এসএসসিতে ফেল করেছে ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী
Published: 10th, July 2025 GMT
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী ফেল করেছে। এর মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন ছাত্র এবং ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন ছাত্রী রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.
তিনি জানান, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার মোট ৬ লাখ ৬৬০ জন পরীক্ষার্থী পাস করতে পারেনি।
এ বছরের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মোট পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। আর পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন।
উৎস: Samakal
কীওয়ার্ড: এসএসস
এছাড়াও পড়ুন:
দাখিলে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় এবার পাসের হার এবং জিপিএ-৫ দুটোই কমেছে। দাখিলে গড় পাসের হার ৬৮ দশমিক শূন্য ৯ শতাংশ। গতবার ছিল ৭৯ দশমিক ৬৬ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৬৬ জন শিক্ষার্থী। গতবার পেয়েছিল ১৪ হাজার ২০৬ জন।
আজ বৃহস্পতিবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার ফল প্রকাশিত হয়।
এবার ফলাফল প্রকাশ উপলক্ষে আনুষ্ঠানিকতা রাখা হয়নি। শিক্ষা বোর্ডগুলো আলাদাভাবে ফল প্রকাশ করেছে। তবে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষে কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির আজ বেলা দুইটায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে ফলাফলের বিভিন্ন তথ্য তুলে ধরেন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলে এবার ৯ হাজার ৬৮টি প্রতিষ্ঠান থেকে ২ লাখ ৮৬ হাজার ৫৭২ জন পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৯৫ হাজার ১১৫ জন। এর মধ্যে ছাত্রী ৯৮ হাজার ১৮০ জন আর ছাত্র ৯৬ হাজার ৯৩৫ জন।