গাজীপুরে পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার
Published: 24th, April 2025 GMT
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের এক জন মনির হোসেন (১৯), অপরজনের নাম মৃদুল সরকার (২৯)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের একটি বনের ভেতর থেকে মৃদুল সরকারের মরদেহ এবং ভোররাতে পৌরসভার কেওয়া চন্নাপাড়া এলাকা থেকে মনির হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মনির হোসেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পুকুরিয়া বেপারিপাড়া গ্রামের বাসিন্দা। পরিবারসহ তিনি শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়ায় এক বাসায় ভাড়া থাকতেন।
আরো পড়ুন:
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত
শেরপুরে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার
জানা গেছে, প্রায় দুই বছর আগে মনির হোসেনের বাবা মার যান। এরপর থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। বুধবার রাতে তিনি স্বাভাবিকভাবে ঘুমাতে যান। ভোররাতে বাড়ির সামনে একটি আম গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনেরা।
অপরদিকে, মৃদুল সরকার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। ভোররাতে নিখোঁজ হওয়ার পর সকালে একটি বনের ভেতর তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
ঢাকা/রফিক/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ মন র হ স ন
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫