ফেসবুকে স্প্যামের লাগাম টানতে কঠোর হচ্ছে মেটা
Published: 26th, April 2025 GMT
ফেসবুকে স্প্যাম ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো বন্ধে কঠোর অবস্থান নিয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা। যেসব ব্যবহারকারী ইচ্ছাকৃতভাবে অ্যালগরিদমকে প্রভাবিত করে ফেসবুকের রিচ ও মনিটাইজেশন–সুবিধা পেতে চান, তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
মেটার পক্ষ থেকে এক ঘোষণায় বলা হয়েছে, প্ল্যাটফর্মে যাঁরা অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করেন, অস্বাভাবিকভাবে দীর্ঘ ক্যাপশন লেখেন অথবা কনটেন্টের সঙ্গে সম্পর্কহীন তথ্য জুড়ে দেন, তাঁদের পোস্টের রিচ কমিয়ে দেওয়া হবে। একই সঙ্গে এমন অ্যাকাউন্টগুলো আর ফেসবুকের মনিটাইজেশন প্রোগ্রামের আওতায় থাকবে না। মেটার ভাষ্য অনুযায়ী, এসব পোস্টের উদ্দেশ্য সব সময় ক্ষতিকর না হলেও এর ফলে ব্যবহারকারীদের ফিডে আসল ও মানসম্পন্ন কনটেন্ট ঢাকা পড়ে যায়।
উদাহরণ টেনে মেটা জানিয়েছে, অনেক সময় দেখা যায়, একটি সাধারণ প্রাণীর ছবি পোস্ট করে তার সঙ্গে বিমানের প্রযুক্তিগত তথ্যসংক্রান্ত ক্যাপশন জুড়ে দেওয়া হয়, যার কোনো বাস্তব সংযোগ নেই। একইভাবে নির্দিষ্ট কিছু নেটওয়ার্ক শত শত অ্যাকাউন্ট ব্যবহার করে একই পোস্ট একাধিকবার ছড়িয়ে দেয়। এ ধরনের সমন্বিত প্রচেষ্টাও মেটার নজরে আসছে এবং সেগুলোকেও মনিটাইজেশন থেকে সরিয়ে দেওয়া হবে।
সম্প্রতি মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ঘোষণা দেন, তিনি ফেসবুককে ফিরিয়ে নিতে চান তার ‘মূল রূপে’। অর্থাৎ এমন একটি ফেসবুক, যেখানে ব্যবহারকারীরা তাঁদের বন্ধু, পরিবার এবং পরিচিতজনের বাস্তব জীবনের কনটেন্ট দেখতে পাবেন। মেটার সাম্প্রতিক এই উদ্যোগকে সেই ঘোষণার বাস্তবায়ন বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
এদিকে ফেসবুকের কমেন্ট ব্যবস্থাপনাতেও পরিবর্তন আসছে। মেটা জানিয়েছে, যেসব মন্তব্যকে ফেক এনগেজমেন্ট হিসেবে শনাক্ত করা যাবে, সেগুলোর রিচ ও ভিজিবিলিটি কমিয়ে দেওয়া হবে। ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে অপ্রাসঙ্গিক বা বিভ্রান্তিকর মন্তব্য চিহ্নিত করার জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে নতুন একটি ফিচার। এ ছাড়া যেসব মন্তব্যকারী ভুয়া পরিচয় ব্যবহার করেন বা অন্য কারও নাম-পরিচয় নকল করে মন্তব্য করেন, তাঁদের কমেন্ট স্বয়ংক্রিয়ভাবে লুকিয়ে রাখা হবে। কনটেন্ট নির্মাতারা চাইলে এমন মন্তব্যের বিরুদ্ধে রিপোর্টও করতে পারবেন।
সূত্র: টেকক্রাঞ্চ
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র কনট ন ট ফ সব ক
এছাড়াও পড়ুন:
পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত, হামলার শঙ্কায় সতর্ক ইসলামাবাদ
কাশ্মীর হামলা ঘিরে ভারত–পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহতভাবে বাড়ছে। মঙ্গলবার দিবাগত রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছাকাছি এলাকা থেকে ভারতের চারটি রাফাল যুদ্ধবিমানকে পিছু হটিয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। ইসলামাবাদের আশঙ্কা, ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত। তাই পরিস্থিতি মোকাবিলায় নিজেদের আকাশসীমার নিরাপত্তা ও বিমানবন্দরগুলোয় সতর্কতা জারি করেছে দেশটি। এরই মধ্যে বুধবার পাকিস্তানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ভারত।
ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বুধবার ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘পাকিস্তান আগবাড়িয়ে উসকানিমূলক কোনো পদক্ষেপ নেবে না। তবে উসকানি দেওয়া হলে কঠোর জবাব দেওয়া হবে।’ মঙ্গলবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটেও তিনি একই ধরনের কথা বলেছিলেন।
ভারতের অমৃতসরে ভারত-পাকিস্তান সীমান্তের আতারি-ওয়াঘা ক্রসিংয়ে দাঁড়িয়ে আছেন ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) এক সদস্য। ২৫ এপ্রিল ২০২৫