বরিশালের আগৈলঝাড়া উপজেলায় র‌্যাবের অভিযানের সময় গুলিতে সিয়াম মোল্লা নামের এক কলেজছাত্রের মৃত্যু ও তাঁর ফুফাতো ভাই রাকিব মোল্লার আহত হওয়ার ঘটনার পূর্ণাঙ্গ, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। তারা বলছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা পুরোনো রাষ্ট্রীয় সহিংসতার ধারাবাহিকতা, যা এখনো থামেনি, বরং আরও কৌশলী হয়ে ফিরে এসেছে।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে। গত সোমবার বরিশালের আগৈলঝাড়া উপজেলার ওই ঘটনায় র‌্যাব সদস্যদের দায় নিরূপণ করে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে তারা।

‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ধারাবাহিকতা ও রাষ্ট্রীয় মিথ্যাচারের প্রতিবাদ’ শিরোনামে পাঠানো বিজ্ঞপ্তিতে রাষ্ট্র সংস্কার আন্দোলন বলেছে, ‘দেশের কোনো কোনো এলাকায় আবারও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি শুরু হয়েছে এবং সেই পুরোনো “ক্রসফায়ার নাটককে” নতুন রঙে সাজিয়ে জনসচেতনতার চোখে ধুলা দেওয়ার চেষ্টা চলছে। সর্বশেষ বরিশালের আগৈলঝাড়ায় র‌্যাবের কথিত মাদকবিরোধী অভিযানে দুই কিশোরকে গুলিবিদ্ধ করা হয়েছে, যাঁদের একজন সিয়াম মোল্লা মারা গেছেন এবং অপরজন রাকিব এখনো হাসপাতালে আছেন।’

আরও পড়ুনবরিশালে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে নিহত কলেজছাত্রের ময়নাতদন্ত হয়নি, মামলার প্রস্তুতি২২ এপ্রিল ২০২৫

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র‌্যাব বলছে নিহতের বয়স ২২, আহতের ২৭। অথচ স্থানীয় পর্যায়ের অনুসন্ধানে স্পষ্টভাবে জানা গেছে, সিয়াম ও রাকিব উভয়েই এসএসসি পরীক্ষার্থী বা সদ্য পাস করা কিশোর, বয়স ১৮ বছরের নিচে। অর্থাৎ তারা আইনত শিশু। রাষ্ট্রীয় বাহিনী ইচ্ছাকৃতভাবে এই তথ্য কেন গোপন করছে, সেই প্রশ্ন তৈরি হয়েছে।

আরও পড়ুনবরিশালে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে হামলা, গুলিতে তরুণ নিহত২১ এপ্রিল ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বর শ ল

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজিতে প্রফেশনাল এমএস কোর্স, আবেদনের সময় বৃদ্ধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রফেশনাল এমএস কোর্সে আবদনের সময় বাড়ানো হয়েছে। তৃতীয় ব্যাচের ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনপত্র গ্রহণ ও জমাদানের সর্বশেষ তারিখ ২২ মে ২০২৫। ভর্তি পরীক্ষা ২৩ মে ২০২৫, সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?২৮ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ