৬০০ কর্মী নিয়ে ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Published: 19th, April 2025 GMT
ছয়শ পরিচ্ছন্নতাকর্মী নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ শনিবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড পর্যন্ত মহাসড়কে এবং যাত্রাবাড়ী থেকে কাজলা হয়ে স্টাফ কোয়ার্টার পর্যন্ত এ অভিযান চালানো হয়।
ডিএসসিসির জনসংযোগ শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলেছে, দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান মিয়া এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন।
সকাল ৬টায় শুরু হওয়া এ পরিচ্ছন্নতা অভিযানে যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড পর্যন্ত ১০ কিলোমিটার এবং যাত্রাবাড়ী থেকে কাজলা হয়ে স্টাফ কোয়ার্টার পর্যন্ত মহাসড়কে ও আইল্যান্ডে জমে থাকা দীর্ঘদিনের বর্জ্য অপসারণ করা হয়েছে।
অভিযান শেষে শাহজাহান মিয়া বলেন, মহাসড়ক ও আইল্যান্ডে দীর্ঘদিন ময়লা জমে থাকায় বায়ুদূষণসহ পরিবেশের ক্ষতি হচ্ছিল। মহাসড়কটি সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন হওয়ায় এখানে সিটি করপোরেশনের নিয়মিত পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের সুযোগ নেই। ময়লা পরিষ্কার করায় এখন ওই মহাসড়ক ব্যবহারকারীরা স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা পাবেন। পরিবেশদূষণও কমানো সম্ভব হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহজাহান মিয়া আরও বলেন, আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি এখন থেকে ব্যবস্থা গ্রহণ করছে। খাল পুনরুদ্ধার ও ড্রেন পরিষ্কার করা হচ্ছে। ২৩ এপ্রিল থেকে দক্ষিণ সিটির খাল-ড্রেন উদ্ধার ও পরিষ্কারে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
ডেঙ্গু মৌসুম মোকাবিলায় মশকনিধন কর্মীদের বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে এবং প্রতিটি ওয়ার্ডে নিয়মিত লার্ভিসাইডিং আর এডাল্টিসাইডিং কার্যক্রম অব্যাহত আছে বলে জানান শাহজাহান মিয়া।
অভিযানে ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহাবুবুর রহমান তালুকদার, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ হজ হ ন ম য় ড এসস স
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫