ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের প্রয়োজনে অনেকেই হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদানের পাশাপাশি নিয়মিত ছবি ও ভিডিও পাঠান। তবে হোয়াটসঅ‍্যাপে কেউ ছবি বা ভিডিও পাঠালেই সেগুলো স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের স্মার্টফোনে ডাউনলোড হয়। ফলে অনেকেই পরবর্তী সময়ে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। এ সমস্যা সমাধানের পাশাপাশি ব্যক্তিগত বার্তার গোপনীয়তা বাড়াতে ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ নামের সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর সুবিধাটির কার্যকারিতা পরখ করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি সুবিধা চালু থাকলে হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি ও ভিডিও প্রাপকের ফোনের গ্যালারিতে স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ হবে না। সুবিধাটি ব্যক্তিগত এবং গ্রুপ—দুই ধরনের চ্যাট অপশনেই ব্যবহার করা যাবে। তবে ম্যানুয়ালি ছবি বা ভিডিও সংরক্ষণ করা যাবে কি না, সে বিষয়ে মেটার পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।

আরও পড়ুনহোয়াটসঅ্যাপে যে ৮ কাজ কখনো করবেন না ১০ জুন ২০২৪

অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি সুবিধা চালু থাকলে ‘মেটা এআই’ নিজে থেকেই নিষ্ক্রিয় হয়ে যাবে। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারীটি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে চ্যাট অপশনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া বা ছবি তৈরি করা যাবে না। মেটা এআই ব্যবহার করা না গেলেও বার্তা ফরওয়ার্ড বা স্ক্রিনশট নেওয়ার সুযোগ মিলবে।

প্রসঙ্গত, বর্তমানে হোয়াটসঅ্যাপে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ সুবিধা চালু থাকলে নির্দিষ্ট সময় পর হোয়াটসঅ্যাপে আদান-প্রদান করা বার্তা ও মাল্টিমিডিয়া ফাইল স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। এ সুবিধা কাজে লাগিয়ে ১ দিন, ৭ দিন বা ৯০ দিন আগে নির্দিষ্ট বার্তা বা ফাইল মুছে যাওয়ার সময়সীমা নির্ধারণ করা যায়।

সূত্র: দ্য ভার্জ

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ য় টসঅ য প ব যবহ র

এছাড়াও পড়ুন:

হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা সুবিধা

আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন পাসকি এনক্রিপশন সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই নিরাপত্তা সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা ছাড়াই আঙুলের ছাপ, মুখাবয়ব বা ফোনের স্ক্রিন লকের সাহায্যে তাদের চ্যাট ব্যাকআপ সুরক্ষিত রাখতে পারবেন। ফলে আকারে বড় জটিল এনক্রিপশন কোড সংরক্ষণের প্রয়োজন হবে না।

২০২১ সালে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা চালু করে, যা কোনো বড় মেসেজিং প্ল্যাটফর্মের ক্ষেত্রে ছিল যুগান্তকারী পদক্ষেপ। তবে এ সুবিধা ব্যবহারের জন্য ব্যবহারকারীদের হয় একটি পাসওয়ার্ড তৈরি করতে হতো, নয়তো ৬৪ অঙ্কের ‘এনক্রিপশন কী’ সংরক্ষণ করতে হতো। এর ফলে স্মার্টফোন হারালে বা নতুন স্মার্টফোনে পুরোনো তথ্য স্থানান্তর করতে বেশ সমস্যার সম্মুখীন হতেন ব্যবহারকারীরা। নতুন পাসকি ব্যবস্থায় সেই জটিলতা দূর করা হয়েছে।

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, স্মার্টফোনে আগে থেকেই থাকা বায়োমেট্রিক অথেনটিকেশন ব্যবস্থা যেমন ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা স্ক্রিন লক ব্যবহার করে এখন ব্যাকআপ এনক্রিপশন সক্রিয় করা যাবে। সেটিংস থেকে নতুন সুবিধাটি চালুর জন্য প্রথমে চ্যাটস অপশনে গিয়ে চ্যাট ব্যাকআপে ক্লিক করতে হবে। এরপর এন্ড-টু-এন্ড এনক্রিপটেড ব্যাকআপ অপশনে প্রবেশ করে এনক্রিপশন চালু করতে হবে।

পাসকি এনক্রিপশন সুবিধায় ব্যবহারকারীদের চ্যাট ব্যাকআপের কোনো তথ্য হোয়াটসঅ্যাপ বা ব্যাকআপ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যেমন গুগল ড্রাইভ বা আইক্লাউড দেখতে পারবে না। অর্থাৎ চ্যাট ইতিহাস, ছবি বা ভয়েস নোট সম্পূর্ণরূপে ব্যবহারকারীর নিয়ন্ত্রণেই থাকবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সুবিধাটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সম্পর্কিত নিবন্ধ

  • হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা সুবিধা