এসএসসি পরীক্ষা–২০২৫, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: মডেল টেস্ট–২
Published: 22nd, April 2025 GMT
[পূর্ণমান: ২৫, সময়: ২৫ মিনিট]
১. কোনটির মাধ্যমে এক দেশে বসেই অন্য দেশের কাজ করা যায়?
ক. ইন্টারনেট খ. টেলিভিশন
গ. ফ্রিল্যান্স ঘ রেডিও
২. যারা ফ্রিল্যান্সিং পেশায় জড়িত, তাদের কী বলা হয়?
ক. ইঞ্জিনিয়ার খ. প্রোগ্রামার
গ. হ্যাকার ঘ. ফ্রিল্যান্সার
৩. ডিজিটাল কনটেন্টের বৈশিষ্ট্য—
i. একে শ্রেণিকরণ করা যায়
ii.
iii. এর মাধ্যমে ইন্টারনেটে শিক্ষা প্রদান করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. Bandwidth কী?
ক. ডেটার পরিমাপ খ. ডেটার প্রকৃতি
গ. ডেটার প্রবাহের গতির হার ঘ. তথ্য আপলোডের উপায়
৫. ওয়ার্ড প্রসেসর ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা কোনটি?
ক. লেখালেখি খ. ছবি সংযোজন
গ. এডিটিং ঘ. সেভ করা বা সংরক্ষণ
৬. ওয়ার্ড প্রসেসরের সাহায্যে—
i. শতকরার হিসাব করা যায়
ii. নির্ভুলভাবে লেখালেখি করা যায়
iii. একই সঙ্গে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. ওয়ার্ড প্রসেসরে অল্প সময়ে শব্দ খোঁজার জন্য কোন কমান্ড ব্যবহার হয়?
ক. Insert খ. Chart
গ. Find and Replace ঘ. Format
৮. Insert বাটনে পাওয়া যায় কোন অপশনটি?
ক. Open খ. Table
গ. Save ঘ. Prepareআরও পড়ুনএসএসসি পরীক্ষা-২০২৫—তথ্য ও যোগাযোগপ্রযুক্তি: মডেল টেস্ট-১৭ ঘণ্টা আগে
৯. কম্পিউটারে বাংলা লেখার জন্য কোন বোতামটি লিংক হিসেবে কাজ করে?
ক. A খ. G গ. B ঘ. P
১০. Line Spacing অপশনটি কোন গ্রুপের অন্তর্ভুক্ত?
ক. References খ. Illustrations
গ. Paragraph ঘ. Font
১১. মার্জিন ঠিক করতে Page Layout–এর কোন আইকনে ক্লিক করতে হবে?
ক. Page Setup খ. Orientation
গ. Margin icon ঘ. Alignment
১২. এক্সেলে ভাগ করতে কোনটি ব্যবহার করে?
ক. + খ. (
গ. / ঘ. )(
১৩. ফাংশন =PRODUCT এর কাজ কী?
ক. ভাগ করা খ. গুণ করা
গ. শতকরা নির্ণয় করা ঘ. বিয়োগ করা
১৪. গ্রাফ বা চার্ট তৈরি করার সহজ উপায় কোনটি?
ক. চার্ট উইজার্ড ব্যবহার খ. কি–বোর্ড ব্যবহার
গ. মাউস ব্যবহার ঘ. মেনু কমান্ড ব্যবহার
১৫. ইলাস্ট্রেশন গ্রুপে থাকে কোনটি?
ক. টেবিল খ. ফন্ট
গ. ক্লিপ আর্ট ঘ. ওয়ার্ড আর্ট
১৬. ভবিষ্যতে সবকিছুই পরিচালিত হবে কিসের মাধ্যমে?
ক. নেটওয়ার্কের মাধ্যমে খ. ডিজিটাল কনটেন্টের মাধ্যমে
গ. মোবাইলের মাধ্যমে ঘ. কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে
১৭. থাম্বনেইল অর্থ কী?
ক. বড় ছবির ক্ষুদ্র সংস্করণ খ. ছোট ছবির ক্ষুদ্র সংস্করণ
গ. ছোট ছবির বড় সংস্করণ ঘ. বড় ছবির আংশিক সংস্করণ
১৮. সামাজিক নেটওয়ার্কের জনপ্রিয়তার কারণ কী?
ক. ছবি আপলোড করা খ. ভাব বিনিময় করা
গ. যোগাযোগ করা ঘ. নিজেকে প্রকাশ করার সুযোগ পাওয়া
১৯. ‘Trojan Horse’ আসলে কী?
ক. অ্যান্টিভাইরাস খ. ভাইরাস
গ. হার্ডডিস্ক ঘ. বুট ডিস্ক
২০. কোন অপশন ব্যবহারে ওয়ার্ডে বানান চেক করা যায়?
ক. Reference খ. Spelling grammar checking
গ. Word checker ঘ. Speller
২১. ডেটাবেজকে কী বলা হয়?
ক. তথ্য ও উপাত্ত খ. তথ্যভান্ডার
গ. তথ্য ও ডেটা ঘ. ডেটা লাইন
২২. ভিডিও মূলত কী ধরনের গ্রাফিকস?
ক. স্থির খ. টেক্সট
গ. চলমান ঘ. শব্দ
২৩. পাওয়ারপয়েন্ট স্লাইডে টেক্সট কোথায় লিখতে হয়?
ক. লে–আউটে খ. টেক্সট বক্সের ভেতরে
গ. থাম্বনেইলে ঘ. মেনু বারে
২৪. কীভাবে স্লাইডে ছবিকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে সরানো যাবে?
ক. Enter ব্যবহারে খ. crop tool ব্যবহারে
গ. ছবিটি drag করে ঘ. সিলেকশন টুল ব্যবহারে
২৫. প্রোগ্রাম ইনস্টল করার পর কোন কাজটি করা অনেক জরুরি?
ক. Re-open খ. Save
গ. Restart ঘ. Auto run
মিলিয়ে নাও সঠিক উত্তর:
১. ক ২. ঘ ৩. ক ৪. গ ৫. গ ৬. গ ৭. গ ৮. খ ৯. খ ১০. গ ১১. গ ১২. গ ১৩. খ ১৪. ক ১৫. গ ১৬. গ ১৭. ক ১৮. ঘ ১৯. ক ২০. খ ২১. খ ২২. গ ২৩. খ ২৪. গ ২৫. গ
লেখক: প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কোস্টগার্ডে রাজস্ব খাতে নিয়োগ, ২৭ পদে আবেদন শুধু অনলাইনে
বাংলাদেশ কোস্টগার্ড অসামরিক জনবল নিয়োগ দেবে। রাজস্ব খাতভুক্ত এসব শূন্য পদে বিধিমোতাবেক সরাসরি নিয়োগের জন্য শর্তসাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। অনলাইন (Online) ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরু হয়েছে আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে।
পদের নাম ও বর্ণনা—
১. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
গ্রেড: ১৩
বেতনস্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা
২. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২
গ্রেড: ১৪
বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা
৩. ইউডিএ/কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৩
গ্রেড: ১৪
বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা
৪. ধর্মীয় শিক্ষক
পদসংখ্যা: ১
গ্রেড: ১৪
বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত মাদ্রাসা বোর্ড থেকে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা; হাফেজ বা কারিগণকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সুললিত কণ্ঠের অধিকারী হতে হবে।
৫. অটোমেকানিক
পদসংখ্যা: ২
গ্রেড: ১৪
বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় অন্যূন ২য় বিভাগে উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ১ (এক) বছর মেয়াদি অন্যূন ২য় শ্রেণির ট্রেড কোর্স সনদপ্রাপ্ত।
৭ বৃত্তিতে বিদেশে পড়াশোনা, আবেদনের সুযোগ ২ দিন৪০৪ পদে সরকারি চাকরি, আবেদন শেষ আগামীকাল৬. ড্রাইভার
পদসংখ্যা: ১৩
গ্রেড: ১৫
বেতনস্কেল: ৯৭০০-২৩৪৯০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ভারী গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতাসম্পন্ন চালকেরা অগ্রাধিকার পাবেন।
৭. ইলেকট্রিশিয়ান
পদসংখ্যা: ১
গ্রেড: ১৬
বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় অন্যূন ২য় বিভাগে উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটো ইলেকট্রিশিয়ান সনদপ্রাপ্ত।
এআই/প্রথম আলো