সিলেট জেলা কমিটির সদস্যসচিবের স্বাক্ষরে আহ্বায়ককে অব্যাহতি
Published: 17th, April 2025 GMT
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক আকতার হোসেনকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে যুগ্ম আহ্বায়ক সালমান খুরশেদকে। গতকাল বুধবার রাতে সংগঠনের সিলেট জেলার সদস্যসচিব নুরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে ওই সিদ্ধান্ত ভুয়া দাবি করে আকতার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাকে অব্যাহতি দিতে হলে যাঁরা কমিটি গঠন করেছেন, সেই কেন্দ্র থেকে এমন সিদ্ধান্ত আসতে হবে। সংগঠনের সদস্যসচিবের স্বাক্ষরে আহ্বায়ককে অব্যাহতি দেওয়ার এখতিয়ার নেই।’ এ ব্যাপারে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবেন বলে জানান তিনি।
গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ মার্চ জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে লিডিং ইউনিভার্সিটির এক ছাত্রের ওপর হামলার ঘটনায় মামলা হয়। সেই মামলায় আহ্বায়ক আকতার হোসেনকে ৩ নম্বর আসামি করা হয়। পরে তিনি গ্রেপ্তার হন। এ কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার নির্বাহী কমিটি ও কনভেনর বডির সিদ্ধান্ত মোতাবেক সিলেট জেলার আহ্বায়ক আকতার হোসেনকে মামলা নিষ্পত্তি হওয়ার আগপর্যন্ত সাংগঠনিক কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মামলা থেকে নির্দোষ প্রমাণিত হওয়ার আগপর্যন্ত তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা আহ্বায়ক হিসেবে পরিচয় বা সাংগঠনিক কার্যক্রম করা থেকে বিরত থাকবেন।
এ ব্যাপারে সংগঠনের সদস্যসচিব নুরুল ইসলাম বলেন, কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক আক্রাম হোসেনের সঙ্গে আলোচনা করে ও তাঁকে অবহিত করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া নির্বাহী কমিটির ৩৮ জনের মধ্যে ২৩ জন এ সিদ্ধান্তে একমত হয়েছেন। তাঁদের মধ্যে ১৯ জন এ সিদ্ধান্তের ব্যাপারে স্বাক্ষর দিয়েছেন। অন্য চারজন সিলেটের বাইরে রয়েছেন, তাঁরা আজই স্বাক্ষর দেবেন। নির্বাহী কমিটির পাশাপাশি সাত সদস্যের নির্বাহী বোর্ডও একই সিদ্ধান্ত নিয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র সদস যসচ ব আকত র হ স ন স গঠন র
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//