ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের প্রয়োজনে অনেকেই হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদানের পাশাপাশি নিয়মিত ছবি ও ভিডিও পাঠান। তবে হোয়াটসঅ‍্যাপে কেউ ছবি বা ভিডিও পাঠালেই সেগুলো স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের স্মার্টফোনে ডাউনলোড হয়। ফলে অনেকেই পরবর্তী সময়ে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। এ সমস্যা সমাধানের পাশাপাশি ব্যক্তিগত বার্তার গোপনীয়তা বাড়াতে ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ নামের সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর সুবিধাটির কার্যকারিতা পরখ করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি সুবিধা চালু থাকলে হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি ও ভিডিও প্রাপকের ফোনের গ্যালারিতে স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ হবে না। সুবিধাটি ব্যক্তিগত এবং গ্রুপ—দুই ধরনের চ্যাট অপশনেই ব্যবহার করা যাবে। তবে ম্যানুয়ালি ছবি বা ভিডিও সংরক্ষণ করা যাবে কি না, সে বিষয়ে মেটার পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।

আরও পড়ুনহোয়াটসঅ্যাপে যে ৮ কাজ কখনো করবেন না ১০ জুন ২০২৪

অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি সুবিধা চালু থাকলে ‘মেটা এআই’ নিজে থেকেই নিষ্ক্রিয় হয়ে যাবে। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারীটি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে চ্যাট অপশনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া বা ছবি তৈরি করা যাবে না। মেটা এআই ব্যবহার করা না গেলেও বার্তা ফরওয়ার্ড বা স্ক্রিনশট নেওয়ার সুযোগ মিলবে।

প্রসঙ্গত, বর্তমানে হোয়াটসঅ্যাপে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ সুবিধা চালু থাকলে নির্দিষ্ট সময় পর হোয়াটসঅ্যাপে আদান-প্রদান করা বার্তা ও মাল্টিমিডিয়া ফাইল স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। এ সুবিধা কাজে লাগিয়ে ১ দিন, ৭ দিন বা ৯০ দিন আগে নির্দিষ্ট বার্তা বা ফাইল মুছে যাওয়ার সময়সীমা নির্ধারণ করা যায়।

সূত্র: দ্য ভার্জ

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ য় টসঅ য প ব যবহ র

এছাড়াও পড়ুন:

‘ন্যানো বানানা এআই শাড়ি’ ট্রেন্ড, কীভাবে বানাবেন পছন্দের ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৯৯০ দশকের মতো করে শাড়ি পরার ছবি পোস্ট করছেন নেটিজেনরা। এআই টুল দিয়ে শাড়ি পরা ছবি নিজের মনের মতো সম্পাদনা করে পোস্ট করা হচ্ছে এসব ছবি। গুগলের জেমিনি টুল, ওপেনএআইয়ের চ্যাটজিপিটি দিয়ে সহজেই তৈরি করা যাচ্ছে ছবি। 

বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাদের প্রফেশনাল আইডি আছে, তারা এই ট্রেন্ডে যোগ দিয়েছেন। এ ছাড়া সৌখিন ও প্রযুক্তিবান্ধব নারীরাও পছন্দ করেছেন এই ট্রেন্ড। বিভিন্ন ধরনের প্রম্পট ব্যবহার করে ছবি তৈরি করে নিজের ছবিতে অন্য মাত্রা যোগ করছেন নেটিজেনরা।  

আরো পড়ুন:

পোশাক উৎপাদনের ফলে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর

নিজের প্রতি সদয় কেন হতে হবে?

কীভাবে বানাবেন এআই শাড়ি স্টাইলের ছবি?

প্রথম ধাপ
শুরুতে গুগল অ্যাকাউন্টে লগইন করুন। এজন্য আপনার ফোন বা কম্পিউটারে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করুন। এরপর গুগলের AI টুল Gemini অথবা ChatGPT খুলুন। টুল ব্যবহার করতে চাইলে https://gemini.google.com বা https://chat.openai.com এই লিঙ্কে যান।

দ্বিতীয় ধাপ
‘ছবি সম্পাদনা’ অপশনে গিয়ে Gemini-এর হোমপেজে যান। এবার আপনি Try photo editing বা ‘ছবি সম্পাদনার চেষ্টা করুন’ নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। এবং আপনি একটা ছোট বানানা আইকন দেখতে পাবেন—যেটা এই ট্রেন্ডের ইঙ্গিত!

তৃতীয় ধাপ
মোবাইল বা কম্পিউটার থেকে নিজের ছবি আপলোড করে নিন। চেষ্টা করুন যেন মুখটা পরিষ্কারভাবে দেখা যায়। ক্যামেরার দিকে তাকানো বা হালকা হাসিমুখে ছবি হলে সম্পাদনা ভালো হবে।

চতুর্থ ধাপ
সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ছবির সঠিক বর্ণনা দেওয়া বা  সঠিক প্রম্পট দেওয়া।  আপনি এআই-কে যেভাবে বলবেন, ছবিটা সেই অনুযায়ী বানাবে। চাইলে আপনি শাড়ির রঙ, ব্যাকগ্রাউন্ড, মুড, ফিল্টার ইত্যাদি কাস্টমাইজ করেও লিখতে পারেন।

শেষ ধাপ
বর্ণনা দেওয়ার কয়েক সেকেন্ড পরেই ফলাফল দেখুন এবং ডাউনলোড করুন।

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • ‘ন্যানো বানানা এআই শাড়ি’ ট্রেন্ড, কীভাবে বানাবেন পছন্দের ছবি