ফরিদপুরের কানাইপুরের পুকুর থেকে সুজন মণ্ডল (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃগী গ্রামে অবস্থিত জেলা পরিষদের পুকুর থেকে শুক্রবার দুপুর দেড়টার দিকে ভাসমান অবস্থায় থাকা মরদেহটি উদ্ধার করা হয়।
ওই যুবক মৃগী গ্রামের সিরিষ মণ্ডলের ছেলে। পরিবার থেকে জানানো হয়, সে সকালে পুকুর ঘাটে বসে ব্রাশ করছিল।
সুজনকে না পেয়ে তার মা খোঁজাখুঁজি করে। দুপুরে প্রতিবেশী রনজিৎ মজুমদার গোসল করতে এসে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পায় এবং প্রতিবেশিদের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।
কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ল শ উদ ধ র মরদ হ
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//