অনলাইনে পছন্দের পণ্য খুঁজে দেওয়ার পাশাপাশি কিনেও দেবে চ্যাটজিপিটি
Published: 25th, April 2025 GMT
প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি লিখিত প্রম্পট থেকে কৃত্রিম ছবি তৈরি করে দেয় চ্যাটজিপিটি। শুধু তা–ই নয়, ব্যবহারকারীদের নির্দেশমতো নিজ থেকে বার্তা, নিবন্ধ, কবিতাসহ ই-মেইলের খসড়াও লিখে দেয় চ্যাটবটটি। আর তাই নিজেদের কল্পনা কাজে লাগিয়ে কৃত্রিম ছবি তৈরির পাশাপাশি ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক বিভিন্ন কাজে নিয়মিত চ্যাটজিপিটি ব্যবহার করেন অনেকেই। এবার চ্যাটজিপিটিতে অনলাইন কেনাকাটার সুবিধা চালু হতে যাচ্ছে। এ সুবিধা চালু হলে অনলাইনে পছন্দের পণ্য খুঁজে দেওয়ার পাশাপাশি কিনেও দেবে চ্যাটজিপিটি।
অনলাইনে পছন্দের পণ্য খুঁজে দেওয়ার পাশাপাশি কেনাকাটার সুযোগ চালুর জন্য জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম শপিফাইয়ের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে চ্যাটজিপিটির নির্মাতাপ্রতিষ্ঠান ওপেনএআই। এই চুক্তি হলে চ্যাটজিপিটির মাধ্যমেই অনলাইন থেকে নিজেদের পছন্দের পণ্য খুঁজে নিতে পারবেন ব্যবহারকারীরা। শুধু তা–ই নয়, চাইলে সরাসরি অর্ডারও দিতে পারবেন।
শপিফাই হলো বিশ্বের অন্যতম জনপ্রিয় অনলাইন বাণিজ্যিক প্ল্যাটফর্ম, যার মাধ্যমে লক্ষাধিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তাঁদের পণ্য বিক্রি করে থাকেন। চ্যাটজিপিটির সঙ্গে শপিফাইয়ের চুক্তি হলে ব্যবসায়ীরা বর্তমানের তুলনায় আরও বেশিসংখ্যক ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করতে পারবেন।
বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে বিভিন্ন পণ্য কেনার সুপারিশ পাওয়া যায়। নতুন এই সুবিধা চালু হলে চ্যাটজিপিটি সরাসরি ব্যবহারকারীদের টেক্সট প্রম্পটের ভিত্তিতে নির্দিষ্ট পণ্যের তালিকা প্রদর্শন করবে। বাজার–বিশ্লেষকদের মতে, মেটা ও গুগলের পাশাপাশি ওপেনএআই এখন এআইনির্ভর অনলাইন কেনাকাটায় নিজেদের উপস্থিতি বাড়াতে চায়। ওপেনএআই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না জানলেও শিগগিরই চ্যাটজিপিটিতে অনলাইন কেনাকাটার সুবিধা চালু হতে পারে।
সূত্র: নিউজ১৮
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র
এছাড়াও পড়ুন:
অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!
ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।
পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন।
আরো পড়ুন:
মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?
আমি খুব কেঁদেছিলাম: মোহিনী
অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।
ঢাকা/শান্ত