ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনকে নাইটহুড প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর ‘পদত্যাগ সম্মাননা তালিকায়’ ঋষি সুনাক এই নাম সুপারিশ করে গিয়েছেন। সুপারিশ করা নামে নাইটহুডের জন্য একমাত্র খেলোয়াড় হিসেবে রয়েছেন অ্যান্ডারসন। আনুষ্ঠানিকভাবে নাইটহুড ঘোষণার পর, অ্যান্ডারসনের নামের ‘স্যার’ যুক্ত হয়ে যাবে।

ইংল্যান্ড জাতীয় দলে অ্যান্ডরসনের অভিষেক হয়েছিল ২০০২ সালের ভ১৫ ডিসেম্বর। ৪২ বছর বয়সী এই পেসার ২০২৪ সালের জুলাইয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। তিনি টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বকালের সফলতম পেসার। অ্যান্ডারসনের ঝুলিতে রয়েছে ৭০৪টি উইকেট। শুধুমাত্র দুই স্পিনার মুত্তিয়া মুরালিধরন (৮০০) এবং শেন ওয়ার্ন (৭০৮) তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সাদা বলে অ্যান্ডারসনের শিকার ২৮৭টি উইকেট।

ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন অ্যান্ডারসনকে অভিনন্দন জানিয়ে বলেন, “স্যার জিমি অ্যান্ডারসনকে অনেক অনেক অভিনন্দন। এই সম্মান একজন ইংলিশ কিংবদন্তির প্রাপ্য। তার দক্ষতা, নিষ্ঠা এবং খেলোয়াড়সুলভ মনোভাব শুধু ইংল্যান্ডেই নয়, সারা বিশ্বের খেলোয়াড় এবং ভক্তদের অনুপ্রাণিত করেছে।”

ইসিবির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেও অভিনন্দন জানিয়ে পোস্ট করা হয়, “স্যার জিমি অ্যান্ডারসন! আপনার সঙ্গে নামটা বেশ মানিয়েছে।”

‘রিজিগনেশন অনার্স লিস্ট’ যুক্তরাজ্যের একটি প্রথা, যেখানে বিদায়ী প্রধানমন্ত্রীগণ বিভিন্ন ব্যক্তিকে সম্মাননা দেওয়ার জন্য মনোনয়ন দেন।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অ য ন ড রসন রসন র

এছাড়াও পড়ুন:

পাকিস্তানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও আইএসআই প্রধান মালিক

পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক। বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারিভাবে দেশের প্রধান গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিককে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পাকিস্তানের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। 

গত মঙ্গলবার মন্ত্রিসভা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, জেনারেল মালিক আইএসআই মহাপরিচালক হিসেবে তার বর্তমান পদেও বহাল থাকবেন।২০২৪ সালের সেপ্টেম্বর থেকে তিনি এই পদে রয়েছেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

তার এই নিয়োগের মাধ্যমে প্রথমবারের মতো একজন আইএসআই প্রধান একই সঙ্গে এনএসএ'র দায়িত্ব পেলেন। সম্প্রতি ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারতের সঙ্গে পাকিস্তানের সামরিক উত্তেজনার মধ্যে লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক নতুন দায়িত্ব পাওয়ার খবর এলো। 

২০২২ সালের এপ্রিলে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সরকার অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তানের এনএসএ পদটি শূন্য ছিল। সে সময় মঈদ ইউসুফ এনএসএ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সম্পর্কিত নিবন্ধ