ভালো দল নিয়ে এবার প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি ধানমন্ডি ক্রিকেট ক্লাব। কাজী নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বীদের থেকে প্রত্যাশা ছিল বেশি। কিন্তু ব্যাট-বলে নিষ্প্রভ সময় কাটিয়েছেন তারা। তাতে সুপার লিগ থেকে আগেই ছিটকে গেছে দলটি।

লিগের শেষ ম্যাচেও তারা জ্বলে উঠতে পারেননি। তলানির দল পারটেক্স স্পোর্টিং ক্লাবের কাছে ২ উইকেটে ম্যাচ হেরেছে। আগে ব্যাটিং করতে নেমে ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাত্র ২২৯ রানে গুটিয়ে যায়। জবাব দিতে নেমে পারটেক্স ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

পারটেক্সের জয়ের নায়ক আহরার আমিন। ১২৬ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েছেন। এছাড়া সাব্বির রহমান ৪৭ রান করেন ১ চার ও ৪ ছক্কায়। শেষ দিকে মুক্তার আলীর ৩১ বলে ৩০ রানের ইনিংসে জয়ের বন্দরে পৌঁছতে পথ মসৃণ হয় পারটেক্সের।

আরো পড়ুন:

জাহিদুজ্জামানের সেঞ্চুরি ম্লান করে ওয়াসির ৬ উইকেট

অশোভন আচরণে এক ম্যাচ নিষিদ্ধ তাওহীদ, ক্ষোভ প্রকাশ

ধানমন্ডির হয়ে ৩২ রানে ৫ উইকেট নিয়েছিলেন সানজামুল ইসলাম। তার দ্যুতিময় বোলিং বৃথা যায় পারটেক্সের সফল লক্ষ্য তাড়ায়। এর আগে ধানমন্ডির ইনিংসে ছিল আসা-যাওয়ার মিছিলে। শুরুর চার ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্ক ছুঁয়েছিলেন কেবল আজমির (২০)। পাঁচে নেমে ইয়াসির সর্বোচ্চ ৯০ রান করেন ৩ চার ও ৪ ছক্কায়। সোহান ৮ বল খেলেও খুলতে পারেননি রানের চাকা। এছাড়া মইন খানের ব্যাট থেকে আসে ৮০ রান। বাকিরা প্রত্যেকে ছিলেন নিষ্প্রভ।

২ উইকেটে দারুণ জয় পেলেও পারটেক্সকে খেলতে হবে রেলিগেশন লিগ। ১১ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট তালিকার দশ নম্বরে রয়েছে তারা। ধানমন্ডির ১১ ম্যাচে জয় ৪টি।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ধ নমন ড র উইক ট

এছাড়াও পড়ুন:

রাজশাহীতে জুলাই শহীদদের স্মরণে মিনি ম্যারাথন

রাজশাহীতে জুলাই শহীদদের স্মরণে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে নগরের বিনোদপুর এলাকা থেকে এ দৌড় প্রতিযোগিতা শুরু হয়। আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) রাজশাহী মহানগর শাখা এ ম্যারাথনের আয়োজন করে।

ম্যারাথনে অংশ নিতে প্রতিযোগীরা আজ ভোর সাড়ে পাঁচটার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়–সংলগ্ন বিনোদপুর বাজারে জমায়েত হতে থাকেন। সকাল ছয়টার পর শুরু হয় পাঁচ কিলোমিটারের ম্যারাথন প্রতিযোগিতা।

অংশগ্রহণকারীরা বিনোদপুর থেকে শুরু হয়ে নগরের তালাইমারী মোড় হয়ে আবার বিনোদপুর হয়ে চৌদ্দপায় ফায়ার সার্ভিস মোড় হয়ে আবার বিনোদপুরে ফিরে আসেন।পরে সেখানে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৮ হাজার টাকা, তৃতীয় পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া অংশগ্রহণকারী তিন নারীসহ আরও ১০ জনকে পুরস্কৃত করা হয়।

ম্যারাথন উপলক্ষে আগে থেকেই মেডিকেল টিমসহ একটি অ্যাম্বুলেন্স ছিল। এ ছাড়া সবার জন্য টি-শার্ট, গ্লুকোজ পানিসহ বিশেষ খাবার পরিবেশন করা হয়। ম্যারাথনে অংশ নেওয়াদের বেশির ভাগই ছিল তরুণ। তাঁদের মধ্যে বেশি বয়সী নারীরাও অংশ নেন।

প্রতিযোগিতায় অংশ নেওয়া ৫৮ বছর বয়সী পিয়ারুল ইসলাম বলেন, এ উদ্যোগ খুবই ভালো হয়েছে। অসুস্থমুক্ত জীবন গড়তে হলে দৌড়ানোর কোনো বিকল্প নেই। শারীরিক বিভিন্ন অ্যাকটিভিটিসের মধ্যে থাকলে সুস্থ জীবন গড়া যায়। এ বয়সে তাঁর কোনো ওষুধ লাগে না। তাঁরও অনেক সিনিয়র আছেন, কারও বয়স ৭৫, তাঁদেরও ওষুধ লাগে না। তাই এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে হবে। সবাইকে উদ্ধুব্ধ করতে হবে। যাতে নিজেদের শরীরকে সব সময় উপযুক্ত রাখে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, অনেক দিন পর তিনি দৌড়াবেন। সাধারণত দৌড়ানো হয় না। আজকের পর থেকে তিনি প্রতিদিন সকালে উঠে দৌড়াবেন।

স্থানীয় বাসিন্দা নাঈম হাসান বলেন, জুলাই গণ–অভ্যুত্থান শুধু সরকারের পতন নয়। এর মাধ্যমে এ দেশের মানুষ একটি নতুন নিশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে। সেই নতুন নিশ্বাস নিয়ে ম্যারাথনে তিনি অংশ নিয়েছেন।

ম্যারাথন প্রতিযোগিতায় ১৩ জনকে পুরস্কৃত করা হয়েছে। আজ শুক্রবার সকালে রাজশাহী নগরের বিনোদপুর এলাকায়

সম্পর্কিত নিবন্ধ