বন্দরে ওভারটেক করার সময় ধাক্কা লাগাকে কেন্দ্র করে  ছুরিকাঘাতে  ইমন (৩০) নামে এক সিএনজি চালক  মারাত্মক ভাবে জখম হয়েছে। ওই সময় পথচারিরা রক্তাক্ত অবস্থায় সিএনজি চালককে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায়  উত্তেজিত জনতা হামলাকারি পিতা/পুত্রকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার কুশিয়ারা পূর্বপাড়া এলাকার মৃত আব্দুর রহমান মোল্লা ছেলে অটোচালক মনির উদ্দিন মিনু (৬৫) ও তার  সন্ত্রাসী ছেলে হামলাকারি আনোয়ার হোসেন তপু (৩২)।

গত শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৭টায় বন্দর উপজেলার মদনগঞ্জ টু মদনপুর সড়কের নবীগঞ্জস্থ বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে আহত সিএনজি চালকের পিতা মোঃ আইয়ুব আলী বাদী হয়ে আটককৃত হামলাকারি পিতা/পুত্রসহ ৪ জনের নাম উল্লেখ্য করে আরো ৩/৪ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৩(৪)২৫ ধারা- ১৪৩/ ৩০৭/ ৩২৪/ ৩২৬ পেনাল কোড -১৮৬০।

পুলিশ আটককৃত পিতা/পুত্রকে উল্লেখিত মামলায় শনিবার (১৯ এপ্রিল) দুপুরে আদালতে প্রেরণ করেছে।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ৭টায় সময় সিএনজি চালক ইমন মোগরাপাড়া হইতে যাত্রী নিয়ে বন্দর ঘাটে আসার পথে বন্দর  থানাধীন বাগবাড়ী উপজেলা হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর পৌঁছামাত্র অটোচালক মনির উদ্দিন মিনু ওভারটেক করার সময় সিএনজি সাথে সামান্য ধাক্কা লাগে।

এ ঘটনায় উভয় গাড়ীতে থাকা যাত্রীদের মধ্যে কথা কাটাকাটি সহ মারপিটের ঘটনা ঘটে। তাৎক্ষনিক স্থানীয় লোকজন পরিস্থিতি সামাল দিয়ে বাগবাড়ী উপজেলা হাসপাতালের কম্পাউন্ডে বিষয়টি আপোষ মিমাংসার চেষ্টা করাকালে অটো চালক মনির উদ্দিন মিনু ফোন করিয়া তাহার ছেলে আনোয়ার হোসেন তপুকে ঘটনাস্থলে  লোকজন নিয়ে আসার জন্য বলে।

ওই সময় সন্ত্রাসী আনোয়ার হোসেন তপু সিএনজি চালককে হত্যার উদ্দেশ্য সুইচ গিয়ার চাকু দিয়ে ছুরিকাঘাত করে।

এ ছাড়াও নবীগঞ্জ মাজার এলাকার আব্দুল ছালাম মিয়ার ছেলে শাওন ও কুশিয়ারা এলাকার শাহজাহান সরকারের ছেলে শাহানুর হাসান শুভ্রসহ অজ্ঞাত নামা ৩/৪ জন সিএনজি চালককে হত্যার উদ্দেশ্য লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্নস্থানে রক্ত জমাট জখম করে।  
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ স এনজ উপজ ল

এছাড়াও পড়ুন:

ইয়েমেনে মার্কিন হামলায় ৬৮ আফ্রিকান অভিবাসী নিহত: হুতি

হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি আটককেন্দ্রে মার্কিন বিমান হামলায় অন্তত ৬৮ জন আফ্রিকান অভিবাসী নিহত হয়েছেন বলে সশস্ত্র গোষ্ঠীটির টিভি চ্যানেল আল মাসিরাহ জানিয়েছে। সূত্র: বিবিসি

আল মাসিরাহর বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাদা প্রদেশে অবস্থিত ওই আটককেন্দ্রে হামলার ফলে আরও ৪৭ জন অভিবাসী আহত হয়েছেন, যাদের বেশিরভাগের অবস্থা সংকটজনক। আল মাসিরাহ টেলিভিশন হামলার দৃশ্যের গ্রাফিক ফুটেজ প্রচার করেছে, যেখানে ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা বহু মরদেহ দেখা গেছে।

তবে মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য আসেনি।

এই হামলার কিছুক্ষণ আগেই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৫ মার্চ হুতিদের বিরুদ্ধে বিমান হামলা জোরদার করার নির্দেশের পর থেকে তারা ৮০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

সেন্টকম জানায়, এসব হামলায় শত শত হুতি যোদ্ধা এবং অসংখ্য হুতি নেতা নিহত হয়েছেন, যাদের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচির ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন।

হুতির কর্তৃপক্ষ দাবি করেছে, মার্কিন হামলায় অনেক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যদিও তারা হুতি সদস্যদের মধ্যে হতাহতের সংখ্যা তুলনামূলকভাবে কম উল্লেখ করেছে।

রিপোর্ট অনুযায়ী, হামলার সময় সাদা প্রদেশের ওই অভিবাসী আটক কেন্দ্রে ১১৫ জন আফ্রিকান অভিবাসী ছিল।

১১ বছরের সংঘাতের কারণে ইয়েমেনে মানবিক সংকট সত্ত্বেও, অভিবাসীরা এখনও আফ্রিকার হর্ন অঞ্চল থেকে নৌকায় করে ইয়েমেনে আসছে। তাদের বেশিরভাগের লক্ষ্য সৌদি আরবে পৌঁছে কাজ খোঁজা। কিন্তু বাস্তবে তারা শোষণ, আটক, সহিংসতা এবং যুদ্ধক্ষেত্র পেরিয়ে ঝুঁকিপূর্ণ যাত্রার মুখোমুখি হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

আইওএম আরও জানিয়েছে, শুধু ২০২৪ সালেই প্রায় ৬০ হাজার ৯০০ অভিবাসী ইয়েমেনে পৌঁছেছে, যাদের অধিকাংশের বেঁচে থাকার কোনো উপায় নেই।

এর আগে মাসের শুরুতে হুতি-চালিত সরকার জানিয়েছিল, রেড সি উপকূলের রাস ইসা তেল টার্মিনালে মার্কিন বিমান হামলায় অন্তত ৭৪ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন।

অন্যদিকে, সেন্টকম জানায়, ওই হামলা রাস ইসার জ্বালানি গ্রহণের সক্ষমতা ধ্বংস করেছে, যা হুতিদের পরিচালনা এবং সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের জন্য অর্থ সংগ্রহের ক্ষমতাকে হ্রাস করবে।

গত মাসে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুতি-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ব্যাপক হামলার নির্দেশ দেন এবং হুতিদের সম্পূর্ণভাবে ধ্বংস করার হুমকি দেন। তিনি ইরানকেও সতর্ক করেন, যাতে তারা হুতিদের অস্ত্র সরবরাহ না করে। যদিও ইরান বারবার এই অভিযোগ অস্বীকার করেছে।

সম্পর্কিত নিবন্ধ

  • রাঙামাটির বাঘাইছড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১
  • ইয়েমেনে মার্কিন হামলায় ৬৮ আফ্রিকান অভিবাসী নিহত: হুতি