতটুকু বিস্তারিত সম্ভব, আমি বিস্তারিতভাবে তদন্ত করব।’ তিনি আরও বলেন, দুর্লভ প্রাণীগুলোই কেবল চলে যাচ্ছে। এটা একটা বিশাল প্রশ্ন। দুর্লভ পশুপাখিগুলো তারাই নেবে, যারা বিষয়টাকে জানে এবং বোঝে। তার মানে, এর ভেতরে একটি অর্গানাইজড ক্রাইম সেক্টর আছে কি না, তা খতিয়ে দেখতে হবে এবং ভেঙে দিতে হবে।
স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, গাজীপুরে একটি সাফারি পার্ক আছে। আপনাদের কিন্তু দায়িত্ব বেশি। কারণ, এটি আপনাদের এলাকায় আছে।
অবৈধভাবে বনভূমি দখলের বিষয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘কাউকে যদি ঘর বা দোকান বানিয়ে দেওয়ার প্রয়োজন হয়, আপনার জায়গাতেই দিন। কিন্তু বনের জায়গায় দোকান বা ঘর—এটি হতে পারে না। আমরা দায়িত্ব নেওয়ার পর গাজীপুরে ৮৮ একর বনের জমি বেদখল হয়েছিল, ইতিমধ্যে ৫০ একর বনভূমি উদ্ধার করেছি। বাকিটাও উদ্ধার করব।’
গাজীপুর সাফারি পার্ক পরিদর্শনের সময় উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন, পুলিশ সুপার চৌধুরী মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন