রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস চিরনিদ্রায় শায়িত হবেন শনিবার। নিজের ভালোবাসার স্থান ব্যাসিলিকা অব সেন্ট মেরি মেজরে সমাহিত করা হবে তাঁকে। গির্জাটি ভ্যাটিকানের বাইরে রোমে অবস্থিত। এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে ফ্রান্সিসই প্রথম পোপ, যাঁর শেষ ঠিকানা ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় হচ্ছে না।

ভ্যাটিকানে নিজ বাসভবন কাসা সান্তা মার্তায় সোমবার মৃত্যু হয় ৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিসের। পোপ হিসেবে প্রায় ১২ বছর দায়িত্ব পালনের সময় সেখানেই অবস্থান করেছেন তিনি। মৃত্যুর পর উন্মুক্ত কফিনে শোয়ানো লাল পোশাকে পোপের মরদেহ রাখা হয় সেন্ট পিটার্স ব্যাসিলিকায়। তিন দিন পর শুক্রবার স্থানীয় সময় রাত আটটায় ধর্মীয় আচারের মধ্য দিয়ে বন্ধ করা হয় কফিন।

পোপের কফিন বন্ধ করার একটি বিশেষ রীতি রয়েছে। এই কর্মযজ্ঞে অংশ নেন আটজন কার্ডিনাল। কফিন বন্ধ করার আগে পোপের মুখ ঢেকে দেওয়া হয় সাদা রেশমের কাপড়ে। শরীরে দেওয়া হয় পবিত্র পানি। কফিনের ভেতরে দেওয়া হয় পোপের দায়িত্বকালে তাঁর জন্য তৈরি বিভিন্ন মুদ্রা ও স্মারক। এ ছাড়া তাঁর ১২ বছরের দায়িত্বকালের বিভিন্ন অর্জনের কথাযুক্ত একটি দলিলও কফিনে রাখা হয়।

কফিন বন্ধ করার আগের তিন দিনে ধর্মীয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানে ছুটে যান হাজার হাজার মানুষ। ভ্যাটিকানের হিসাবে, গতকাল দিনের মাঝামাঝি সময় পর্যন্ত প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষ পোপের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তাঁদের একজন ফিলিপাইন থেকে আসা মিশেল অ্যালকেইড। তিনি বলেন, ‘আমরা পোপকে ভালোবাসি। শেষবারের মতো তাঁকে দেখতে পেয়ে ধন্য বোধ করছি।’

আরও পড়ুনঅন্ত্যেষ্টিক্রিয়ার যে প্রথা ভাঙছেন পোপ ফ্রান্সিস১৪ ঘণ্টা আগে

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার আচারেও বিপুলসংখ্যক ভক্তের অংশ নেওয়ার কথা। শনিবার পোপের মরদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকা থেকে বের করার পর স্থানীয় সময় সকাল ১০টায় এ আচার শুরু হবে। তাতে অংশ নেবেন ২২০ জন কার্ডিনাল এবং ৭৫০ জন বিশপ ও ধর্মযাজক। ধর্মীয় এ আচারের নেতৃত্বে দেবেন ইতালির কার্ডিনাল জিওভান্নি বাতিস্তা রে।

এরপর পোপের কফিন সেন্ট পিটার্স ব্যাসিলিকা থেকে রোমের ব্যাসিলিকা অব সেন্ট মেরি মেজরে নিয়ে যাওয়া হবে। প্রায় সাড়ে পাঁচ কিলোমিটারের এই পথ পাড়ি দেওয়া হবে হাঁটার গতিতে। পথে পড়বে কলোসিয়ামসহ রোমের বিখ্যাত সব পুরাকীর্তি। শেষ শ্রদ্ধা জানাতে কফিনের সঙ্গে থাকবে দরিদ্র মানুষদের একটি দল। দরিদ্রদের প্রতি পোপের ভালোবাসা তুলে ধরতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনপোপের মৃত্যুতে দেওয়া শোকবার্তা মুছে ফেলল ইসরায়েল২৪ এপ্রিল ২০২৫

সবশেষ ১৯০৩ সালে পোপ লিও ত্রয়োদশকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হয়েছিল। আর এবার পোপ ফ্রান্সিস ব্যাসিলিকা অব সেন্ট মেরি মেজরে সমাহিত হচ্ছেন। তাঁর এ অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্বের বিভিন্ন প্রান্তের খ্রিষ্টান ধর্মীয় নেতা ছাড়াও উপস্থিত থাকবেন অন্তত ৫০টি দেশের প্রধানেরা। তাঁদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

এদিকে অন্ত্যেষ্টিক্রিয়া শেষে আসবে নতুন পোপ বেছে নেওয়ার পালা। জটিল এ প্রক্রিয়া ‘কনক্লেভ’ নামে পরিচিত। পোপ ফ্রান্সিসের ঘনিষ্ঠ উপদেষ্টা জ্যঁ–ক্লাউদি হোলেরিচের ভাষ্যমতে, ৫ অথবা ৬ মে থেকে নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে পারে। নতুন পোপ হিসেবে সবচেয়ে জোরালোভাবে যাঁর নাম সামনে আসছে, তিনি হলেন ইতালির কার্ডিনাল পিয়েত্রো পারোলিন।

আরও পড়ুনপ্রেমিকাকে না পেয়ে যেভাবে পোপ হয়েছিলেন ফ্রান্সিস ২১ এপ্রিল ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ত য ষ ট ক র য়

এছাড়াও পড়ুন:

পিকিং বিশ্ববিদ্যালয়ে বংশে তিনি প্রথম, তাই এত আয়োজন

চীনে উচ্চশিক্ষার জন্য অভিজাত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে বেইজিংয়ের পিকিং বিশ্ববিদ্যালয়। সেখানে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া দেশটির যেকোনো শিক্ষার্থীর জন্য দারুণ সম্মানের। এ বছর পিকিং বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন লি গুওইয়াও।

লির বাড়ি জেজিয়াং প্রদেশের ওয়েনজউ শহরে। এর আগে তাঁর বংশে শত বছরের ইতিহাসে কেউ পিকিং বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাননি। এত বড় সম্মানের উপলক্ষ উদ্‌যাপন করতে তাই বিন্দুমাত্র কার্পণ্য করেননি লির পরিবার ও গ্রামের বাসিন্দারা। রীতিমতো লালগালিচা বিছিয়ে, মোটর শোভাযাত্রা করে, ব্যান্ড বাজিয়ে পরিবার ও গ্রামের মুখ উজ্জ্বল করা লিকে সংবর্ধনা দেন তাঁরা, সঙ্গে ছিল ভূরিভোজের ব্যবস্থা। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে এই সংবর্ধনার ছবি ও ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায়।

চীনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য জাতীয় পর্যায়ে একটি পরীক্ষা নেওয়া হয়। যেটি ‘গাওকাও’ নামে পরিচিত। তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই পরীক্ষা বেশ কঠিন। পরীক্ষায় মোট ৭৫০ নম্বরের মধ্যে লি পেয়েছেন ৬৯১।

লির গ্রামের এক প্রতিবেশী জানান, লির বাবা নির্মাণশ্রমিক। লির মা মাত্র ২ হাজার ৮০০ ইউয়ান বেতনে একটি সুপারশপে কাজ করেন। সত্যি বলতে, ছেলেটি সম্পূর্ণ নিজের চেষ্টা আর পরিশ্রমে এটা অর্জন করেছেন।

প্রতিবেশী আরেক গ্রামবাসী বলেন, লি তাঁর বাবার কাছ থেকে পাওয়া একটি পুরোনো মুঠোফোন দিয়ে প্রশ্নোত্তর অনুশীলন করতেন। সাপ্তাহিক ছুটির দিনগুলোয় গ্রামের গ্রন্থাগারে বসে পরীক্ষার প্রশ্নপত্র হাতে লিখে তারপর সেগুলো অনুশীলন করতেন। মাধ্যমিকে তিনি কখনো কোনো প্রাইভেট শিক্ষকের কাছে পড়েননি।

লিকে সংবর্ধনা দিতে শতাব্দীপ্রাচীন ঐতিহ্য ভেঙে তাঁদের গ্রামের পূর্বপুরুষদের মন্দিরের প্রধান ফটক খোলা হয়, যা একটি বিশেষ সম্মানের প্রতীক হিসেবে বিবেচিত।

লিকে সংবর্ধনা দেওয়ার ছবি ও ভিডিও চীনজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

অনলাইনে একজন লেখেন, ‘পিকিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ৬৯১ নম্বর! এটা অবিশ্বাস্য। সত্যিই পুরো পরিবারের মুখ উজ্জ্বল করেছে!’

তবে কেউ কেউ এই জমকালো উদ্‌যাপন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তাঁরা বলেছেন, এটা কি একটু বাড়াবাড়ি নয়? উৎসবটা খুবই জাঁকজমকপূর্ণ, এতে ছেলেটার ওপর অকারণ চাপ তৈরি হতে পারে। স্নাতক হওয়ার পর কি পরিবার তাঁর কাছ থেকে অনেক বেশি কিছু প্রত্যাশা করবে না?

সম্পর্কিত নিবন্ধ