বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের করপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম মোল্লাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে প্রতিপক্ষরা।

আজ বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ নেতা সালাম মোল্লাকে বানারীপাড়া বন্দরের মাছ বাজারে দেখতে পেয়ে তার এলাকার প্রতিপক্ষের লোকজন আটক করে থানা পুলিশকে খবর দেয়। এ সময় তাকে মারধরেরও অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে বানারীপাড়া থানায় নিয়ে যায়। থানায় তার বিরুদ্ধে কোন মামলা না থাকায় দুপুরে ১৫১ ধারায় তাকে বরিশাল জেলহাজতে পাঠানো হয়।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

মোস্তফা বলেন, আওয়ামী লীগ নেতা সালাম মোল্লাকে বানারীপাড়া পৌর শহরের মাছ বাজারে লোকজন আটক করে থানা পুলিশকে খবর দেয়। তাকে সেখান থেকে থানায় এনে ১৫১ ধারায় বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: বর শ ল আওয় ম ল গ ন ত আটক আওয় ম

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ