৬ হাজার অভিবাসীকে ‘মৃত’ ঘোষণা করল ট্রাম্প প্রশাসন
Published: 12th, April 2025 GMT
সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে চালু হওয়া অস্থায়ী অভিবাসন কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে বসবাসকারী ৬ হাজারের বেশি জীবিত অভিবাসীকে ‘মৃত’ হিসেবে তালিকাভুক্ত করেছে ট্রাম্প প্রশাসন। এর ফলে বাতিল করা হয়েছে তাদের সামাজিক নিরাপত্তা নম্বর, যে কারণে চাকরি বা বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এসব অভিবাসীর যুক্তরাষ্ট্রে বসবাস অসম্ভব করে তোলা এবং ‘স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে’ বাধ্য করার জন্যই নেওয়া হয়েছে এ পদক্ষেপ।
ভুক্তভোগীরা বৈধভাবে সামাজিক নিরাপত্তা নম্বর পেয়েছিলেন, যা মার্কিন নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং অস্থায়ী কর্মীদের জন্য ব্যবহৃত হয়। আয়, সামাজিক নিরাপত্তা সুবিধা, ব্যাংক লেনদেনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবা নিতে প্রয়োজন হয় এই নম্বর। কিন্তু নম্বরটি বাতিল হওয়ায় এসব সুযোগ-সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত হচ্ছেন তারা।
সম্প্রতি দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ও ট্রেজারি বিভাগ অভিবাসীদের ট্যাক্স-সংক্রান্ত তথ্য অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার সঙ্গে ভাগাভাগি করার একটি চুক্তিতে পৌঁছেছে। এর আওতায় তারা অভিবাসীদের নাম ও ঠিকানা ব্যবহার করে ট্যাক্স রেকর্ড যাচাই করতে পারবে। এই চুক্তিকে কেন্দ্র করে মার্কিন রাজস্ব বিভাগের ভারপ্রাপ্ত কমিশনার মেলানি ক্রাউসে পদত্যাগ করেন। এতে করদাতাদের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি হয়েছে।
আফগানিস্তান ও ক্যামেরুনের অভিবাসীদের সুরক্ষা সুবিধা বাতিল
যুক্তরাষ্ট্রে অবস্থানরত আফগান ও ক্যামেরুনিয়ানদের সুরক্ষা সুবিধা (টিপিএস) বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির এক মুখপাত্র শুক্রবার এ কথা জানিয়েছেন। অভিবাসীদের বিরুদ্ধে চলমান কঠোর মার্কিন নীতিমালার আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এ তথ্য।
এই সিদ্ধান্তের ফলে সাময়িক সুরক্ষা মর্যাদা সুবিধা হারাবেন ১৪ হাজার ৬০০ আফগান। সামনের মাসে তাদের সুবিধা বাতিল করা হবে। আর ৭ হাজার ৯০০ ক্যামেরুনিয়ানের অভিবাসীর মর্যাদা বাতিল হবে জুন মাসে।
টিপিএস কর্মসূচির আওতায় একজন অভিবাসী ছয় থেকে ১৮ মাস যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারেন। এই মেয়াদ আবার নবায়ন করতে পারে হোমল্যান্ড সিকিউরিটি। টিপিএসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশকারীরা বিতাড়নের ঝুঁকি থেকে মুক্ত থাকেন এবং কাজ করার অনুমতি পান। সাধারণত প্রাকৃতিক দুর্যোগ, সশস্ত্র সংঘাত বা অন্য কোনো অস্বাভাবিক পরিস্থিতির শিকার দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রের টিপিএস সুবিধা নেওয়ার উপযুক্ত বলে বিবেচিত হয়ে থাকেন।
হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র ট্রিসিয়া ম্যাকললিন এক বিবৃতিতে বলেছেন, আফগানিস্তান ও ক্যামেরুনের বর্তমান পরিস্থিতিতে টিপিএস সুবিধা নবায়নের প্রয়োজনীয়তা দেখছেন না হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম। নিজের প্রথম মেয়াদেও অধিকাংশ মানুষের টিপিএস সুবিধা বাতিলের চেষ্টা করেছিলেন ট্রাম্প। তবে আদালতের হস্তক্ষেপে সেই সময় সফল হতে পারেননি তিনি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন