আবাহনী লিমিটেডের পেসার মৃত্যুঞ্জয়ের বল এগিয়ে এসে ড্রাইভ করলেন আনিসুল ইসলাম। মিড অফের ফিল্ডার নাজমুল হোসেন শান্ত পারলেন না বল আটকাতে। বল সীমানায় চলে যায় অতি সহজে। ৯৫ থেকে আনিসুলের রান ৯৯। পরের বল ডট। এরপরের বলেই আসল মাহেন্দ্রক্ষণ। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ওপেনার আনিসুল ডিপ পয়েন্টে বল পাঠিয়ে নিলেন ১ রান। তার রান পৌঁছে গেল তিন অংকে। তামিম ইকবালের জায়গায় ওপেনিংয়ে নেমে আনিসুল পূরণ করলেন দলের চাহিদা। তাইতো আনন্দটাও দ্বিগুন।

মুশফিকুর রহিম দৌড়ে এসে জড়িয়ে ধরে তার উচ্ছ্বাসটা বাড়িয়ে দেন আরো। দিন শেষে সেই হাসিটা মুখেই লেগে ছিল। কারণ আনিসুলের সেঞ্চুরির ইনিংসে শনিবার (১২ এপ্রিল) চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়েছে মোহামেডান।

আনিসুলের দ্যুতিময় ১১৪ রানের ইনিংসে ভর করে মোহামেডান ২৬৪ রানের পুঁজি পায়। জবাব দিতে নেমে আবাহনী শান্তর ৮০ রানের ইনিংসে সঠিক পথেই ছিল। কিন্তু তার আউটের পর সব ওলটপালট হয়ে যায়। আবাহনীর দলীয় ইনিংস থেমে যায় ২২৫ রানে। ৩৯ রানের দারুণ জয় পায় মোহামেডান।

আরো পড়ুন:

শরিফুলের ৬ উইকেট, সৌম্যর ৮০, রুপগঞ্জের দারুণ জয়

ডিপিএলে ফিক্সিং সন্দেহ, তদন্তে নেমেছে বিসিবি

যদিও তারা পয়েন্ট টেবিলে আবাহনীকে টপকাতে পারেনি। ১১ ম্যাচে দুই দলেরই জয় ৯টি, পরাজয় ২টি। আবাহনীর রান রেট ১.

৪৬৮। মোহামেডানের ০.৭৭১। সুপার লিগের লড়াইয়ে দুই দল আবারো মুখোমুখি হবে। সেই লড়াইয়ে কার মুখে শেষ হাসিটা থাকে সেটাই দেখার।

এই ম্যাচকে ঘিরে ব্যাট-বলে তেমন কোনো উত্তেজনা, রোমাঞ্চ ছড়ায়নি। মোহামেডান শুরু থেকে দাপট দেখিয়েছে। আবাহনী এক পর্যায়ে ফিরে লক্ষ্য নাগালে রেখেছিল। বোলিংয়ে মোহামেডান আবার দাপট দেখায়। জুটি গড়ে আবহনীও দেয় জবাব। কিন্তু শেষ পর্যন্ত মোহামেডানের দলগত পারফরম্যান্সে আবাহনীকে হার মানতে হয়।

তবে ইবাদত হোসেনের বলে মোহাম্মদ মিঠুনের এক এলবিডব্লিউ আবদেনকে ঘিরে কথা কাটাকাটি হয়েছে। সেটাও অনফিল্ড দুই আম্পায়ার তানভীর ও সৈকতের সঙ্গে মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিমের। আম্পায়ারের থেকে আউটের সাড়া না পেয়ে ইবাদতও অশোভন আচরণ করেছেন। ড্রেসিংরুমের দিকে তাক করে আঙ্গুল তুলে চিৎকার করতে দেখা গেছে তাকে। পরিস্থিতি এতোটাই বাড়াবাড়ি পর্যায়ের ছিল যে মিনিট তিনেক খেলা বন্ধ ছিল।

ম্যাচ সেরা নির্বাচিত হওয়া আনিসুল ১১৮ বলে ১৮ চার ও ২ ছক্কায় ১১৪ রানের ইনিংসটি সাজান। মোহামেডানের হয়ে আর ফিফটি করতে পারেননি কেউ। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান আসে মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট থেকে। ৩৪ ওভারে ৩ উইকেটে মোহামেডানের রান ছিল ২০১। সেখান থেকে নাটকীয় ছন্দপতনে মাত্র ৬৩ রান তুলতে পারে তারা। মুশফিকুর রহিম (২০) ও মাহমুদউল্লাহ রিয়াদ (১৭) অহেতুক শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে আসেন।

বল হাতে নাহিদ রানা ৪৯ রানে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট পেয়েছেন রাকিবুল, মৃত্যুঞ্জয় ও মাহফুজুর।

লক্ষ্য তাড়ায় পারভেজ হোসেন ইমন দারুণ ছক্কায় শুরু করেন। এক ওভার পর ইবাদতকেও দারুণ স্ট্রেইট ও কভার ড্রাইভে চার হাঁকান। কিন্তু ইবাদতের চতুর্থ ওভারেই তাকে সাজঘরে ফিরতে হয়। কাভারে সোজা ক্যাচ দেন মাত্র ১৬ রানে। আরেক ওপেনার জিসান মিরাজের বলে সীমানায় ক্যাচ দেন ৩ রানে।

তিনে নামা শান্ত শুরু থেকে রান তুলতে ভুগছিলেন। তবুও দলকে লড়াইয়ে রেখেছিলেন তিনি। সাইফউদ্দিনের বলে স্কুপ করতে গিয়ে বোল্ড হওয়ার আগে ১১৩ বলে ৮০ রান করেন আবাহনীর অধিনায়ক। এর বাইরে তেমন কেউ রান পাননি। মুমিনুল ২৫ এবং মোসাদ্দেক ও মৃত্যুঞ্জয় ২৪ রানের দুটি ইনিংস খেলেন।

মোহামেডানের সেরা বোলার ছিলেন ইবাদত। ৩৬ রানে ৪ উইকেট নেন তিনি। ২টি করে উইকেট পেয়েছেন মিরাজ ও সাইফ উদ্দিন।

শেষ কয়েক বছরেই আবাহনী ও মোহামেডান লড়াইয়ে আবাহনীর ছিল একচ্ছত্র আধিপত্য। এবার মোহামেডানের জয়ে মতিঝিল পাড়ার ক্লাবটির সুদিন ফিরে আসার সুবাস পাওয়া যাচ্ছে।

ঢাকা/ইয়াসিন/নাভিদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট

এছাড়াও পড়ুন:

পিকিং বিশ্ববিদ্যালয়ে বংশে তিনি প্রথম, তাই এত আয়োজন

চীনে উচ্চশিক্ষার জন্য অভিজাত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে বেইজিংয়ের পিকিং বিশ্ববিদ্যালয়। সেখানে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া দেশটির যেকোনো শিক্ষার্থীর জন্য দারুণ সম্মানের। এ বছর পিকিং বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন লি গুওইয়াও।

লির বাড়ি জেজিয়াং প্রদেশের ওয়েনজউ শহরে। এর আগে তাঁর বংশে শত বছরের ইতিহাসে কেউ পিকিং বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাননি। এত বড় সম্মানের উপলক্ষ উদ্‌যাপন করতে তাই বিন্দুমাত্র কার্পণ্য করেননি লির পরিবার ও গ্রামের বাসিন্দারা। রীতিমতো লালগালিচা বিছিয়ে, মোটর শোভাযাত্রা করে, ব্যান্ড বাজিয়ে পরিবার ও গ্রামের মুখ উজ্জ্বল করা লিকে সংবর্ধনা দেন তাঁরা, সঙ্গে ছিল ভূরিভোজের ব্যবস্থা। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে এই সংবর্ধনার ছবি ও ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায়।

চীনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য জাতীয় পর্যায়ে একটি পরীক্ষা নেওয়া হয়। যেটি ‘গাওকাও’ নামে পরিচিত। তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই পরীক্ষা বেশ কঠিন। পরীক্ষায় মোট ৭৫০ নম্বরের মধ্যে লি পেয়েছেন ৬৯১।

লির গ্রামের এক প্রতিবেশী জানান, লির বাবা নির্মাণশ্রমিক। লির মা মাত্র ২ হাজার ৮০০ ইউয়ান বেতনে একটি সুপারশপে কাজ করেন। সত্যি বলতে, ছেলেটি সম্পূর্ণ নিজের চেষ্টা আর পরিশ্রমে এটা অর্জন করেছেন।

প্রতিবেশী আরেক গ্রামবাসী বলেন, লি তাঁর বাবার কাছ থেকে পাওয়া একটি পুরোনো মুঠোফোন দিয়ে প্রশ্নোত্তর অনুশীলন করতেন। সাপ্তাহিক ছুটির দিনগুলোয় গ্রামের গ্রন্থাগারে বসে পরীক্ষার প্রশ্নপত্র হাতে লিখে তারপর সেগুলো অনুশীলন করতেন। মাধ্যমিকে তিনি কখনো কোনো প্রাইভেট শিক্ষকের কাছে পড়েননি।

লিকে সংবর্ধনা দিতে শতাব্দীপ্রাচীন ঐতিহ্য ভেঙে তাঁদের গ্রামের পূর্বপুরুষদের মন্দিরের প্রধান ফটক খোলা হয়, যা একটি বিশেষ সম্মানের প্রতীক হিসেবে বিবেচিত।

লিকে সংবর্ধনা দেওয়ার ছবি ও ভিডিও চীনজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

অনলাইনে একজন লেখেন, ‘পিকিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ৬৯১ নম্বর! এটা অবিশ্বাস্য। সত্যিই পুরো পরিবারের মুখ উজ্জ্বল করেছে!’

তবে কেউ কেউ এই জমকালো উদ্‌যাপন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তাঁরা বলেছেন, এটা কি একটু বাড়াবাড়ি নয়? উৎসবটা খুবই জাঁকজমকপূর্ণ, এতে ছেলেটার ওপর অকারণ চাপ তৈরি হতে পারে। স্নাতক হওয়ার পর কি পরিবার তাঁর কাছ থেকে অনেক বেশি কিছু প্রত্যাশা করবে না?

সম্পর্কিত নিবন্ধ