তিন ঘণ্টা পর রাত সোয়া ৯টায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটে সিলেটগামী পারাবত এক্সপ্রেস মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর রেলস্টেশন পৌঁছালে ইঞ্জিন বিকল হলে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

শমশেরনগর রেলস্টেশন মাস্টার জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শনিবার সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস শমশেরনগর রেলস্টেশন পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এসে প্রায় তিন ঘণ্টা পর রাত সোয়া ৯টায় পুনরায় সিলেটের উদ্দেশে যাত্রা শুরু করে। 

ইঞ্জিন বিকল হওয়ায় সিলেটগামী যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেক যাত্রী বাধ্য হয়ে বিকল্প পথে গন্তব্যে ছুটে যান।

শমশেরনগর রেলস্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, সিলেটগামী পারাবত এক্সপ্রেস শমশেরনগর রেলস্টেশন আসার পর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে রাত সোয়া ৯টার দিকে সিলেট থেকে বিকল্প ইঞ্জিন আসার পর পুনরায় সিলেটের উদ্দেশ্য ট্রেনটি যাত্রা শুরু করে। এ সময় সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেন ভানুগাছ রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। রাত সাড়ে ৯টার দিকে কালনী এক্সপ্রেস সিলেটের উদ্দেশে ছেড়ে যায়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র ল য গ য গ বন ধ

এছাড়াও পড়ুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আরিফুল। শুক্রবার বেলা এগারোটার দিকে তিনি ভবন থেকে পড়ে যান বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক নিংতম বলেন, বেলা এগারোটার দিকে কয়েকজন ওই শ্রমিককে নিয়ে আসেন। অবস্থা গুরুতর দেখে তখনই তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

নির্মাণাধীন ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোমিনুল করিম শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ভবনটির নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে কিছু শ্রমিক ওই ভবনে থাকেন। দুপুরের দিকে তিনি জানতে পারেন একজন শ্রমিক ভবন থেকে পড়ে গেছেন। তাঁকে এনাম মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সন্ধ্যাবেলায় তাঁকে জানানো হয় ওই শ্রমিক মারা গেছেন।

তবে এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার সুলতান প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরনগর থেকে একজন রোগীকে আনা হয়েছিল। উনি ছাদ থেকে পড়ে গেছেন বলে জানানো হয়। মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি আধা ঘণ্টা আগে খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি। এমন একটি ঘটনা আমাদের আগে জানানো হয়নি কেন, তা জিজ্ঞাসা করেছি। বিষয়টি প্রো-ভিসি (এডমিন) দেখছেন।’

সম্পর্কিত নিবন্ধ

  • জাহাঙ্গীরনগরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
  • বাংলাদেশে নতুন প্রজাতির ব্যাঙ
  • ‘বিচার প্রক্রিয়া ও সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে’
  • জুলাই ডকুমেন্টরিতে ‘ফুটেজ’ না থাকায় জাবি ছাত্রদল নেতার হট্টগোল