রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় আজ শুক্রবার আটতলা বাড়ির ছাদ থেকে পড়ে মিথুন শরীফ ওরফে মনতাসির (৩৫) নামের এক যুবক মারা গেছেন। স্বজনেরা জানান, মিথুনের মানসিক সমস্যা ছিল।

মিথুনের চাচা এস এম কামরুল হাসান আজ প্রথম আলোকে বলেন, সকালে মিথুন মিরপুর ১০ নম্বর আলোক হাসপাতালের গলিতে তাঁর ফুফুর বাসায় বেড়াতে গিয়েছিলেন। সকাল ১০টার দিকে তিনি ওই বাড়ির আটতলার ছাদে যান। একপর্যায়ে তিনি সেখান থেকে পড়ে যান। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে মিরপুর ১০ নম্বরের আলোক হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় স্বজনেরা দুপুর সোয়া ১২টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা করে মিথুনকে মৃত ঘোষণা করেন বলে ঢাকা মেডিকেল ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো.

ফারুক জানিয়েছেন।

কামরুল হাসান বলেন, মানসিক সমস্যাগ্রস্ত থাকায় মিথুন ৮-১০ বছর ধরে চিকিৎসক দেখাচ্ছিলেন। এতে তিনি কিছুদিন ভালো থাকতেন, আবার কিছুদিন মানসিক সমস্যাগ্রস্ত হয়ে পড়তেন।

মিথুন সপরিবার মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের পাশে বউবাজারে নিজ বাড়িতে থাকতেন। দুই ভাই দুই বোনের মধ্যে তিনি বড়। তাঁর বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জায়গীর আড়পাড়ায়। তাঁর বাবা এস এম হেলালুজ্জামান পেশায় পাট ব্যবসায়ী।

পুলিশ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পাকিস্তানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও আইএসআই প্রধান মালিক

পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক। বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারিভাবে দেশের প্রধান গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিককে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পাকিস্তানের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। 

গত মঙ্গলবার মন্ত্রিসভা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, জেনারেল মালিক আইএসআই মহাপরিচালক হিসেবে তার বর্তমান পদেও বহাল থাকবেন।২০২৪ সালের সেপ্টেম্বর থেকে তিনি এই পদে রয়েছেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

তার এই নিয়োগের মাধ্যমে প্রথমবারের মতো একজন আইএসআই প্রধান একই সঙ্গে এনএসএ'র দায়িত্ব পেলেন। সম্প্রতি ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারতের সঙ্গে পাকিস্তানের সামরিক উত্তেজনার মধ্যে লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক নতুন দায়িত্ব পাওয়ার খবর এলো। 

২০২২ সালের এপ্রিলে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সরকার অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তানের এনএসএ পদটি শূন্য ছিল। সে সময় মঈদ ইউসুফ এনএসএ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সম্পর্কিত নিবন্ধ