Prothomalo:
2025-11-02@00:56:24 GMT

মহান আল্লাহর হাসি

Published: 11th, July 2025 GMT

আল্লাহ তাআলা খুশি হন, হাসেন। অনেক হাদিসে এর উদ্ধৃতি রয়েছে। এই খুশি হওয়া ও হাসা আল্লাহর অন্যতম একটি বৈশিষ্ট্য। যেমন তিনি তওবাকারীর প্রতি খুশি হন এবং আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে নিহত ব্যক্তি ও হত্যাকারীর কর্মকাণ্ড দেখে হাসেন।

তবে আল্লাহ বান্দার মতো হাসেন, তা নয়; এমনটা কখনো বিশ্বাসও করা যাবে না। কারণ, তাঁর সঙ্গে কোনো ব্যক্তি, সৃষ্টি বা বস্তুর সাদৃশ্য হয় না। তাই তাঁর হাসি তাঁর শানে যেভাবে শোভনীয়, তিনি সেভাবেই হাসেন।

এ ব্যাপারে কোরআনে আল্লাহ বলেন, ‘কোনো কিছুই তাঁর সাদৃশ্য নয়।’ (সুরা শুআরা, আয়াত: ১১)

আল্লাহর হাসির উদ্দেশ্য হলো তাঁর সন্তুষ্টি। মর্ম হবে, ওই ব্যক্তির ওপর আল্লাহ সন্তুষ্ট হবেন, তার কল্যাণের ব্যবস্থা করবেন।মোল্লা আলি কারি (রহ.

), মিরকাতুল মাফাতিহ

মোল্লা আলি কারি (রহ.) বলেন, ‘আল্লাহর হাসির উদ্দেশ্য হলো তাঁর সন্তুষ্টি। তাই যেসব হাদিসে তাঁর হাসির কথা রয়েছে, সেসবের মর্ম হবে ওই ব্যক্তির ওপর আল্লাহ সন্তুষ্ট হবেন, তার কল্যাণের ব্যবস্থা করবেন।’ (মিরকাতুল মাফাতিহ: ৮/৩৫৫৯, ৯/৪০৩০)

আরও পড়ুনসাহাবির মেহমানদারিতে আল্লাহ্‌র হাসি০৬ জুন ২০২৪

আবু রাজিন (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে আছে, রাসুল (সা.) বলেছেন, আল্লাহর বান্দারা যখন (সামান্য বিপদে) হতাশ হয় এবং (বিপদ কেটে ওঠার জন্য) আল্লাহ ছাড়া অপরের নৈকট্য পেতে চায়, তখন আমাদের রব তার এ আচরণে হাসেন।

বর্ণনাকারী বলেন, আমি বললাম, ‘আল্লাহর রাসুল, আল্লাহ কি হাসেন?’ তিনি বললেন, ‘হ্যাঁ।’ আমি বললাম, ‘আমরা কখনো পুণ্যের কাজ ত্যাগ করব না, যাতে আমাদের প্রতিপালক হাসেন।’ (মাজমাউজ জাওয়ায়েদ: ২/২৫৮)

রাসুল (সা.) বলেন, তিন ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। তাদের প্রতি (সন্তুষ্ট হয়ে) হাসেন এবং তাদের সুসংবাদ প্রদান করেন। প্রথম ব্যক্তি, যখন যুদ্ধের জন্য সেনাদল বের হয়, তখন সে তাদের সঙ্গে থেকে নিজের জান বাজি রেখে আল্লাহর পথে লড়াই করে। এরপর হয় সে নিহত হয় অথবা আল্লাহ তাকে বিজয় দান করেন এবং তাকে বাঁচিয়ে দেন। আল্লাহ তখন ফেরেশতাদের বলেন, ‘দেখো, আমার এই বান্দা কীভাবে নিজের জান বাজি রেখে আমার পথে ধৈর্যধারণ করেছে?’

দ্বিতীয় ব্যক্তি, যে তার ঘরে সুন্দরী স্ত্রী ও নরম তুলতুলে বিছানা ছেড়ে রাতে উঠে নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহ বলেন, ‘সে নিজের মনোবাসনা দমন করে আমাকে স্মরণ করছে অথচ চাইলে সে শুয়ে থাকতে পারত।’

তৃতীয় ব্যক্তি হচ্ছে সে, যে সফরে থাকা অবস্থায় শেষ রাতে ঘুম থেকে উঠে—আরামে থাকুক অথবা কষ্টে, নামাজে দাঁড়িয়ে যায়। অথচ তার সফরসঙ্গীরা রাতে জাগার পরও শুয়ে পড়েছে।

আল্লাহ তাআলা এই তিন ব্যক্তির প্রতিই সন্তুষ্ট হন এবং তাদের এসব আমল দেখে হাসেন। (মাজমাউজ জাওয়ায়েদ: ২/২৫৪)

সবার শেষে এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সে হাঁটবে আবার উপুড় হয়ে পড়ে যাবে। জাহান্নামের আগুন তাকে ঝাপটা দেবে। অগ্নিসীমা অতিক্রম করার পর সে তার দিকে ফিরে দেখবে এবং বলবে, সে সত্তা কত মহিমাময়, যিনি আমাকে তোমার থেকে মুক্তি দিয়েছেন।আরও পড়ুননবীজি (সা.)-এর হাসি২২ ফেব্রুয়ারি ২০২৫

রাসুল (সা.) বলেন, ‘সবার শেষে এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সে হাঁটবে আবার উপুড় হয়ে পড়ে যাবে। জাহান্নামের আগুন তাকে ঝাপটা দেবে। অগ্নিসীমা অতিক্রম করার পর সে তার দিকে ফিরে দেখবে এবং বলবে, সে সত্তা কত মহিমাময়, যিনি আমাকে তোমার থেকে মুক্তি দিয়েছেন।

দীর্ঘ হাদিসে এই ব্যক্তি সম্পর্কে বলতে গিয়ে রাসুল (সা.) হাসলেন। সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন, ‘আল্লাহর রাসুল, আপনি কেন হাসছেন?’ রাসুল (সা.) বললেন, এ কারণে যে লোকটি যখন এ কথা বলছিল—‘আপনি আমার সঙ্গে কৌতুক করছেন, আপনি তো সারা জাহানের প্রতিপালক?’ তার এ কথা শুনে আল্লাহ হেসেছেন বলে আমিও হাসলাম। (সহিহ মুসলিম: ১৮৭)

রাসুল (সা.) বলেন, আল্লাহ এমন দুই ব্যক্তির জন্য হাসবেন, যাদের একজন অপরজনকে হত্যা করবে; অথচ তাদের উভয়েই জান্নাতে প্রবেশ করবে। সাহাবিরা বললেন, ‘আল্লাহর রাসুল, এটা কীভাবে সম্ভব?’ তিনি বললেন, তাদের একজন আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়। আল্লাহ অপরজনের প্রতিও সদয় হবেন এবং তাকেও হিদায়াত দান করবেন। তারপর সেও আল্লাহর রাস্তায় জিহাদ করবে এবং শহীদ হয়ে যাবে। (সহিহ বুখারি: ২,৮২৬; সহিহ মুসলিম: ৫,০০০)

আরও পড়ুনভালো প্রতিবেশী হওয়ার ১০ উপায়০৫ জুন ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আল ল হ ত বলল ন করব ন

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)

নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল আজ, মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটি এবং লা লিগায় বার্সেলোনা মাঠে নামবে।

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

খুলনা-রাজশাহী
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

৩য় টি-টোয়েন্টি

অস্ট্রেলিয়া-ভারত
বেলা ২-১৫ মি., স্টার স্পোর্টস ২

নারী বিশ্বকাপ: ফাইনাল

ভারত-দক্ষিণ আফ্রিকা
বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

টেনিস

প্যারিস মাস্টার্স ফাইনাল
রাত ৮টা, সনি স্পোর্টস ৫

ইংলিশ প্রিমিয়ার লিগ

ওয়েস্ট হাম-নিউক্যাসল
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ম্যান সিটি-বোর্নমাউথ
রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

বার্সেলোনা-এলচে
রাত ১১-৩০ মি., বিগিন অ্যাপ

সিরি আ

হেল্লাস-ইন্টার মিলান
বিকেল ৫-৩০ মি., ডিএজেডএন

এসি মিলান-রোমা
রাত ১-৪৫ মি., ডিএজেডএন

সম্পর্কিত নিবন্ধ