শেরপুরের নালিতাবাড়ী পৌর এলাকার মধ্যকালিনগর গ্রামে বড় ভাই ফকির মিয়ার (৫৬) মৃত্যুর খবর শুনে ছোট ভাই গাজী মিয়া (৫০) মারা গেছেন। নিহত ফকির মিয়া ও গাজী মিয়া ওই গ্রামের মৃত আহালু মিয়ার ছেলে। 

মঙ্গলবার সকালে ফকির মিয়া ও গাজী মিয়ার জানাজা একই সঙ্গে কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে কালিনগর কবরস্থানে পাশাপাশি তাদেরকে দাফন করা হয়।

এর আগে, সোমবার রাত ৭.

৩০ মিনিটের দিকে ফকির মিয়া অসুস্থজনিত কারণে তার নিজ বাড়িতে মারা যান। বড় ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পর আপন মেঝো ভাই গাজী মিয়া অসুস্থ বোধ করেন। তার ১০ মিনিটের মধ্যেই গাজী মিয়াও মারা যান। ১০ মিনিটের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুর খবরে স্বজন ও প্রতিবেশীরা সেখানে ভিড় করেন।

নিহতের স্বজনরা জানান, মধ্যকালিনগর গ্রামের বাসিন্দা মৃত আহালু মিয়ার তিন ছেলের মধ্যে বড় ছেলে ফকির মিয়া ও মেঝো ছেলে গাজী মিয়া ছোটকাল থেকে এক সাথে চলাফেরা করতেন। গত প্রায় ৪ বছর আগে ২ সন্তান রেখে ফকির মিয়ার স্ত্রী অসুস্থ হয়ে মারা যান। এর ২ বছর আগে একইভাবে ১ সন্তান রেখে মারা যান গাজী মিয়ার স্ত্রীও। এ অবস্থায় কৃষিকাজ করে তাদের দিনাতিপাত ভালোই চলছিল তাদের পরিবারে। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র মো. আনোয়ার হোসেন ভিপি বলেন, আমাদের এলাকার মধ্যে ফকির মিয়া ও গাজী মিয়া অনেক ভালো মানুষ ছিলেন। তারা এক সঙ্গে চলাফেরাসহ সকল কাজ করতেন। তাদের মৃত্যুতে এলাকাবাসী শোকাহত।

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ল নগর

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ