ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দরে বিস্ফোরণে কমপক্ষে ২৮১ জন মানুষ আহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ওমানে ইরান যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তৃতীয় দফার পারমাণবিক আলোচনা শুরু করছে, তখন এই বিস্ফোরণের ঘটনা ঘটলো। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
আঞ্চলিক বন্দর কর্মকর্তা ইসমাইল মালেকিজাদেহ বলেছেন, “শহীদ রাজাই বন্দর ডকের একটি অংশে বিস্ফোরণটি ঘটে এবং আমরা আগুন নেভাচ্ছি।”
রাজধানী তেহরানের ১০০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত শহীদ রাজাই ইরানের সবচেয়ে উন্নত কন্টেইনার বন্দর। এটি হরমুজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পশ্চিমে এবং হরমুজ প্রণালীর উত্তরে অবস্থিত। এই বন্দর দিয়ে দিয়ে বিশ্বের তেল উৎপাদনের এক পঞ্চমাংশ রপ্তানি হয়।
হরমুজগান রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মোখতার সালাহশুর রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, “বিস্ফোরণের পর ঘটনাস্থলে চারটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।