দেশের শিশু-কিশোর ও তরুণ শিক্ষার্থীদের রোবোটিকসে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তরুণদের কাছে রোবট বিজ্ঞান বা রোবোটিকসের সম্ভাবনার খবর পৌঁছে দেওয়ার দুটি উদ্যোগের সূচনা হলো। ‘গ্রোয়িং ফিউচার ইনোভেটর’ ও ‘রোবো স্টার্টার’ নামে এই দুই উদ্যোগের মাধ্যমে দেশের ৩০০ জন শিক্ষার্থী ও ৩০ জন মেন্টরকে প্রশিক্ষণ দেওয়া হবে। তা ছাড়া তাদের জন্য দেশে ও বিদেশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগও দেওয়া হবে।

আজ শনিবার ধানমন্ডির ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আয়োজকেরা এই তথ্য জানান। ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের (ডব্লিউআরও) প্রকল্প ব্যবস্থাপক জোনাস জাগাথা এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ডব্লিউআরওর সহযোগিতায় এই দুটি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। অনুষ্ঠানে একই সঙ্গে দেশে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৫-এর কার্যক্রমেরও সূচনা করা হয়।

জোনাস জাগাথা জানান, আন্তর্জাতিক রোবোটিকস পরিমণ্ডলে শিশু-কিশোর-তরুণদের অংশগ্রহণ ও দক্ষতা বাড়ানোর জন্য সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকোর পৃষ্ঠপোষকতায় এই উদ্যোগ দুটি শুরু হয়েছে। উদ্যোগ দুটিতে বাংলাদেশ ‘ফোকাস কান্ট্রি’ হিসেবে নির্বাচিত হয়েছে। তিনি জানান, বিডিওএসএন মোট ৫০ সেট রোবট তৈরির উপকরণ সংগ্রহ করেছে, যার মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হবে।

আয়োজকেরা জানান, এই উদ্যোগের ফলে চলতি বছরে দেশে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের কার্যক্রম বিস্তৃত হবে। চলতি বছর জাতীয় ও সিঙ্গাপুরের আন্তর্জাতিক পর্ব ছাড়াও বাংলাদেশের শিক্ষার্থীরা ফিলিপাইন ও সৌদি আরবের উন্মুক্ত প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করতে পারবে। এ ছাড়া বছরজুড়ে থাকবে নানা আয়োজন। অনুষ্ঠানে দেশে উদ্যোগ দুটির বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন বিডিওএসএনের প্রোগ্রাম অফিসার ও উদ্যোগের সমন্বয়ক মাহেরুল আযম কোরেশী। শুভেচ্ছা বক্তব্যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা মনির হোসেন এই উদ্যোগের সঙ্গে ক্রিয়েটিভ আইটির সম্পৃক্ততার কথা জানিয়ে বলেন, এখন থেকে ক্রিয়েটিভ আইটির বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য রোবোটিকস প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সেলেসটিয়াল টেকের প্রধান নির্বাহী শাহীন কবির ও বিডিওএসএনের সভাপতি মুনির হাসান।

অনুষ্ঠানে জোনাস জাগাথা ও বিডিওএসএনের স্বেচ্ছাসেবকেরা উপস্থিত শিশু–কিশোরদের রোবট চালনার অভিজ্ঞতা দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডিওএসএনের সদস্য জাহিদুল আমিন। উদ্যোগের অধীনে ২০ ও ২১ এপ্রিল ৩০ জন মেন্টরকে প্রশিক্ষণ দেওয়া হবে। উল্লেখ্য, ২০২০ সালে বিডিওএসএন বিশ্বের অন্যতম জনপ্রিয় আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতা ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের সদস্যপদ লাভ করে এবং ২০২১ সাল থেকে বাংলাদেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণকরছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক র য় ট ভ আইট অন ষ ঠ ন গ রহণ

এছাড়াও পড়ুন:

বিএনপির আস্থায় দুই বেয়াই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় স্থান পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় ও নিতাই রায় চৌধুরী।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই নেতা

পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় 

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-৩ আসনে প্রার্থী হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। অপরদিকে, মাগুরা-২ আসনে ধানের শীষে লড়বেন নিতাই রায় চৌধুরী।

গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলে অমিতাভ রায়ের সঙ্গে নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায়ের বিয়ে হয়েছে। তারা সম্পর্কে দুজন বেয়াই।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ