হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় বিরল প্রজাতির একটি ঈগল পাখি আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

বুধবার (১৬ এপ্রিল) মাধবপুরের বেজুড়া গ্রাম থেকে পাখিটিকে উদ্ধার করেন স্থানীয় সাংবাদিক সুব্রত দেব।

স্থানীয়রা জানান, কৃষি জমির পাশে ঈগল পাখিটি আহত অবস্থায় পড়েছিল। পাখিটির ডান ডানা ভেঙে যাওয়ায় তা উড়তে পারছিল না। সাংবাদিক সুব্রত দেব মাধবপুর পাখি প্রেমিক সোসাইটির সভাপতি মুজাহিদ মসিকে খবর দেন। তার সহযোগিতায় জগদীশপুর ফরেস্ট স্টেশনের কর্মকর্তা গোলাম কাদিরের তত্ত্বাবধানে ঈগলটি উদ্ধার করা হয়।

হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জীববৈচিত্র্য কর্মকর্তা সাবরিনা শিমু বলেন, “পাখিটি বিরল প্রজাতির একটি ঈগল। প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ করে আবার প্রকৃতিতে অবমুক্ত করা হবে। বন্যপ্রাণী রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।”

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, “ঈগল পাখি শিকারী হিসেবে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ছোট স্তন্যপায়ী প্রাণী এবং পোকামাকড় শিকার করে পরিবেশকে ভালো রাখে। ঈগল মৃত প্রাণী ভক্ষণ করে পরিবেশকে পরিস্কার রাখতে সাহায্য করে, যা রোগ-জীবাণু ছড়ানো কমায়।”

ঢাকা/মামুন/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ঈগল প খ পর ব শ

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ