সিগন্যাল চ্যাটে আবারও ইয়েমেনে হামলার তথ্য প্রকাশ করেছিলেন হেগসেথ
Published: 21st, April 2025 GMT
বার্তা আদান-প্রদানের অ্যাপ সিগন্যালে আরেকটি আলাপচারিতায় ইরান–সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর যুক্তরাষ্ট্রের হামলার তথ্য প্রকাশ করেছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এ বিষয়ে জানাশোনা আছে এমন একটি সূত্র গতকাল রোববার রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রে বলেছে, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের স্ত্রী, ভাই ও ব্যক্তিগত আইনজীবী ওই গ্রুপে যুক্ত ছিলেন।
যুক্তরাষ্ট্রে বার্তা আদান-প্রদানের একটি জনপ্রিয় অ্যাপ সিগন্যাল। সাধারণ মানুষও এ অ্যাপটি ব্যবহার করেন।
এমন একটি অরক্ষিত অ্যাপে কেন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ ইয়েমেনে হামলার মতো খুবই সংবেদনশীল তথ্য প্রকাশ করেছেন, তা নিয়ে আরও একবার প্রশ্ন উঠেছে। ইরান–সমর্থিত হুতি বিদ্রোহীদের দমনে চলতি বছরের মার্চে ইয়েমেনে বড় ধরনের বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।
ওই হামলার পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় নাজুক পরিস্থিতিতে পড়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ। অভ্যন্তরীণ তথ্য ফাঁসের ঘটনা নিয়ে তদন্তের অংশ হিসেবে গত সপ্তাহে পেন্টাগন ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তাকে বহিষ্কার করেছে।
গত মাসে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য আটলান্টিক প্রথম ইয়েমেনের হুতিদের ওপর মার্কিন হামলার পরিকল্পনা নিয়ে সিগন্যালে হওয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি আলাপচারিতার বিস্তারিত বিবরণ প্রকাশ করেছিল। সিগন্যাল অ্যাপে আলাপচারিতার সময় সেই গ্রুপে ভুল করে সাময়িকীটির সম্পাদক জেফ্রি গোল্ডবার্গকে যুক্ত করা হয়েছিল।
আটলান্টিক ম্যাগাজিনে গ্রুপ চ্যাটের তথ্য ফাঁস হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অস্বস্তিতে পড়ে। বিরোধী ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎসের পদত্যাগ দাবি করেন।
দ্বিতীয় যে আলাপচারিতা, সেখানেও হেগসেথ হামলা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন। এ বিষয়ে জানা আছে, এমন একজন নিজের নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেছেন, সিগন্যাল অ্যাপে দ্বিতীয় আলাপচারিতাতেও বেশ কয়েকজন যুক্ত ছিলেন।
আরও পড়ুনকেউ একজন বড় ভুল করেছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী২৭ মার্চ ২০২৫সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য নয়, বরং প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনার জন্য হেগসেথ ওই গ্রুপটি খুলেছিলেন। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তাঁর নিয়োগ পাওয়ার প্রক্রিয়ার সময় সিগন্যালে গ্রুপটি খোলা হয়।
দ্বিতীয় গ্রুপে আলাপচারিতার সময়ও কখন ইয়েমেনে বিমান হামলা চালানো হবে, তার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছিল বলেও জানিয়েছেন ওই সূত্র।
হেগসেথের স্ত্রী জেনিফার টেলিভিশন চ্যানলে ফক্স নিউজের সাবেক প্রযোজক। জেনিফার বিদেশি প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে সংবেদনশীল বৈঠকগুলোতে উপস্থিত থাকেন বলে নিশ্চিত হওয়া গেছে। পেন্টাগন থেকেই এ তথ্য প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুনসিগন্যাল কেলেঙ্কারি নিয়ে বিবিসিকে যা বললেন ওই সাংবাদিক২৭ মার্চ ২০২৫পেন্টাগন প্রকাশ করা এক ছবিতে দেখা গেছে, মার্চে হেগসেথ যখন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, তখন তাঁর পাশে স্ত্রী জেনিফার বসে আছেন।
আর হেগসেথের ভাই পেন্টাগনের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে সম্পর্কযুক্ত।
দ্বিতীয় আলাপচারিতা ফাঁসের বিষয়ে কথা বলতে রয়টার্স থেকে পেন্টাগন এবং হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু কোথাও থেকে সাড়া মেলেনি।
আরও পড়ুনইয়েমেনে হামলার পরিকল্পনা ভুল করে ফাঁস করল যুক্তরাষ্ট্র২৫ মার্চ ২০২৫আরও পড়ুন‘যুদ্ধ–পরিকল্পনা’ ফাঁস হওয়ায় চাপে ট্রাম্প প্রশাসন২৬ মার্চ ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মামদানির উত্থান থেকে শিক্ষা নিচ্ছেন ইউরোপের বামপন্থীরা
নিউইয়র্কের মেয়র নির্বাচনে জোহরান মামদানির উত্থান ইউরোপের বামপন্থী রাজনীতিকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। ফ্রান্স, জার্মানিসহ ইউরোপের কয়েকটি দেশে আগামী বছর স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগেই মঙ্গলবার ৪ নভেম্বর নিউইয়র্কের মেয়র নির্বাচনকে কেন্দ্র করে ইউরোপের নেতারা চোখ রাখছেন মামদানির ওপর।
মামদানির নির্বাচনী প্রচার দেখতে ইউরোপের বিভিন্ন দেশের দলীয় কৌশলবিদেরা আগেই আটলান্টিক পাড়ি দিয়ে নিউইয়র্কে এসেছেন। তাঁদের লক্ষ্য, মামদানিকে কাছ থেকে দেখে তাঁর রাজনীতির কৌশল শেখা। কারণ, মামদানি একেবারে সাধারণ অবস্থান থেকে উঠে এসে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ শহরের নেতৃত্বের দৌড়ে শীর্ষে পৌঁছেছেন। ইউরোপের রাজনীতিকেরা শিখতে চান, মামদানির তৃণমূলভিত্তিক প্রচারণা নিউইয়র্কে যেমন সফল হয়েছে, সেটি তাঁদের অঞ্চলেও কার্যকর হবে কি না।
ইউরোপীয় পার্লামেন্টে বামপন্থীদের জোট দ্য লেফট গ্রুপের ফরাসি সহসভাপতি মানোঁ ওব্রি গত সপ্তাহে নিউইয়র্কে মামদানির প্রচারে অংশ নেন। ওব্রি ও তাঁর দল ফ্রান্স আনবাউড মামদানিকে পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছেন। তাঁরা মামদানির মডেল অনুসরণ করে ফ্রান্সজুড়ে ২০২৬ সালের পৌরসভা নির্বাচনে বড় প্রভাব ফেলতে চান।
জার্মানির পুঁজিবাদবিরোধী দল দ্য লেফট নিউইয়র্কে চার কর্মকর্তাকে পাঠিয়েছে। তাঁরা মামদানির প্রচারকৌশলের প্রধান মরিস ক্যাটজসহ বিভিন্ন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। দলটির সংসদীয় কার্যালয়ের ব্যবস্থাপক লিজা ফ্লাউম বলেন, মামদানির মতো কৌশল অনুসরণ করে অতীতে তাঁদের দল ভালো করেছে। জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়টি তাঁদের কাছে বেশি গুরুত্ব পেয়েছিল। এর পাশাপাশি স্বেচ্ছাসেবকদের মাধ্যমে দরজায় দরজায় গিয়ে প্রচারের কৌশল নিয়েছিল তাঁদের দল। ফ্লাউম আশা করেন, বার্লিনে আগামী সেপ্টেম্বরের আইনসভা নির্বাচনে দ্য লেফট মামদানির বর্তমান প্রচারণাকে মডেল হিসেবে ব্যবহার করবে।
এদিকে মেয়র নির্বাচন নিয়ে ব্যস্ত থাকা মামদানি বিদেশে তাঁর প্রচারকৌশল নিয়ে মাতামাতির বিষয়টিকে এখন গুরুত্ব দিচ্ছেন না। এ প্রসঙ্গে মামদানি বলেন, আপাতত তাঁর মনোযোগ পুরোপুরি স্থানীয় রাজনীতিতে।
ফ্রান্স ও জার্মানির মতোই যুক্তরাজ্যের রাজনীতিকেরা মামদানির প্রচারকৌশল দেখে মুগ্ধ। মামদানির ছোট ছোট ভিডিওতে ব্যক্তিত্ব ও আকর্ষণকে কাজে লাগিয়ে জীবনযাত্রার খরচের বিষয়টি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আবার তাঁকে একই সঙ্গে আপনজন হিসেবেও উপস্থাপন করা হয়েছে।
আরও পড়ুননিউইয়র্কে মেয়র নির্বাচন: সর্বশেষ চার জরিপেও এগিয়ে জোহরান মামদানি৭ ঘণ্টা আগেফ্রান্স আনবাউডের সংসদ সদস্য দানিয়েল ওবোনো বলেন, ‘মামদানির দলীয় নির্বাচনে জয়টাই একটা বড় রাজনৈতিক ঘটনা। শুধু তিনি কী নিয়ে লড়েছেন, তা–ই নয়, বরং কীভাবে লড়েছেন, সেটাও গুরুত্বপূর্ণ। তাঁর যোগাযোগের কৌশল, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারসহ অনেক কিছুই আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে।’
যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা মোথিন আলি বলেন, বামপন্থীদের এখন শেখা দরকার, কীভাবে মামদানির মতো করে সংক্ষিপ্ত অথচ প্রভাবশালী বার্তা পৌঁছে দিতে হয়। যুক্তরাজ্যের সাবেক লেবার নেতা এবং বর্তমানে ইয়োর পার্টির নেতৃত্বে থাকা জেরেমি করবিনও এক এক্স পোস্টে মামদানির প্রচারে সহযোগিতার কথা উল্লেখ করেছেন।
আরও পড়ুননিউইয়র্কের মেয়র নির্বাচনে রেকর্ডসংখ্যক আগাম ভোট, তরুণেরা কেন আগাম ভোট দিচ্ছেন৯ ঘণ্টা আগে