বাংলাদেশ নারী দলকে বিসিবি সভাপতির অভিনন্দন
Published: 19th, April 2025 GMT
ভারতে অনুষ্ঠেয় সেপ্টেম্বরের ওয়ানডে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অষ্টম দল হিসেবে টুর্নামেন্টে জায়গা পাকা করা নারী দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।
এক বার্তায় এই অভিনন্দন জানিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আইসিসি নারী বিশ্বকাপে খেলা নিশ্চিত করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন। নিরন্তর পরিশ্রম করে যাওয়া কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টকে অভিনন্দন জানাচ্ছি।
আমরা ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের দিকে তাকিয়ে আছি। আমাদের ক্রিকেটারদের লক্ষ্য ঠিক রাখার ও প্রস্তুতিতে দৃঢ় প্রতিজ্ঞ থাকার অনুরোধ জানাচ্ছি। বিসিবি পুরোপুরি তাদের পাশে আছে। তারা যাতে ভালো প্রস্তুতি নিয়ে ও সেরা ছন্দে থেকে বিশ্বকাপে যেতে পারো, সেজন্য বিসিবি সর্বোচ্চ সহায়তা করবে। বিশ্ব মঞ্চে দেশকে গর্বিত করতে আমরা আমাদের প্রতিভা ও সামর্থ্যে বিশ্বাস রাখি।’
পাকিস্তানে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সমান ৩ জয়ে ৬ পয়েন্ট তোলে। তবে নেট রান রেটে বাংলাদেশ এগিয়ে থাকায় বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব শ বক প
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ