এসএসসি পরীক্ষা–২০২৫, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: মডেল টেস্ট–২
Published: 22nd, April 2025 GMT
[পূর্ণমান: ২৫, সময়: ২৫ মিনিট]
১. কোনটির মাধ্যমে এক দেশে বসেই অন্য দেশের কাজ করা যায়?
ক. ইন্টারনেট খ. টেলিভিশন
গ. ফ্রিল্যান্স ঘ রেডিও
২. যারা ফ্রিল্যান্সিং পেশায় জড়িত, তাদের কী বলা হয়?
ক. ইঞ্জিনিয়ার খ. প্রোগ্রামার
গ. হ্যাকার ঘ. ফ্রিল্যান্সার
৩. ডিজিটাল কনটেন্টের বৈশিষ্ট্য—
i. একে শ্রেণিকরণ করা যায়
ii.
iii. এর মাধ্যমে ইন্টারনেটে শিক্ষা প্রদান করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. Bandwidth কী?
ক. ডেটার পরিমাপ খ. ডেটার প্রকৃতি
গ. ডেটার প্রবাহের গতির হার ঘ. তথ্য আপলোডের উপায়
৫. ওয়ার্ড প্রসেসর ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা কোনটি?
ক. লেখালেখি খ. ছবি সংযোজন
গ. এডিটিং ঘ. সেভ করা বা সংরক্ষণ
৬. ওয়ার্ড প্রসেসরের সাহায্যে—
i. শতকরার হিসাব করা যায়
ii. নির্ভুলভাবে লেখালেখি করা যায়
iii. একই সঙ্গে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. ওয়ার্ড প্রসেসরে অল্প সময়ে শব্দ খোঁজার জন্য কোন কমান্ড ব্যবহার হয়?
ক. Insert খ. Chart
গ. Find and Replace ঘ. Format
৮. Insert বাটনে পাওয়া যায় কোন অপশনটি?
ক. Open খ. Table
গ. Save ঘ. Prepareআরও পড়ুনএসএসসি পরীক্ষা-২০২৫—তথ্য ও যোগাযোগপ্রযুক্তি: মডেল টেস্ট-১৭ ঘণ্টা আগে
৯. কম্পিউটারে বাংলা লেখার জন্য কোন বোতামটি লিংক হিসেবে কাজ করে?
ক. A খ. G গ. B ঘ. P
১০. Line Spacing অপশনটি কোন গ্রুপের অন্তর্ভুক্ত?
ক. References খ. Illustrations
গ. Paragraph ঘ. Font
১১. মার্জিন ঠিক করতে Page Layout–এর কোন আইকনে ক্লিক করতে হবে?
ক. Page Setup খ. Orientation
গ. Margin icon ঘ. Alignment
১২. এক্সেলে ভাগ করতে কোনটি ব্যবহার করে?
ক. + খ. (
গ. / ঘ. )(
১৩. ফাংশন =PRODUCT এর কাজ কী?
ক. ভাগ করা খ. গুণ করা
গ. শতকরা নির্ণয় করা ঘ. বিয়োগ করা
১৪. গ্রাফ বা চার্ট তৈরি করার সহজ উপায় কোনটি?
ক. চার্ট উইজার্ড ব্যবহার খ. কি–বোর্ড ব্যবহার
গ. মাউস ব্যবহার ঘ. মেনু কমান্ড ব্যবহার
১৫. ইলাস্ট্রেশন গ্রুপে থাকে কোনটি?
ক. টেবিল খ. ফন্ট
গ. ক্লিপ আর্ট ঘ. ওয়ার্ড আর্ট
১৬. ভবিষ্যতে সবকিছুই পরিচালিত হবে কিসের মাধ্যমে?
ক. নেটওয়ার্কের মাধ্যমে খ. ডিজিটাল কনটেন্টের মাধ্যমে
গ. মোবাইলের মাধ্যমে ঘ. কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে
১৭. থাম্বনেইল অর্থ কী?
ক. বড় ছবির ক্ষুদ্র সংস্করণ খ. ছোট ছবির ক্ষুদ্র সংস্করণ
গ. ছোট ছবির বড় সংস্করণ ঘ. বড় ছবির আংশিক সংস্করণ
১৮. সামাজিক নেটওয়ার্কের জনপ্রিয়তার কারণ কী?
ক. ছবি আপলোড করা খ. ভাব বিনিময় করা
গ. যোগাযোগ করা ঘ. নিজেকে প্রকাশ করার সুযোগ পাওয়া
১৯. ‘Trojan Horse’ আসলে কী?
ক. অ্যান্টিভাইরাস খ. ভাইরাস
গ. হার্ডডিস্ক ঘ. বুট ডিস্ক
২০. কোন অপশন ব্যবহারে ওয়ার্ডে বানান চেক করা যায়?
ক. Reference খ. Spelling grammar checking
গ. Word checker ঘ. Speller
২১. ডেটাবেজকে কী বলা হয়?
ক. তথ্য ও উপাত্ত খ. তথ্যভান্ডার
গ. তথ্য ও ডেটা ঘ. ডেটা লাইন
২২. ভিডিও মূলত কী ধরনের গ্রাফিকস?
ক. স্থির খ. টেক্সট
গ. চলমান ঘ. শব্দ
২৩. পাওয়ারপয়েন্ট স্লাইডে টেক্সট কোথায় লিখতে হয়?
ক. লে–আউটে খ. টেক্সট বক্সের ভেতরে
গ. থাম্বনেইলে ঘ. মেনু বারে
২৪. কীভাবে স্লাইডে ছবিকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে সরানো যাবে?
ক. Enter ব্যবহারে খ. crop tool ব্যবহারে
গ. ছবিটি drag করে ঘ. সিলেকশন টুল ব্যবহারে
২৫. প্রোগ্রাম ইনস্টল করার পর কোন কাজটি করা অনেক জরুরি?
ক. Re-open খ. Save
গ. Restart ঘ. Auto run
মিলিয়ে নাও সঠিক উত্তর:
১. ক ২. ঘ ৩. ক ৪. গ ৫. গ ৬. গ ৭. গ ৮. খ ৯. খ ১০. গ ১১. গ ১২. গ ১৩. খ ১৪. ক ১৫. গ ১৬. গ ১৭. ক ১৮. ঘ ১৯. ক ২০. খ ২১. খ ২২. গ ২৩. খ ২৪. গ ২৫. গ
লেখক: প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পাট গবেষণা ইনস্টিটিউটে ৫৪ পদের চাকরি, করুন আবেদন
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট জনবল নিয়োগে আবেদন চলছে। এ বিজ্ঞপ্তিতে আবেদনের সময় বাড়ানো হয়েছিল। রাজস্ব খাতভুক্ত শূন্য পদে জনবল নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিটি পুনর্নিয়োগের বিজ্ঞপ্তি। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে ৫৪ জনকে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদনের সর্বশেষ সময়সীমা ছিল ৭-৯-২০২৫ তারিখ বিকেল ৫ টা। পরে সেটি বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাধিক পদে আবেদন করা যাবে তবে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল পদের পরীক্ষা একই তারিখে হওয়ার সম্ভাবনা থাকায় প্রার্থীদের একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারবে। গত ৪-৮-২০২৫ পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।
পদের নাম ও পদসংখ্যা—
১. উপসহকারী প্রকৌশলী (মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন)
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা
২. সহকারী লাইব্রেরিয়ান
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
৩. বৈজ্ঞানিক সহকারী
পদসংখ্যা: ৫
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
৪. জুনিয়র মাঠ সহকারী
পদসংখ্যা: ১২
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
৫. উচ্চমান সহকারী
পদসংখ্যা: ৩
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
৬. উচ্চমান সহকারী-কাম-ক্যাশিয়ার
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
আরও পড়ুন৪৭তম বিসিএস: প্রিলি পরীক্ষার আগের রাত ও পরীক্ষার দিন করণীয়৫ ঘণ্টা আগে৭. অডিটর:
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
৮. স্টোর কিপার
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
৯. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৩
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
১০ গুদামরক্ষক
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
আরও পড়ুনমেট্রোরেলে চাকরি, আবেদন পাঠাতে হবে ডাকে১৩ সেপ্টেম্বর ২০২৫১১. জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
১২. জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
১৩. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১০
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
১৪. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
আরও পড়ুন৪৭তম বিসিএস প্রিলি পরীক্ষার্থীদের জন্য পিএসসির যত নির্দেশনা২ ঘণ্টা আগে১৫. অফিস সহায়ক
পদসংখ্যা: ১১
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
আবেদনের বয়সসীমা
এ বছরের ৭ সেপ্টেম্বরে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে (ওয়েবসাইটে) নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময় —
* আবেদন ফরম জমাদানের শেষ তারিখ ও সময়: ১৭ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৫টা।
আবেদন ফি—
আবেদনের পর যেকোনো টেলিটকের প্রিপেইড নম্বরের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ২২৩ (দুই শত তেইশ, ভ্যাট ২৩) টাকা, ২ নম্বর পদের জন্য ১৬৮ (ভ্যাটসহ) টাকা, ৩ থেকে ১৪ নম্বর পদের জন্য ১১২ (ভাটসহ একশ বারো) টাকা, ১৫ নম্বর পদের জন্য ৫৬ (ভ্যাটসহ) টাকা এবং অনগ্রসর নাগরিকদের জন্য সব গ্রেডে আবেদন ফি ৫০ (পঞ্চাশ) টাকা, টেলিটকের কমিশন চার্জ (ভ্যাটসহ) বাবদ ৬ (ছয়) টাকাসহ অফেরতযোগ্য মোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
পরীক্ষার তথ্য—
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এবং পরীক্ষার তারিখ, সময় ও স্থান সংক্রান্ত যাবতীয় তথ্য পরবর্তীতে যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনে SMS এর মাধ্যমে এবং বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে জানানো হবে।
* আবেদনের বিস্তারিত দেখুন এখানে।
আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫