নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি গালিবের
Published: 24th, April 2025 GMT
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান করে অবিলম্বে কমিশন বাতিলের দাবি জানিয়েছেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
গত ১৯ এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে দেওয়া সুপারিশমালাকে ‘ভয়ংকর’ ও ‘ঈমান বিধ্বংসী’ হিসেবে উল্লেখ করে গালিব বলেন, `‘এই দেশের ৯০ ভাগ মানুষ মুসলমান। তাদের ঈমান-আক্বীদাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কুরআনি উত্তরাধিকার আইন ও পারিবারিক আইন পরিবর্তনের সুপারিশ সরাসরি ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাত।’’
তিনি আরও বলেন, ‘‘পতিতাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ জঘন্য অপরাধকে আইনগত বৈধতা দেওয়ার ষড়যন্ত্র। এটি এ দেশের সমাজব্যবস্থার জন্য ভয়াবহ হুমকি।’’
আরো পড়ুন:
শিবিরনেতা নোমানী হত্যা মামলার আসামিকে গুলি করে ও কুপিয়ে জখম
কৃষিবিদদের বৈষম্য নিরসনের দাবি রাবি শিক্ষার্থীদের
সরকারের উদ্দেশে গালিব বলেন, ‘‘মানুষ সমাজ ও রাষ্ট্রের দুর্নীতি ও অনিয়ম সংস্কারের জন্যই আপনাদের দায়িত্ব দিয়েছে। কিন্তু সেই সংস্কার যদি পশ্চিমা ও নাস্তিক্যবাদী এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা হয়, তবে তা হবে জনগণের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা।’’
তিনি প্রশ্ন তোলেন, ‘‘অন্যান্য সংস্কার কমিশনে ধর্মীয় বিশেষজ্ঞদের রাখা হলেও নারী বিষয়ক কমিশনে কোনো আলেমকে অন্তর্ভুক্ত করা হয়নি কেন?’ এ প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
গালিব নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে নতুনভাবে উপযুক্ত ও ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে কমিশন পুনর্গঠনের আহ্বান জানান। সেই সঙ্গে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ঈমান ও আক্বীদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সংস্কার প্রস্তাবনা তৈরির জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।
ঢাকা/কেয়া/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//