ফুটবল তেতো লাগছে বলেই কি সরে যাচ্ছেন তিতে
Published: 23rd, April 2025 GMT
পেশাগত দায়িত্ব অনেক সময়ই একঘেয়ে মনে হয়, তেতো লাগে। শারীরিক কারণে তিতের কাছেও এখন হয়তো তেমনই লাগছে।
রাশিয়া ও কাতার বিশ্বকাপে ব্রাজিলের ডাগআউটে দাঁড়ানো এই কোচ কোচিং পেশা থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতিতে যাচ্ছেন। গতকাল ছেলে মাথেউস বাচির ইনস্টাগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
৬৩ বছর বয়সী তিতে জানিয়েছেন, তাঁর মানসিক ও শারীরিক স্বাস্থ্যের যত্ন প্রয়োজন, ‘আমি যে কাজ (কোচিং) করি, সেটার প্রতি এখনো আমার টান আছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমার শরীর যে সংকেত দিচ্ছে, তা পর্যবেক্ষণ করার পর পরিবারের সঙ্গে আলোচনা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে, ক্যারিয়ার থেকে বিরতি নেওয়া এবং যতটা সম্ভব নিজের যত্ন নেওয়াই এখন আমার জন্য সবচেয়ে ভালো হবে।’
তিতে আরও বলেন, ‘আমি অনুধাবন করতে পারছি যে এই মুহূর্তে একজন মানুষ হিসেবে আমি দুর্বল হতে পারি। তবে এটি (অনির্দিষ্টকালের বিরতি) অবশ্যই আমাকে আরও শক্তিশালী করে তুলবে।’
৬ বছর ব্রাজিল জাতীয় দলের কোচ ছিলেন তিতে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল